রানার স্বদেশী ব্র্যান্ড হিসেবে অনেক জনপ্রিয়। তাদের সবথেকে বড় বিষয় হচ্ছে যে তারা নিজস্ব বাংলাদেশী প্রস্তুতকারক কোম্পানী এবং সকলের কাছে বিশ্বস্ত একটি নাম। স্বদেশী এই ব্র্যান্ডটি সর্বদা বাংলাদেশের মানুষের চাহিদা রুচি এবং সার্বিক বিষয় মাথায় নিয়ে বাইক প্রস্তুত ও বাজারজাত করে থাকে। রানার শুধুমাত্র বাংলাদেশেইবাইক সরবরাহ করে না তারা এশিয়ার বিভিন্ন দেশে উচ্চ সিসির বাইকও সরবরাহ করে থাকে। আমাদের দেশের বিশাল একটি পরিচয় বহন করে এই রানার অটোমোবাইল।
আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করি তাহলে রানার খুব কম দামে ভালো মানের বাইক বাজারে নিয়ে আসতে সক্ষম এবং তাদের বাইকের চাহিদা খুব বেশি। বিশেষ করে কিস্তি সুবিধা, দেশজুড়ে অথরাইজড শোরুম এবং সকল সুবিধা থাকার কারণে এই ব্র্যান্ডের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। রানার শব্দের প্রথম অক্ষর হল "আর" এবং এই R এর মানেই হচ্ছে "গ্রাহকদের অনুভূতির প্রতি শ্রদ্ধাবোধ"(Respect customers feelings)। তারা চায় যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একটি করে রানার বাইক থাকুক এবং সেই কারণেই বিভিন্ন সময়ে গ্রাহকদের বিভিন্ন অফারের মাধ্যমে বাইকের দাম কমিয়ে বাজারে সরবরাহ করে আসছে। আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সামনে হাজির হয়েছি রানার এর সেরা ৫ টি বাইক নিয়ে আলোচনা করার জন্য। আপনাদের সুবিধার্থে অবগত করা যাচ্ছে যে আমরা এই তথ্যগুলো আমাদের গ্রাহক যারা আমাদের সাথে তাদের রানার বাইক নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন, আমাদের টিম মোটরসাইকেল ভ্যালীর রিসার্চ, ডাটাবেজ ইত্যাদির উপর ভিত্তি করে আপনাদের সামনে সেরা ৫ টিবাইকের তথ্য তুলে ধরব। আশা করি আপনারা জেনে খুবই উপকৃত হবেন এবং রানার বাইক সম্পর্কে ভালো একটি ধারণা লাভ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক রানারের সেরা ৫ টিকোন কোন বাইক রয়েছে।
Runner Bike RT৮০ সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশের বাজারে জনপ্রিয় ও অতি কম মূল্যের একটি বাইক। দেশে অন্যান্য ব্র্যান্ডের যেসকল ৮০ সিসির বাইক রয়েছে সেগুলোর সাথে তুলনা করলে দেখা যায় যে দামের দিক থেকে একধাপ এগিয়ে Runner Bike RT। এই বাইকের সাথে রয়েছে মার্জিত ডিজাইন, সেরা দাম,আরামদায়ক সিটিং পজিশন,আকর্ষণীয় গ্রাফিক্স, ৮০ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৪.৪ কিলোওয়াট@ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৫.৫ এনএম@ ৪৫০০ আরপিএম শক্তি উৎপন্ন করতে সক্ষম। এছাড়াও রয়েছে সর্বোচ্চ ২৪ মাসের কিস্তি সুবিধা এবং রাইডারের প্রয়োজনীয় সকল ফিচারস।
Runner Bike RT বাইকের দাম ৬৪,০০০ টাকা।
আমাদের সাথে এই Runner Bike RT নিয়ে প্রায় ৪ জন্ ব্যবহারকারী তাদের বাইক ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেছেন । তাদের কাছে এই বাইকের সবচেয়ে বেশি ভালো লেগেছে দাম, দাম বিবেচনায় বাইকের পারফরমেন্স এবং ডিজাইন। রানার বলে যে তাদের এই বাইক মাইলেজ সরবরাহ করবে ৬০-৬৫ কিমি প্রতি লিটার । আমাদের সম্মানিত ব্যবহারকারীরা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন ৫৫-৬৫ কিমি প্রতি লিটারে গড়ে।
৪ জন Runner Bike RT ব্যবহারকারীর অভিজ্ঞতা জানতে লিংকে ক্লিক করুন
৮০ সিসি সেগমেন্টের মধ্যে কম দামে রানার অটোমোবাইলেরআরেকটি বাইক হল Runner Deluxe। রানার এই বাইকটি ও খুব সুন্দর ভাবে ৮০ সিসির মধ্যে ডিজাইন করেছে। বিশেষ করে বাংলাদেশের বাজারে যারা ৮০ সিসির বাইক কম দামের মধ্যে খুঁজেন তারাই Runner Deluxe বাইকটি বেশি পছন্দ করেন। মার্জিত ডিজাইনের সাথে এই বাইকের দাম একজন গ্রাহকে ভালোভাবে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে। এই Runner Deluxe মডেলটি অনেক বছর ধরে বাজারে রয়েছে এবং ভালো সাড়া পাচ্ছে। ইঞ্জিনে রানার ব্যবহার করেছে শক্তিশালী ৮৫ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৪.৫৮ কিলোওয়াট @৮৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৫.৫ কিলোওয়াট@৫৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। এছাড়াও এই বাইকের রয়েছে সুন্দর ডিজাইন, গ্রাফিক্স, মাইলেজ, দাম সহ অত্যাধুনিক সব সুবিধা।
Runner Deluxe বাইকের দাম ৮৫,০০০ টাকা।
আমাদের সাথে এই রানার Runner Deluxe বাইক নিয়ে প্রায় ১১ জন ব্যবহারকারী তাদের গুরুত্বপুর্ন কিছু তথ্য শেয়ার করেছেন। অনেক গ্রাহক এই বাইকের দাম, মাইলেজ ও আরাম বেশি পছন্দ করেছেন এবং রানার এর সার্ভিস মান উন্নত করার পরামর্শ দিয়েছেন। এই বাইক থেকে ব্যবহারকারীরা গড়ে মাইলেজ পাচ্ছেন ৫৫-৬৮ কিমি প্রতি লিটার।
১৪ জন এর ব্যবহার অভিজ্ঞতা জানতে এই লিংকে ক্লিক করুন
রানার-এর এই Bullet সিরিজটি ব্যাপক জনপ্রিয়। ১০০ সিসি সেগমেন্ট এর মধ্যে কম দামে সুন্দর একটি বাইক হওয়ার কারণে দেশে এই বাইকের চাহিদা শুরু থেকে এখন পর্যন্ত অনেক বেশি পরিলক্ষিত হয়। অনেকেই এই Runner Bullet বাইকের ইঞ্জিন নিয়ে বেশি প্রশংসা করেন। তারা বলেন যে এই বাইকের ইঞ্জিন থেকে নাকি অধিক শক্তি উৎপন্ন হয়। ১০০ সিসির ইঞ্জিন থেকে অনেকেই ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা টপ স্পিড পেয়ে থাকেন। এটা সত্যিই অবিশ্বাস্য একটি বিষয়। রানার চেষ্টা করেছে ১০০ সিসির মধ্যে সর্বোচ্চ ফিচারস এবং আধুনিক ডিজাইনের একটি বাইক সরবরাহ করার। Runner Bullet এর ইঞ্জিন অধিক শক্তি উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের ব্যবহার করেছে ১০০.৫৪ সিসি সিংগেল সিলিন্ডার ৪ স্ট্রোক , এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৪.৮ কিলোওয়াট @ ৭৫০০আরপিএম এবং ম্যাক্স টর্ক ৭ এনএম @ ৫৫০০ আরপিএম উৎপন্ন করতে পারে।
Runner Bullet বাইকের দাম ১,০৫,০০০ টাকা।
আমাদের মোটরসাইকেল ভ্যালী ওয়েবসাইটে যারা এই বাইক নিয়ে ব্যবহার অভিজ্ঞতা শেয়ার করেছেন তারা সবাই এই বাইকের মাইলেজ, ইঞ্জিন পারফরমেন্স এবং দাম বেশি পছন্দ করেছেন। Runner Bullet নিয়ে প্রায় ৭ জন ব্যবহারকারী গড়ে মাইলেজ পাচ্ছেন গড়ে ৫০-৬০ কিমি প্রতি লিটার।
Runner Bullet নিয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা জানতে লিংকে প্রবেশ করুন
আমাদের জন্য সবথেকে বড় বিষয় হচ্ছে যে, রানার স্বদেশী বাইক প্রস্তুতকারক কোম্পানী। রানার চেষ্টা করে থাকে ভালো মানের বাইক কম দামের মধ্যে বাংলাদেশের সকল শ্রেনীর মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার। Runner Bolt 165R হচ্ছে রানার এর জনপ্রিয় ১৬৫ সিসি একটি বাইক। এই বাইকের স্পেশাল ফিচারস হিসেবে রয়েছে ডুকাটি স্টাইল বডি ফ্রেম,Upside-down সাস্পেনশন, আকর্ষোনীয় আধুনিক ফিচারস, সর্বাধিকসুবিধসহ সুলভ মূল্য, সামনের চাকায় বড় ডিস্ক প্লেট, স্টাইলিশ Under body একশস্ট পাইপ, টিউব্লেস টায়ার, ডুয়াল ডিস্কব্রেক। Runner Bolt 165R বাইকটিতে ১৬৪.৭৪ সিসি সিঙ্গল সিলিন্ডার ৪ স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিনের সাথে নিয়ে আসা হয়েছে, যা ১৩.২ বিএইচপি @ ৭৫০০ আরপিএম সর্বাধিক শক্তি এবং ১৪ এনএম @ ৭৫০০ আরপিএম । কম দামের মধ্যে আধুনিক সকল সুবিধা থাকার জন্য Runner Bolt 165R দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। লিটার।
Runner Bolt 165R বাইকের দাম ১,৬৯,০০০ টাকা।
আমাদের সাথে শুধুমাত্র ১ জন সম্মানিত ব্যবহারকারী Runner Bolt 165R নিয়ে তার ভালো মন্দ অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার কাছে বাইকের ডিজাইন, আরাম, কন্ট্রোল এবং দাম সবচেয়ে বেশি ভালো লেগেছে। তিনি গড়ে মাইলেজ পাচ্ছেন ৩৫-৪০ কিমি প্রতি লিটার।
Runner Bolt 165R আরও বিস্তারিত জানতে লিংকে প্রবেশ করুন
Runner Knight Rider v2 হচ্ছে রানার এর ১৫০ সিসি সেগমেন্ট এর মধ্যে আরেকটি জনপ্রিয় মোটরসাইকেল। এই মোটরসাইকেলের ভার্সন ১ প্রথমে বাজারে নিয়ে আসা হয়েছিল। যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে এই বাইকটি এখন ভার্সন ২ হিসেবে বাজারজাত করা হয়েছে। পূর্বের ভার্সন থেকে বর্তমানে অনেক বেশি আপডেট পরিলক্ষিত হয়েছে। ইঞ্জিনের দিক থেকে পূর্বে এবং বর্তমানে একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে কিন্তু ডিজাইন ও টেকনিক্যাল কিছু বিষয় উন্নত করা হয়েছে। এই বাইকটিতে রয়েছে শক্তিশালী ১৬৫সিসি ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৮.৯ কিলোওয়াট @ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১২.২ এনএম @৫৫০০ আরপিএম উৎপন্ন করে। রানার তাদের এই বাইক নিয়ে দাবি করে থাকে যে তাদের এই বাইক টপ স্পীড দিবে ১২০ কিমি প্রতি ঘন্টা এবং মাইলেজ দিবে ৪৫ থেকে ৫০ কিমি প্রতি লিটার।
Runner Knight Rider V2 বাইকের দাম ১,৬৬,০০০ টাকা ।
Runner Knight Rider V2 নিয়ে আরও বিস্তারিত পড়ুন এই লিংকে
রানারের প্রতিটি মোটরসাইকেলের সাথে থাকছে সর্বনিম্ন হারে সর্বোচ্চ ২৪ মাসের কিস্তি সুবিধা, ৬ বছরের ওয়ারেন্টি, ৯টি ফ্রি সার্ভিস এবং ১ লক্ষ টাকার ইন্সুরেন্সসহ আরও অনেক কিছু। দেশের বাজারে রানার বাইক সহজলভ্য করতে এবং গ্রাহকদের হাতে তুলে দিতে রানার সর্বদা চেষ্টা করে যাচ্ছে।
আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সাথে আলোচনা করলাম রানারের সেরা ৫ টি মোটরসাইকেল নিয়ে এবং সেগুলো কোন কোন তথ্যের ভিত্তিতে আমরা নির্ধারণ করেছি তা উপরে উল্লেখ করা হয়েছে। আশা করি আপনারা আমাদের এই তথ্যের মাধ্যমে অনেক উপকৃত হবেন।
ধন্যবাদ সবাইকে।
Among the foreign brands in Bangladesh, the Thai motorcycle brand GPX has earned a great reputation even for ordinary bikers w...
English BanglaSuzuki is one of Japan's most recognizable motorbike brands renowned for its capable, performance-tuned, and stylish two-wheel...
English BanglaYamaha has organized a test ride of Yamaha's only higher cc bike Yamaha FZ25 in Bangladesh, where not only Yamaha bike users but...
English BanglaLifan is a very well-known bike brand in the biker community in the motorcycle market of Bangladesh and one of the reasons beh...
English BanglaYamaha has launched its high-cc bike, the Yamaha FZ 25, in the Bangladeshi market, creating quite a buzz among motorcycle enth...
English Bangla