মোটরসাইকেল মানুষের চলার পথকে অনেক সহজ করে দিয়েছে। শহর কিংবা গ্রামের বহুদূরের পথ পাড়ি দেবার জন্য এখন কারও জন্য অপেক্ষা করতে হয় না। মোটরসাইকেল থাকলেই নিমিষেই মাইলের পর মাইল পথ অনায়াসেই পাড়ি দেওয়া যায়। সরকারি পলিসি এবং কোম্পানির প্রচেষ্টায় দিনে দিনে মোটরসাইকেল হাতের নাগালে চলে এসেছে। মোটরসাইকেল আগের মতো এখন আর কোনো বিলাসবহুল বাহন নয়। ৮০ সিসি সেগমেন্টের মধ্যে ভালো ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ভালো মাইলেজ সমৃদ্ধ কিছু মোটরসাইকেল আমাদের দেশে দেখতে পাওয়া যায়। এসব মোটরসাইকেল মুলত গ্রামের রাস্তা এবং ফাঁকা শহরের রাস্তা কিছু দূর পথ পাড়ি দেওবার জন্য যথেষ্ট সহায়ক। মোটরসাইকেল ভ্যালি গ্রাহকদের মতামত এবং রাইডিং অভিজ্ঞতা পর্যবেক্ষণ করে নিয়ে এসেছে বাংলাদেশের রাস্তায় জনপ্রিয় ৮০ সিসির মোটরসাইকেল গুলো । চলুন দেখে নেওয়া যাক কোন কোন মোটরসাইকেল গুলো গ্রাহকরা তাদের পছন্দের শীর্ষে রেখেছেন।
রানার ডিলাক্স
স্বদেশী ব্র্যান্ড হিসেছে রানার চেষ্টা করে চলেছে ভালো মানের মোটরসাইকেল গ্রাহকদের হাতে তুলে দেবার। তাদের এই ৮০ সিসির মোটরসাইকেলটি আমাদের দেশে গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে দেখা যায় তবে শহরের তুলনায় গ্রামের রাস্তায় তুলনামূলক বেশি দেখা যায়। সুন্দর ডিজাইন, মজবুত বিল্ড কোয়ালিটি, ভালো মাইলেজ এবং সহনীয় দাম এসব কিছু মিলিয়ে মোটরসাইকেলটি গ্রাহকদের মনে অনেক বড় পরিসরে জায়গা করে নিয়েছে। ব্যবহারকারীগণ দাবি করে থাকেন যে এই মোটরসাইকেলটি মাইলেজ দেয় প্রায় ৫৫-৬৫ কিমি/লিটার।
Runner Deluxe
রানার বাইক আরটি
৮০ সিসি অন্যান্য বাইকের তুলনায় দেখতে অনেক স্টাইলিশ এবং দামটা সহনীয় যার কারণে গ্রাহকেরা এই মোটরসাইকেলটি বেশি পছন্দ করে থাকেন। মোটরসাইকেলটিতে ভালো কিছু আধুনিক ফিচারসও রয়েছে এবং স্টাইলিশ ডিজাইন, মাস্কুলার ফুয়েল ট্যংকার ও সুন্দর বডি কিট, এলয় রিম এসব কিছু রয়েছে বাইকটিতে। যার কারণে গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে রানার বাইক আর টি। ব্যবহারকারীগণ দাবি করেছেন এই বাইকটির মাইলেজ প্রায় ৫০-৬০ কিমি/লিটারে।
Runner Bike RT
রোডমাস্টার প্রাইম
স্বদেশী অন্যান্য ব্রান্ডের পাশাপাশি রোড মাস্টার চেষ্টা করে যাচ্ছে ভালো মানের মোটরসাইকেল গ্রাহকদের হাতে কম মুল্যে তুলে দেওয়ার জন্য এবং তারই ধারাবাহিকতায় রোডমাস্টারের জনপ্রিয় ৮০ সিসি মোটরসাইকেলের নাম হলো রোডমাস্টার প্রাইম। ভালো ইঞ্জিন শক্তি, সুন্দর ডিজাইন ও মজবুত বিল্ড কোয়ালিটি, জ্বালানী সাশ্রয় এসব কিছু মিলিয়ে রোডমাস্টার প্রাইম বাংলাদেশের গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে। ইউজাররা এর জ্বালানী খরচ দাবি করে থাকেন ৫৫-৬৫ কিমি/লিটার
Roadmaster Prime
হোন্ডা সিডি৮০
বাংলাদেশে হোন্ডার যাত্রা শুরু কাল থেকেই সিডি ৮০ মোটরসাইকেলটি বাজারে দেখতে পাওয়া যায়। ব্যান্ড ভ্যালু, সুন্দর ও মার্জিত ডিজাইন , ভালো মাইলেজ হওয়ার ফলে মাঝারি কিংবা তার থেকে বেশি রাইডারগণ এই মোটরসাইকেলটি বেশি পছন্দ করে থাকেন। মোটরসাইকেলটির মাইলেজ ৬০-৭০ কিমি/লিটার।
Honda CD80
ভিক্টর-আর ভি-৮০ এক্সপ্রেস
সুন্দর ডিজাইন, আধুনিক ফিচারস, ভালো সিটিং পজিশন , ভালো মাইলেজ এবং সহনীয় দাম এসব কিছু মিলিয়ে বেশ ভালো মানের একটি মোটরসাইকেল হচ্ছে ভিক্টর-আর ভি-৮০ এক্সপ্রেস । বাংলাদেশের রাস্তার জন্য মোটরসাইকেলটি বেশ উপযোগি বিশেষ করে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ কিংবা কাদা যুক্ত রাস্তাতেও মোটরসাইকেলটি অনেক ভালো পারফরমেন্স দেয় বিধায় গ্রাহকেরা এই মোটরসাইকেলটি পছন্দের শীর্ষে রেখেছেন। এই মোটরসাইকেলটির মাইলেজ পাবেন ৫৫-৬৫ কিমি/লিটার।
Victor-R V80 Xpress