Yamaha Banner
Search

কম দামে রানারের সেরা ৫টি বাইক

2021-08-05

কম দামে রানারের সেরা ৫টি বাইক

রানার আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড। রানার শব্দের প্রথম অক্ষর হল "আর" এবং এই R এর মানেই হচ্ছে "গ্রাহকদের অনুভূতির প্রতি শ্রদ্ধাবোধ"(Respect customers feelings)। আমরা জানি যে রানার আমাদের দেশের চাহিদা মিটিয়ে বাইরের দেশে ও তাদের বাইক রপ্তানি করে থাকে। বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে রয়েছে রানার বাইক। এই সবকিছুই সম্ভব হয়েছে রানারের বিচক্ষণতা, গুণগতমান, সহনীয় দাম ইত্যাদি বিভিন্ন কারণে। আমরা মোটরসাইকেলভ্যালী আপনাদের সাথে আজ আলোচনা করতে যাচ্ছি রানাররের সেরা ৫টি ভ্যালু ফর মানি বাইকগুলো নিয়ে। সেরা ভ্যালু ফর মানি বলতেই আমরা সেইসব বাইককে বুঝি যেসব বাইক কাস্টমারদের বিভিন্ন দিক থেকে ভালো সাপোর্ট দিয়ে থাকে পাশাপাশি বাইকের দামটাও তার ফিচারস অনুযায়ী একদম যথাযথ থাকে। সেই কারণেই আমরা টিম মোটরসাইকেলভ্যালী আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি রানারের সেরা ৫টি ভ্যালু ফর মানি মোটরসাইকেল। এই সকল তথ্য আমরা আমাদের গবেষণা ও ব্যবহারকারীর দেওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপন করছি। চলুন দেখে নিই রানারের সেরা পাঁচটি ভ্যালু ফর মানি বাইক।


Runner Bike RT


Runner-Bike-RT-1628147770.jpg
৮০সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশের বাজারে জনপ্রিয় ও অতিকম মূল্যের বাইক হচ্ছে রানার বাইক আরটি। আমাদের দেশে অন্যান্য ব্র্যান্ডের যে সকল ৮০সিসির বাইক রয়েছে সেগুলোর সাথে তুলনা করলে দেখা যায় যে দামের দিক থেকে অনেকটাই এগিয়ে রানার বাইক আরটি। বাইকের সাথে রয়েছে মার্জিত ডিজাইন, আকর্ষণীয় গ্রাফিক্স, ৮০সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৪.৪ কিলোওয়াট@ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ৫.৫ এনএম@ ৪৫০০ আরপিএম শক্তি উৎপন্ন করতে সক্ষম। এছাড়াও রয়েছে প্রশস্ত সিটিং পজিশন এবং রাইডারের প্রয়োজনীয় সকল ফিচারস। Runner Bike RT বাইকের দাম ৬৪,০০০ টাকা।


আমাদের ব্যবহারকারীরা এই বাইক অনেক দিন যাবত ব্যবহার করার পর তাদের কিছু মন্তব্য শেয়ার করেছেন এবং অনেকেই দামের বিষয়টি বিশেষ ভাবে উল্লেখ করেছেন। অনেকেই বলেছেন যে কমদামে ব্র্যান্ড নিউ ভালো বাইক। ৪ জনের মন্তব্য একনজর দেখে নেওয়া যাক।


https://www.motorcyclevalley.com/user-reviews/runner-bike-rt/


Runner Turbo 125


Runner-Turbo-125-1628147820.jpg
বর্তমান সময়ে আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ড চেষ্টা করছে কম দামের মধ্যে এবং কম সিসির মধ্যে ভালো মানের বাইক সরবরাহ করার। এইদিক থেকে পিছিয়ে নেই রানার, তারা ১২৫সিসি সেগমেন্টেও আকর্ষণীয় একটি বাইক বাজারে নিয়ে এসেছে সেটি হল রানার টার্বো ১২৫। এই বাইকের ডিজাইন, আউটলুক ও গঠন এতটাই আকর্ষণীয় যে গ্রাহকরা এই বাইকটিকে ১৫০সিসির বাইক হিসেবে ধারণা করে থাকেন কিন্তু এটা রানারের আকর্ষণীয় ১২৫সিসির বাইক। রানার সর্বোচ্চ চেষ্টা করেছে এ বাইকের সাথে ভালো ফিচারস যুক্ত করার। আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে এ বাইকের ডিজাইনে হচ্ছে অনেক মাসকুলার এবং গ্রাফিক্সগুলো অনেক আকর্ষণীয়। ইঞ্জিনে তারা ব্যবহার করেছে ১২৪.৬সিসি এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্সপাওয়ার ৮.৪ কিলোওয়াট@ ৮৫০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ১১ এনএম @ ৭০০০ আরপিএম। বাইকের ওজন ১৩৩ কেজি এবং হুইলবেজ ১৩২০মিমি।


Runner Turbo 125 বাইকেরদাম ১,৩০,০০০ টাকা।


আমাদের সাথে এখন পর্যন্ত ৫ জন Runner Turbo 125 ব্যবহারকারী তাদের ব্যবহারীক অভিজ্ঞতা শেয়ার করেছে। তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছে গড়ে ৪৫-৫০ কিমি প্রতি লিটার। চলুন ৫ জনের মন্তব্য একনজর দেখে নেওয়া যাক


https://www.motorcyclevalley.com/user-ratings/runner-turbo-125/


Runner Bullet


Runner-Bullet-1628147939.jpg
১০০সিসির মধ্যে রানার যে সকল বাইক নিয়ে এসেছিল তার মধ্যে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে এই রানার বুলেট। এই বাইকের রয়েছে মার্জিত ডিজাইনের পাশাপাশি শক্তিশালী ১০০সিসির ইঞ্জিন। অনেকেই বলেছেন যে এই বাইকের ইঞ্জিন অধিক পাওয়ার উৎপন্ন করতে সক্ষম এবং আমরা টিম মোটরসাইকেল ভ্যালীও লক্ষ্য করে দেখেছি যে রানার বুলেট এর ইঞ্জিন অধিক শক্তি উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনে ব্যবহার করেছে ১০০.৫৪ সিসি সিংগেল সিলিন্ডার ৪ স্ট্রোক , এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্সপাওয়ার ৪.৮ কিলোওয়াট @ ৭৫০০আরপিএম এবংম্যাক্সটর্ক ৭ এনএম @ ৫৫০০ আরপিএম উৎপন্ন করতে পারে। রানার দাবি করে যে তাদের এই বাইক ঘন্টায় ১০০ কিমি বেগে ছুটতে সক্ষম এবং সত্যিই আমাদের গ্রাহকেরা এই বাইকের স্পীড অনেকেই ১০০ কিমি প্রতিঘন্টা পেয়েছেন।


Runner Bullet বাইকের দাম ১,০৫,০০০ টাকা।


আমাদের ওয়েব সাইটে এই রানার বুলেট নিয়ে প্রায় ৩ জন তাদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছেন ।


https://www.motorcyclevalley.com/user-ratings/dayang-bullet-100/


Runner Deluxe


Runner-Deluxe-1628148050.jpg
কম দামের মধ্যে রানার অটো মোবাইল এর আরেকটি ভালো বাইক হলরানার ডিলাক্স। তারা এইবাইকটিতে ৮৫ সিসির ইঞ্জিন দিয়ে বাজারজাত করেছে এবং এই বাইক নিয়ে গ্রাহকদের থেকে পজিটিভ সাড়া পেয়েছে। তারা এই বাইটিতে ব্যবহার করেছে সুন্দর মার্জিত ডিজাইনের সাথে আকর্ষণীয় গ্রাফিক্স, শক্তিশালী ৮৫সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৪.৫৮ কিলোওয়াট @৮৫০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ৫.৫ কিলোওয়াট@৫৫০০ আরপিএম। রানার দাবি করে যে তাদের এই বাইক থেকে টপ স্পীড পাওয়া যাবে ৯০ কিমি প্রতিঘন্টা এবং মাইলেজ পাওয়া যাবে৭০ কিমি প্রতি লিটার।


Runner Deluxe বাইকের দাম ৮৫,০০০ টাকা।


আমাদের ওয়েবসাইটে সম্মানীত ইউজাররা এই বাইক থেকে মাইলেজ পেয়েছেন গড়ে ৫৫-৬০ কিমি প্রতি লিটার। প্রায় ১১ জন ব্যবহারকারী তাদের মন্তব্য শেয়ার করেছেন।


https://www.motorcyclevalley.com/user-ratings/dayang-delux-ad80s/


Runner Knight Rider V2 and V1


Runner-Knight-Rider-V2-and-V1-1628148118.jpg
রানার সর্বদা গ্রাহককে সেরাটা দেওয়ার চেষ্টা করে এবং ভালো মানের বাইক সরবরাহ করার চিন্তা থেকেই রানার বাজারে নিয়ে এসেছে তাদের অন্যতম একটি সেরা বাইক রানার নাইট রাইডার ভার্সন ১ এবং ২। সর্বপ্রথম রানার তাদের ১৫০সিসি সিরিজে যুক্ত করে রানার নাইট রাইডার ভার্সন ১ তারপরে গ্রাহকদের চাহিদার কথা ও সুবিধার কথা মাথায় নিয়ে ভার্সন ২ বাজারে নিয়ে আসে। দুইটি বাইকেই রয়েছে স্টাইলিশ ডিজাইন, সাথে আছে শক্তিশালী ১৬৫সিসি ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৮.৯ কিলোওয়াট @ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ১২.২ এনএম @৫৫০০ আরপিএম। ভার্সন১ এবং ভার্সন ২ বাইকের ইঞ্জিন একই দেওয়া হয়েছে কিন্তু তাদের ডিজাইনগত দিক থেকে কিছুটা পরিবর্তন ও আপডেট করা হয়েছে। রানার তাদের এই বাইক নিয়ে দাবি করে থাকে যে তাদের এই বাইক টপস্পীড দিবে ১২০ কিমি প্রতিঘন্টা এবং মাইলেজ দিবে ৪৫ থেকে ৫০ কিমি প্রতি লিটার।


রানার নাইট রাইডার ভার্সন ১ বাইকের দাম ১,৫৬,০০০ টাকা এবং ভার্সন ২ বাইকের দাম ১,৬৬,০০০ টাকা।


আমাদের সাথে যারা এই বাইকের রিভিউ শেয়ার করেছে তারা কমবেশি এই বাইক থেকে মাইলেজ পেয়েছেন গড়ে ৩৫-৪০ কিমি প্রতিলিটার। প্রায় ৩ জন আমাদের সাথে এই বাইক নিয়ে কিছু গুরুত্বপুর্ন তথ্য শেয়ার করেছেন।

https://www.motorcyclevalley.com/user-ratings/runner-knight-rider/


https://www.motorcyclevalley.com/user-ratings/runner-knight-rider-v2/


আমরা টিম মোটরসাইকেলভ্যালী সর্বদা চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য পরামর্শমূলক এবং উপকারী তথ্য বহুল আর্টিকেল প্রকাশ করার। বিভিন্ন সময়ে বিভিন্ন বাইকের বিভিন্ন সেগুমেন্টের চাহিদা ওঠানামা করে। আমরা টিম মোটরসাইকেলভ্যালী আমাদের রিসার্চ এবং গ্রাহকদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে উপরিউক্ত বিষয় গুলো শেয়ার করেছি। এখন যে বাইক বা মডেল শীর্ষে অবস্থান করছে কয়েক মাস বা কিছুদিন পরে সেটা সে অবস্থানে না থাকাটাই স্বাভাবিক। আশা করি আপনারা পড়ে ও জেনে উপকৃত হবেন।


সবাই অবশ্যই হেলমেট পড়ে রাইড করবেন।


ধন্যবাদ।

Bike News

Bajaj Bike Price in Bangladesh December 2024
2024-12-22

Bajaj Motorcycles have taken a firm place in the minds of bike lovers in Bangladesh mainly due to its excellent combination of...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh December 2024
2024-12-21

Yamaha is the top brand in the premium bike market of Bangladesh because Yamaha is popular even among the root level bike love...

English Bangla
CFMoto Bike Prices in Bangladesh December 2024
2024-12-19

Very recently, CFMoto, one of the most famous motorcycle brands in China, was launched in Bangladesh, which is known all over ...

English Bangla
CFMoto officially launches its flagship 300cc sports bike in Bangladesh
2024-12-19

(Dhaka, December 19, 2024) - Global motorcycle brand CFMoto has officially launched its flagship sports bikes in the Banglades...

English Bangla
Yamaha is expanding its service range: Available at tourist points in border areas
2024-12-14

Yamaha has once again proven that it is ahead of any other motorcycle brand in providing the highest level of service to its c...

English Bangla
Filter