মোটরসাইকেলভ্যালী বাংলাদেশে মোটরসাইকেল সম্পর্কিত প্রথম এবং তথ্যবহুল সবচেয়ে বড় ওয়েব সাইট। এখানে বাইক লাভারগন নিউজ, রিভিউ, ফিচারস, বাংলাদেশে বিদ্যমান বাইকসমুহ ও তাদের দামসহ বাইক সম্পর্কিত সকল তথ্য খুঁজে পান। মোটরসাইকেলভ্যালী ওয়েব সাইটে ব্যবহারকারীদের ব্যবহার এবং সার্চের তথ্য অনুযায়ী মার্চ ২০১৯ এ বেশ কিছু বাইক সার্চের শীর্ষে ছিলো। তথ্য অনুযায়ী আমরা সে সকল তালিকা করতে সক্ষম হয়েছি। তো চলুন এক নজর দেখে নেওয়া যাক কোন কোন বাইকগুলো মার্চ ২০১৯ ক্রেতাদের সার্চের তালিকায় সবার শীর্ষে ছিলো।
১। বাজাজ পালসার ১৫০
বাজাজ পালসার হচ্ছে বিশ্বস্থতার আরেকটি নাম। খুব বেশি সময় ধরে বাজারে বিদ্যমান থাকা এই বাইকটি গ্রাহকদের আস্থা অর্জন করে। সেই জন্য ১৫০ সিসি ইন্ডিয়ান বাইকগুলো সর্বদা তালিকার প্রথমে স্থান করে নেয়। এই বাইকের রয়েছে অসাধারণ কালার কম্বিনেশন,চমৎকার লুক, অনেক মাইলেজ ও স্পীড। শুধু তাই নয় এই বাইকের আরও রয়েছে মন জয় করা পারফরমেন্স যার ফলে এটা তালিকার শীর্ষে স্থান করে নেয়। বাজাজ পালসার ১৫০ এর সম্প্রতি দাম রয়েছে ১৭০৯০০ টাকা।
২। বাজাজ ডিস্কোভার ১২৫
কিছু দিন আগে সম্পূর্ণ নতুন লুক ও অতিরিক্ত কিছু ফিচারস যুক্ত করে বাজারে নিয়ে আসা হয়েছে বাজাজ ডিস্কোভার ১২৫। নতুন এই মডেলটি বাজারে আসার পর গ্রাহকদের নিকট এই বাইকের আরও চাহিদা বেড়ে যায় কারণ বাজাজ ডিস্কোভার গ্রাহকদের মন জয় করার মত একটি বাইক। নতুন গ্রাফিক্সের সাথে ডিজিটাল প্যানেল, ডিআরএল লাইট এবং আগের থেকেও আরও উন্নত পারফরমেন্স যার জন্য বাইকটি সেরা সার্চে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বাইকটির আপডেট মুল্য ১৩১৫০০ টাকা।
৩। টিভিএস এপ্যাচি আরটিআর ৪ভি
বর্তমানে ১৬০ সিসির বাইকগুলো নিয়ে অনেক মাতামাতি করতে দেখা যাচ্ছে কারণ বাইকের সিসি লিমিট আরও বর্ধিত করা হয়েছে। তাদের মধ্যে একটি বাইক হচ্ছে টিভিএস এপ্যাচি আরটিআর ৪ভি। নতুন লুক, সম্পূর্ণ ক্লাসি এবং আধুনিক ফিচারস, চমৎকার স্পীড, এবং রেসিং ডিএনএ বাইকটিকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। বাইকটির বর্তমান দাম হচ্ছে ২০৪৯০০ টাকা।
৪। বাজাজ পালসার টুইন ডিস্ক
বাজাজের সম্প্রতি নতুন ডিজাইনের বাইক হচ্ছে বাজাজ পালসার টুইন ডিস্ক। উন্নত আউটলুক ও কিছু আধুনিক ফিচারস সংযুক্ত করার ফলে বাইকটি গ্রাহকদের নিকট আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। বর্তমানে বাজাজ পালসারের যে সকল চাহিদা রয়েছে তা পরিপূর্ণ করছে বাজাজ পালসার টুইন ডিস্ক। বাজাজ পালসার টুইন ডিস্কের বর্তমান মুল্য হচ্ছে ১৮৬৯০০ টাকা এবং এটী আমাদের সার্চ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে।
৫। বাজাজ পালসার এনএস ১৬০
বাজাজের মোটরসাইকেলগুলোর কোন তুলনা হয় না। বিশ্বাস, সহনীয় দাম এবং চমৎকার পারফরমেন্স দিয়ে গ্রাহকদের মাতিয়ে রেখেছে বাজাজ এবং তাদের স্পোর্টস সেগমেন্টের একটি বহুল পরিচিত বাইক হচ্ছে বাজাজ পালসার এনএস ১৬০। ১৬০ সিসি সেগমেন্টের মধ্যে পালসার এনএস খুবই জনপ্রিয় ও আলোচিত একটি বাইক। টর্ক ও পাওয়ার এর সুন্দর কম্বিনেশন বাইকটিকে যথেষ্ট ভালো পরিমাণে গতি সরবরাহ করতে সক্ষম এবং বাজাজের ডিটিএসএই প্রযুক্তি সর্বত্তোম পারফরমেন্স সরবরাহ করে। এই বাইকটি সার্চ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে এবং বাইকটির বর্তমান দাম হচ্ছে ১৯৫৫০০ টাকা।
৬। হোন্ডা সিবি হরনেট ১৬০
আমরা সকলেই জানি যে হোণ্ডা আসলেই হোন্ডা। তাদের প্রডাক্ট নিয়ে গ্রাহকদের মনে কোন শংকা নেই। এই বাইকের রয়েছে সুন্দর ইঞ্জিন পারফরমেন্স, অসাধারণ আউটলুক, স্টাইলিশ টেল ল্যাম্প ও আধুনিক ফিচারস বাইকটিকে সেরা সার্চে ষষ্ট স্থানে রেখেছে। বাইকটির বর্তমান মুল্য ১৮৯৮০০ টাকা।
৭। হিরো গ্লামার
আরেকটি ভাল মানের বাইক হচ্ছে হিরো গ্লামার ১২৫। প্রায় এক দশক সময় ধরে এই বাইকটি গ্রাহকদের সেরা মাইলেজ, স্পীড ও সার্বিক পারফরমেন্স সরবরাহ করে আসছে। শুধু তাই নয় ডিজাইনের দিক দিয়েও এই বাইকটির অনেক সুনাম রয়েছে। বাইকটির বর্তমান মুল্য ১১১৯৯০ টাকা এবং এটি সার্চ লিস্টে সপ্তম স্থান অর্জন করেছে।
৮। টিভিএস এপ্যাচি আরটিআর ১৬০
এপ্যাচি আরটিআর এর রয়েছে অসংখ্য ব্যবহারকারী। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এপ্যাচি ১৬০ সিসি বাজারে প্রবেশ করে এবং বেশ ভালো সাড়া পায়। ভালো ফিচারস, উন্নত ইঞ্জিন পারফরমেন্স এবং সহনীয় দাম সব মিলিয়ে বাইকটিকে ভালো অবস্থানে ধরে রাখতে সক্ষম হয়েছে। আমার সার্চ লিস্টের আলোকে এই বাইকটি অষ্টম স্থান অর্জন করেছে এবং বাইকটির বর্তমান মুল্য হচ্ছে ১৬৮৯০০ টাকা।
৯। হিরো হাংক
আমরা যদি ১০ বছর আগে ফিরে যায় তাহলে তখনকার বাইকগুলোর মধ্যে সেরা একটি বাইক ছিলো হিরো হাংক। এর রয়েছে মাস্কুলার লুক, আকর্ষণীয় এবং প্রয়োজনীয় সকল ফিচারস, সার্বিক দিক থেকে পারফেক্ট মাইলেজ ও পারফরমেন্স। বর্তমানে অন্যান্য বাইকের পাশাপাশি হিরো হাংকের ব্যাপক চাহিদা রয়েছে। আমার পর্যবেক্ষণ করে দেখেছি যে এই বাইকটি সার্চ লিস্টে নবম স্থা অর্জন করেছে এবং বাইকটির বর্তমান দাম হচ্ছে ১৫৪৯৯০ টাকা।
১০। ইয়ামাহা এফযেডএস ভার্সন ৩
এফযেডএস এর সর্বশেষ যে ভার্সনটি বাজারে প্রবেশ করছে তা হলে এফযেডএস ভার্সন ৩। নতুন আকর্ষণীয় লুক, অত্যাধুনিক ফিচারস সব কিছু মিলিয়ে গ্রাহকদের মাঝে অন্যরকম এক চাহিদা সৃষ্টি করেছে এবং সেই কারণ টপ সার্চ লিস্টে এই বাইকটি দশম স্থান অর্জন করেছে।
চলতি মাসের টপ সার্চ বাইক এর তালিকা পেতে এখানে ক্লিক করুন