একটি যানবাহনের বাইরের অংশের সবচেয়ে গুরুত্বপুর্ন অংশ হলো এর টায়ার কারন আপনার বাহনের টায়ার যদি মানসম্মত না হয় আপনি আপনার বাহনের ওপর চলতি পথে কাংক্ষিত নিয়ন্ত্রন পাবেন না এটা খুব স্বাভাবিকভাবেই বলা যায়।
তাই আপনার চালিত বাহন ছোট হউক আর বড়, আপনাকে সবসময়ই চেষ্টা করতে হবে সবচেয়ে ভালমানের টায়ার আপনার বাহনের জন্যে ব্যবহার করার। একথা বলার অপেক্ষা রাখে না যে আপনি যদি টায়ারের ব্যাপারে সেরাটা বেছে না নেন সেক্ষেত্রে আপনার নিজের সাথে আপনার বাহনের ক্ষতির জন্যে আপনি নিজেই দায়ী হবেন।
এখন প্রশ্ন হলো আপনার বাইক বা চার চাকার যেকোন বাহনের জন্যে সবচেয়ে ভাল টায়ার কোনটা হতে পারে? বলা বাহুল্য যে বাংলাদেশে বর্তমানে বহু সংখ্যক টায়ারের ব্রান্ড বর্তমান যেখান থেকে আপনাকে বেছে নিতে হবে আপনার বাহনের জন্যে কোনটা সবচেয়ে ভাল।
বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে MRF খুবই পরিচিত একটি টায়ার ব্রান্ড এবং সর্বাধিক ব্যবহৃত টায়ারের মধ্যে একটি। বলা চলে MRF ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বড় টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমাদের দেশের বাজারে MRF টায়ারের কম দাম, যথেস্ট আরাম এবং দীর্ঘস্থায়ীত্বের কারনে সকল শ্রেনীর বাইকারসহ অন্যান্য বাহন ব্যবহারকারীর কাছে এই টায়ার ব্রান্ডের বেশ সুনাম রয়েছে।
CEAT মুলত একটি ইটালীয়ান টায়ার ব্রান্ড যা বর্তমানে ভারতীয় উপমহাদেশে কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বেশিরভাগ কার্যক্রম ভারত থেকেই সম্পন্ন করে থাকে। বর্তমানে বাংলাদেশে AKKHAN LTD এর সাথে একীভুত হয়ে বেশ বড় অংকের অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্যবসা শুরু করেছে। বলা বাহুল্য যে CEAT বছরের ১.৫ কোটিরও বেশি টায়ার তৈরি করে এবং কমবেশি সকল ধরনের বাহনের টায়ার প্রস্তুতকারক হিসেবে বেশ সুনাম অর্জনকারী একটি প্রতিষ্ঠান।
Tourino বাংলাদেশের প্রথম টিউবলেস টায়ার প্রস্তুতকারক আর এই কারনে এই ব্রান্ডকে টায়ারের ব্রান্ডের মধ্যে নতুন দিগন্তের সুচনকারী বলা হয়। এমন কোন ধরনের টায়ার নেই বললেই চলে যা Tourino তৈরি করে না। তালিকার মধ্যে রয়েছে টিউব, টিউব টায়ার, টিউবলেস টায়ার, অফ-রোড, স্পোর্টস বাইক, স্কুটার, কমিউটার মোটরসাইকেলের টায়ারসহ আরও অনেককিছু। আর তাই এতসবকিছু মিলিয়ে Tourino কে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করলে বাড়িয়ে কিছু বলা হবে না।
১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এটি মুলত একটি ফ্রেঞ্চ টায়ার উতপাদনকারী কোম্পানী এবং বিশ্বের যে কয়েকটি নামকরা টায়ার প্রস্তুতকারী কোম্পাণী রয়েছে তার মধ্যে এটি একটি। Michelin সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছে যেকোন অবস্থায় সবচেয়ে ভাল গ্রিপ প্রদানকারী টায়ারের ব্রান্ড হিসেবে। বলে রাখা ভাল যে বিশ্বের নামকরা রেসিং MOTOGP, FORMULA ONE ইত্যাদি ইভেন্টে Michelin এর টায়ার ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। টোটাল পারফরমেন্স টায়ার হিসেবে Michelin এর আলাদা একটা সুনাম সারাবিশ্বেই রয়েছে।
বিশ্বে সর্বাধিক পরিচিত টায়ারের ব্রান্ডের মধ্যে Pirelli অন্যতম একটি। এটি ইটালীয়ান টায়ারের ব্রান্ড এবং এই ব্রান্ডের পন্যের তালিকায় যে সকল টায়ার আছে তা সারাবিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। Pirelli ব্রান্ডটি সবচেয়ে বেশি পরিচিত এর ডিজাইন, দীর্ঘস্থায়ীত্ব এবং পারফরমেন্সের জন্যে। বেশি পরিচিত স্পোর্টস সেগমেন্টের টায়ার প্রস্তুতকারক হিসেবে।
চীন এবং তাইওয়ানের যৌথ প্রচেষ্টায় বিশ্বমানের একটি টায়ার উৎপাদনকারী কোম্পানি হলো Timsun। গত প্রায় একদশকের মধ্যে সারা বিশ্বে বেশ নামকরা টায়ারের ব্রান্ড হিসেবে খ্যাতি অর্জন করেছে। সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার হলো এই টায়ারের পারফরমেন্সে মান এবং প্যাটার্ন অন্যান্য সকল নামীদামী ব্রান্ডের থেকে আলাদা আর এই কারনে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে এর কদর সময়ের সাথে সাথে বেড়েই চলেছে।
Among the foreign brands in Bangladesh, the Thai motorcycle brand GPX has earned a great reputation even for ordinary bikers w...
English BanglaSuzuki is one of Japan's most recognizable motorbike brands renowned for its capable, performance-tuned, and stylish two-wheel...
English BanglaYamaha has organized a test ride of Yamaha's only higher cc bike Yamaha FZ25 in Bangladesh, where not only Yamaha bike users but...
English BanglaLifan is a very well-known bike brand in the biker community in the motorcycle market of Bangladesh and one of the reasons beh...
English BanglaYamaha has launched its high-cc bike, the Yamaha FZ 25, in the Bangladeshi market, creating quite a buzz among motorcycle enth...
English Bangla