Yamaha Banner
Search

এপ্রিল মাসে সবচেয়ে বেশি Search হওয়া ৫টা বাইক

2024-05-11

এপ্রিল মাসে সবচেয়ে বেশি Search হওয়া ৫টা বাইক

top-5-searched-bike-on-april-2024-1715423458.webp

বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন বাইক কোনটি? এই প্রশ্নের উত্তর সরাসরি নিতে গেলে দেখা যাবে অধিকাংশ মানুষই বলবে সবচেয়ে বেশি বিক্রি হউয়া বাইকটাই হলো সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন বাইক।

কিন্তু এই বিষয়টাকে এভাবে না চিন্তা করে আমরা দেখতে পারি যে বাইক প্রেমী মানুষজন কোন বাইকটার ব্যাপারে বেশি তথ্য অনুসন্ধান করছে। অর্থাৎ মনের এক কোনে বাইক নেওয়ার সুপ্ত বাসনা থাকার কারনে বিভিন্ন মাধ্যম পছন্দের বাইকের বিভিন্ন তথ্য অনুসন্ধান করে চলেছেন কিন্তু বাজেট বা অন্যান্য বিষয়ের কারনে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না।

আমাদের Motorcyclevalley.com সাইটে আমরা চিত্রটা এমনই দেখতে পাচ্ছি। এখানে বাস্তবে বেস্ট সেলিং বাইকের থেকে দর্শন্ধারী স্পোর্টস বা সেমি স্পোর্টস বাইককে বাইক প্রেমীদের সার্চলিস্টে সবার ওপরে দেখা যাচ্ছে।

5-suzuki-gsx-r-150-1715423479.webp
৫। Suzuki GSX R 150
আমাদের ওয়েবসাইটের সার্চলিস্টে টপ ৫টি বাইকের মধ্যে ৫ নম্বরে আছে সুজুকির জনপ্রিয় বাইক Suzuki GSX R 150. এই বাইকটি সুজুকির অন্যতম সেরা স্পোর্টস বাইকগুলির মধ্যে একটি যার অসাধারন দর্শনধারী গুন এবং দারুন বাইকিং সক্ষমতার জন্যে বাইক প্রেমীদের মধ্যে দারুন পরিচিত।

4-yamaha-mt-15-1715423495.webp
৪। Yamaha MT 15
ইয়ামাহার অন্যতম সেরামানের একটি প্রিমিয়াম বাইক হলো Yamaha MT 15 যার লুক এবং ডিজাইন যে কোন বয়সের বাইক প্রেমীর মনে বাইকটি নেওয়ার সামান্য হলেও ইচ্ছা জাগাবে আর ঠিক এই কারনেই আমাদের সাইটের সার্চ লিস্টে এই বাইকটি এসেছে ৪ নম্বরে।

3-gpx-demon-gr165r-1715423512.webp
৩। GPX Demon GR165R
স্পোর্টস বাইকের মার্কেটে বর্তমানে অন্যতম সেরা একটি বাইক হলো GPX Demon GR165R, থাইল্যান্ডের ব্রান্ড GPX বাংলাদেশের অন্যান্য নামকরা ব্রান্ডের মত দীর্ঘ সময় ব্যবসা না করে আসলেও GPX Demon GR165R বাইকটার মান দিয়ে প্রায় সকল শ্রেনীর বাইক প্রেমীদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। বলা বাহুল্য যে GPX এর এই বাইকটা বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য যেকোন প্রিমিয়াম স্পোর্টস বাইকের একটি শক্ত প্রতিদ্বন্দ্বী আর এই জনপ্রিয়তার কারনেই আমাদের এপ্রিল মাসের সার্চলিস্টের GPX Demon GR165R বাইকটা ৩য় স্থান দখন করেছে।

2-yamaha-fzs-v3-abs-1715423527.webp
২। Yamaha FZS V3 ABS
সময়ের অন্যতম ট্রেন্ডি একটি বাইক হলো Yamaha FZS V3 ABS এবং বলে রাখা ভাল যে ইয়ামাহা এফজেডএস সিরিজ হলো বাংলাদেশের অন্যতম সেরা, আরামদায়ক এবং ১৫০সিসির মধ্যে সর্বোচ্চ বিক্রি হউয়া একটি মডেল। Yamaha FZS এর আধুনিক সংস্করন হলো Yamaha FZS V3 ABS পুর্বের মডেলটিতে যারা অভ্যস্ত তাদের কাছে Yamaha FZS V3 ABS হলো বর্তমান বাহন আর আরামের বিষয়ে যারা চিন্তা করেন তাদের কাছে Yamaha FZS Series ছাড়া অন্যকোন বাইকের চিন্তা মাথায় আসে না। সবমিলিয়ে ইয়ামাহার অসাধারন এই বাইকটি আমাদের ওয়েবসাইটের সার্চলিস্টের ২য় স্থানে অবস্থান করছে।

1-yamaha-fzs-v2-1715423542.webp
১। Yamaha FZS V2
বাংলাদেশে শুধুমাত্র ১৫০সিসি সেগমেন্টে বললে ভুল হবে, বরং কমিউটার বাইকের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে গত কয়েকবছর থেকে অবস্থান করছে ইয়ামাহার এই বাইকটি। দাম এবং মানের দারুন একটা সমন্বয় থাকার কারনে সকল শ্রেনীর বাইক প্রেমীদের কাছে দারুনভাবে এই বাইক গৃহীত হয়ে থাকে। এই জনপ্রিয়তাকে সম্মান জানিয়ে ইয়ামাহা কর্তৃপক্ষ তাদের এই মডেলে একই ডিজাইন এবং গ্রাফিক্স রেখে দিয়েছিলেন, খুব সম্প্রতি তারা বাইকের গ্রাফিকাল আউটলুক পরিবর্তন করেছেন যা পুর্বের থেকেও অনেক আকর্ষনীয় মনে হয়েছে সবার কাছে। আর আমাদের ওয়েবসাইটের সার্চলিস্টে Yamaha FZS V2 বাইকটা চলে এসেছে ১ নম্বরে।

ওপরের তথ্যগুলোতে বিশ্লেষণ করলে প্রতিটি বাইকে একটি বিষয় খুব কমন দেখা যায় তা হলো সার্চলিস্টে থাকা ৫টি বাইকই ১৫০সিসি বা তার ওপরে অর্থাৎ ১০০সিসি থেকে ১২৫সিসি কমিউটার বাইকের জনপ্রিয়তা সবার শীর্ষে বলা হলেও মুলত ১৫০সিসি কমিউটার বাইকগুলোতেই বাইক প্রেমীদের আগ্রহ আমরা বেশি দেখতে পায় সর্বত্র।

Bike News

CFMoto Bike Price in Bangladesh April 2025
2025-04-23

Although it was launched very recently in Bangladesh, CFMoto is a world-famous motorcycle brand that has quickly created a sti...

English Bangla
GPX Bike Price in Bangladesh April 2025
2025-04-22

Among the foreign brands in Bangladesh, the Thai motorcycle brand GPX has earned a great reputation even for ordinary bikers w...

English Bangla
Top 3 bikes of Suzuki
2025-04-20

Suzuki is one of Japan's most recognizable motorbike brands renowned for its capable, performance-tuned, and stylish two-wheel...

English Bangla
Yamaha has organized Yamaha FZ25 Test Ride across the country
2025-04-17

Yamaha has organized a test ride of Yamaha's only higher cc bike Yamaha FZ25 in Bangladesh, where not only Yamaha bike users but...

English Bangla
Lifan Bike Price in Bangladesh April 2025
2025-04-13

Lifan is a very well-known bike brand in the biker community in the motorcycle market of Bangladesh and one of the reasons beh...

English Bangla
Filter