বাংলাদেশের জনপ্রিয় ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর মধ্যে হিরোর অবস্থান প্রথমের দিকে। আমাদের দেশে হিরো প্রায় একযুগের অধিক সময় ধরে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। নিলয় মটরস লিমিটেড বাংলাদেশ হিরোর একমাত্র পরিবেশক। হিরো শুরু থেকেই চেষ্টা করে আসছে যে গ্রাহকদের হাতে ভালোমানের মোটরসাইকেল তুলে দেওয়ার সেই সাথে তারা চেষ্টা করছে দামটা যেন অবশ্যই সহনীয় পর্যায়ে থাকে। আমরা টিম মোটরসাইকেলভ্যালী অনেকদিন যাবত বিভিন্ন গ্রাহকদের সাথে কথা বলে, তাদের থেকে বাইকের রেটিং নিয়ে, হিরো বাইক সম্পর্কে পর্যালোচনা করেছি এবং আপনারা অবশ্যই দেখেছেন যে আমাদের ওয়েবসাইটে হিরোর অসংখ্য ইউজার রিভিউ রয়েছে। সেই ইউজারদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো হিরোর সেরা ৩টি ইউজার রেটিং অনুযায়ী ভালো বাইক। এই তথ্যগুলো আমরা ব্যবহারকারীর রিভিউ এর ভিত্তিতে আপনাদের সাথে আলোচনা করছি।
Hero Thriller 160R Fi ABS SDসর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে যারা রিভিউ দিয়েছেন তাদের মধ্যে হিরো থ্রিলার ১৬০আর এফআই এবিএস সিংগেল ডিস্ক বাইকটি দামের দিক থেকে বেশি পছন্দ করেছেন। হিরো এই প্রথম তাদের ১৬০ সিসি সেগমেন্টে বাংলাদেশের বাজারে নতুন এই বাইক নিয়ে এসেছে। এই বাইকের সবচেয়ে ভালো বিষয় যেটি ব্যবহারকারীরা পছন্দ করেছেন তাহল এর আধুনিক সব ফিচারস। এই বাইকের ডিজাইনটা অনেক মার্জিত যা সব বয়সের রাইডারের সাথে খাপ খায়। অন্যদিকে ইঞ্জিনে রয়েছে ১৬৩সিসি সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এফআই ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ১৫ বিএইচপি @ ৪৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১৪ এনএম @ ৬৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। এই বাইকের ইঞ্জিনে স্পেশাল ফিচারস হিসেবে রয়েছে এফআই যা মাইলেজ ও ইঞ্জিন পারফরমেন্স বৃদ্ধি করতে সক্ষম। অন্যদিকে এই বাজেটের মধ্যেই হিরো নিয়ে এসেছে এবিএস ব্রেকিং সিস্টেম। মোট কথায় ১৬০সিসির মধ্যে বাজেট বাইক হচ্ছে এই হিরো থ্রিলার তাই এই বাইকটি আমাদের সম্মানিত ইউজার রিভিউ দাতারা বেশি পছন্দ করেছেন।
Hero Thriller 160R Fi ABS SD বাইকের দাম ১,৮৯,৯৯০ টাকা। হিরো থ্রিলারের যে কয়েকজন ব্যবহারকারী আমাদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন তাদের কথাগুলো আপনি পাবেন নিম্নের লিংকে গিয়ে বাইক ব্রান্ড এবং মডেল সিলেক্ট করলেই এবং আমরা আশা করি ব্যবহারকারীদের অভিজ্ঞতা পড়ে দেখলেই আপনি এই বাইকের প্রকৃত পারফরমেন্স সম্পর্কে ভালভাবেই জানতে পারবেনঃ
https://www.motorcyclevalley.com/reviews/user-reviews/Hero Hunk Matt DDহিরো হাঙ্ক বাংলাদেশের খুব জনপ্রিয় একটি সিরিজ। একযুগেরও বেশি সময় ধরে এই সিরিজ বাংলাদেশের বাজারে রয়েছে এবং সর্ব প্রথম হিরো হাঙ্ক যখন বাংলাদেশের বাজারে নিয়ে আসে তখন এটি ছিল তখন কার সেরা মাসকুলার বাইক। যুগের সাথে তাল মিলিয়ে মানুষের চাহিদা ও রুচি পরিবর্তন হয় সেটি মাথায় রেখে হিরো নতুনভাবে হিরো হাঙ্ক ম্যাট সিরিজ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। ম্যাট সিরিজের সাথে আবার সিঙ্গেল ডিস্ক ও ডাবল ডিস্ক ভ্যারিয়েন্ট রয়েছে। আমাদের সম্মানিত ইউজার রিভিউ দাতারা এই বাইকটি পছন্দ করেছেন বাইকের ডিজাইন, ব্র্যান্ডভ্যালূ, ইঞ্জিন পারফরমেন্স ইত্যাদি দেখে। এই বাইকের ইঞ্জিনে রয়েছে ১৪৯,২ সিসির সিংগেল সিলিন্ডার , ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ১৪.৪ পিএস @ ৮৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১২.৮ এনএম @ ৬৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। ১৫০ সিসি সেগমেন্টের মধ্যে হিরো হাংক অনেক জন প্রিয়।
Hero Hunk Matt DD বাইকের দাম ১,৬৬,৯৯০ টাকা। একটি বাইকের প্রকৃত পারফরমেন্স সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই ব্যবহারকারীর সাথে কথা বলতে হবে আর আমাদের সাথে হিরো হাংকের বেশ কয়েকজন ব্যবহারকারী তাদের অভিজ্ঞতার বিস্তারিত জানিয়েছেন যা আপনি দেখতে পাবেন নিম্নের লিংকে গিয়ে বাইক ব্রান্ড এবং মডেল সিলেক্ট করলেইঃ
https://www.motorcyclevalley.com/reviews/user-reviews/Hero Passion X Pro Discহিরো প্যাশন সিরিজও বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয়। অনেক আগে থেকেই হিরো তাদের এই প্যাশন সিরিজটি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। তারপরে গ্রাহকদের চাহিদা ও অন্যান্য বিষয় মাথায় রেখে সিরিজ আপডেট করে প্যাশন এক্সপ্রো ডিস্ক হিসেবে বাজার জাত করেছে। এ বাইকের রয়েছে স্টাইলিশ ডিজাইন, অত্যাধুনিক ইঞ্জিন এবং প্রয়োজনীয় সকল কিছু। আমাদের সম্মানিত ইউজার রিভিউ দাতারা এই বাইকটিও অনেক পছন্দ করেছেন। ১১০ সিসি হিসেবে এই বাইকটি অনেক আকর্ষণীয় এবং বাজেটবান্ধব একট বাইক। ইঞ্জিনে রয়েছে ১০৯ সিসি সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৯.৪ বিএইচপি@ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৯ এনএম @ ৫৫০০ আরপিএম।
Hero Passion X Pro Disc বাইকেরদাম ১,১২,৯৯০ টাকা।Hero Glamourঅসাধারন দমদার একটি মোটরসাইকেল হলো হিরো গ্ল্যামার যার ইঞ্জিনের ক্ষমতা আর পথচলার ক্ষমতা সত্যিই অসাধারন। যেমনটা আমরা পুর্বেও উল্লেখ করেছিলাম যে হিরো গ্ল্যামার নিয়ে আমাদের একাধিক ব্যবহারকারী দীর্ঘপথ ভ্রমন করার পরেও কোনরকম ক্লান্তি বা বাইকের পারফরমেন্সে কোনরকম ঘাটতি টের পান নি যেখানে অনেক দামী থেকে দামী বাইকেও অনেকেই সন্তোষজনক পারফরমেন্স পেতে ব্যর্থ হন। অন্যভাবে বলতে বলা যায় যে হিরো গ্ল্যামার হলো সর্বোচ্চ গুনাগুন সমৃদ্ধ বাংলাদেশের বাজারে অবহেলিত একটি মোটরসাইকেল। হিরো গ্ল্যামার সাজানো হয়েছে ১২৪.৭ সিসির ইঞ্জিন দিয়ে যা সর্বোচ্চ শক্তি ৯ বিএইচপি @ ৭০০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১০.৩৫ এনএম @ ৪০০০ আরপিএম। গ্ল্যামার প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে চলতে পারে এবং এটি প্রতি ৬০ কিলোমিটারে ১ লিটার জ্বালানি পোড়ায় বলে কোম্পানী দাবী করে।
আমাদের সাথে হিরো গ্ল্যামার নিয়ে কথা বলেছেন ৪২ জন উক্ত বাইক ব্যবহারকারী, আপনি চাইলেই তাদের অভিজ্ঞতা নিজে দেখে আসতে পারেন নিম্নের লিংকে গিয়ে
https://www.motorcyclevalley.com/overview/hero-glamour/#172Hero Splendor Plus Series:বাংলাদেশের কর্মজীবী মানুষের পছন্দ তালিকায় শীর্ষে রয়েছে হিরো স্প্লেনডর প্লাস সিরিজ আর এই জনপ্রিয়তাকে ঘরে রাখার প্রয়াসে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী হিরো কর্তৃপক্ষ এই মডেলের সবমিলিয়ে ৩টা ভার্শন এখন পর্যন্ত বাজারজাত করেছেন যার প্রতিটাই তৃনমুল পর্যায়ের গ্রাহকদের কাছে অনেক পছন্দের। হিরোর এই মডেলের জনপ্রিয়তার অন্যতম কারন হল এর সহজলভ্য দাম এবং দাম অনুপাতে অসাধারন পারফরমেন্স যা দিনের বেশিরভাগ সময় মোটরসাইকেল ব্যবহারকারীদের অনেক স্বস্তি দিয়ে থাকে।
এই মডেলের পারফরমেন্স নিয়ে আমাদের সাথে কথা বলেছেন এই মডেলের বেশ কয়েকজন ব্যবহারকারী আর আপনি চাইলেই তাদের কথাগুলা জেনে আসতে পারেন আমাদের রিভিউ পেজে গিয়ে মডেল সিলেক্ট করে নিম্নের লিংকে গিয়েঃ
https://www.motorcyclevalley.com/reviews/user-reviews/উপরিক্ত তথ্য গুলো আমরা আমাদের ওয়েব সাইটের যে সম্মানিত ইউজার রিভিউ দাতারা রয়েছেন তাদের রেটিং এর উপর ভিত্তি করে এবং তাদের রিভিউ এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এর বাইরে ও হয়তো অনেক বাইক আপনাদের পছন্দের তালিকায় রয়েছে কিন্তু আমাদের ডাটাবেজে এই বাইকের নাম বেশি উঠে এসেছে। আমরা টিম মোটরসাইকেলভ্যালী আশা করি যে এই আলোচ্য বিষয়ের মাধ্যমে আপনারা হিরো বাইক সম্পর্কে ভালো ধারনা পাবেন।
ধন্যবাদ সবাইকে।