“টুরিজম ফর অল” স্লোগান নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়িয়েছেন জনাব আলমগীর আহমেদ চৌধুরী ও চৌধুরানী দিপালী আহমেদ। দুজন মোটরসাইকেল প্রেমী, এডভেঞ্চার প্রেমী এবং ভ্রমন প্রেমী দম্পতি। এখন তারা দেশের গণ্ডি পেরিয়ে বাইক নিয়ে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা তাদের মোটরসাইকেল এর প্রতি ভালবাসা এবং তাদের রাইডিং দক্ষতা প্রমানের জন্য ৮৭ দিনে বাংলাদেশের ৬৪ জেলা শহর গুলোতে ঘুরে বেড়িয়েছেন। এই দুই দম্পতি দেশের বিভিন্ন স্থানে গিয়ে মোটরসাইকেল চালানো এবং ভ্রমন করার জন্য উৎসাহিত করেছেন। বর্তমানে তারা বাংলাদেশ টুরিজম বোর্ডকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় আছেন। এবার ভ্রমনে তাদের মুল থিম এর কিছুটা পরিবর্তন এনেছেন, এবারের স্লোগান হলো “টুরিজম ফর অল - বাংলাদেশ টু পশ্চিম বাংলা”। তারা আমাদের বাংলাদেশের টুরিজমকে আরও বেশী উন্নতিকরণ এবং দুই বাংলার শিল্প-সংস্কৃতি-খাদ্যাভ্যাস ইত্যাদি তুলে ধরবেন। তারা ভ্রমন করবেন পশ্চিম বঙ্গের বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং তারা বাংলাদেশ এর টুরিজম সম্পর্কে তুলে ধরবেন এবং বিভিন্ন জনের সাথে মতবিনিময় করবেন।
“টুরিজম ফর অল - বাংলাদেশ টু পশ্চিম বাংলা” টুরের প্রধান আয়োজন সহযোগী "ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( TOAB)। ছবিতে: বাম থেকে চৌধুরানী দিপালী আহমেদ, TOAB প্রেসিডেন্ট তৌফিক উদ্দিন আহমেদ এবং আলমগীর আহমেদ চৌধুরী ।
এই ভ্রমনে মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই। এই ট্যুর সম্পর্কে সকল তথ্য তারা প্রতিনিয়ত খবর দিয়ে যাবে যা বাংলাদেশের মানুষের ট্যুর এর প্রতি আগ্রহ বাড়বে। ছবিতে: চ্যানেল আই এর চেয়ারম্যান ফরিদুর রেজা সাগর(মাঝে) চৌধুরী দম্পতি।
বিশ্ব বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা তাদের মূল স্পন্সর হিসেবে কাজ করবে। রাইংডিং সঙ্গী হিসেবে তাদের সাথে থাকবে ইয়ামাহা ফেজার। ইতমধ্যেই এসআই মটরস আনুষ্ঠানিকভাবে তাদের হাতে মোটরসাইকেলটি হস্তান্তর করেছে। এ সম্পর্কে জনাব আলমগীর বলেন- "আমরা ইয়ামাহা কোম্পানির কাছে কৃতজ্ঞ কারণ তারা আমাদের এই ট্যুরকে বাস্তবায়ন করতে সাহায্য করেছেন।" মি. সুব্রত এবং রাজিব নূর সহ এসিআই মটরস এর সকল মেম্বারদের তারা বিশেষ ধন্যবাদ জানান।
ট্যুরটির সহযোগিতায় আছেন পশ্চিমবঙ্গের ট্যুরিজম মন্ত্রণালয়। ছবিতে অভিজিৎ মুখোপাধ্যায়, জয়েন্ট সেক্রেটারী, ট্যুরিজম মন্ত্রণালয়, পশ্চিমবঙ্গ, ভারত।
ছবিতে গৌতম দেব, পর্যটন মন্ত্রী, পশ্চিম বঙ্গ, ভারত।
যৌথ আয়োজন সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (পর্যটন মন্ত্রণালয়) প্রশাসনিক সহযোগিতায় কাস্টম কমিশন, এনবিআর ও ক্যাম্পাইন সংশ্লিষ্ট প্রশাসন ও প্রতিষ্ঠান।
এই দম্পতি যশোর জেলা প্রশাসন এর সহযোগিতায় এক দিন যশোরে অবস্থান করবেন, পরেরদিন বেনাপোল বর্ডার হয়ে ভারতে প্রবেশ করবেন এবং পশ্চিম বঙ্গ পর্যটন মন্ত্রণালয়ের ও অন্যান্য প্রতিষ্ঠানের আয়োজন ভিত্তিক কর্মসূচি চালাবেন এবং পশ্চিমবঙ্গের মোটরবাইক রাইডার ও কমিউনিটির সাথে বিশেষভাবে প্রচারণা এবং সংযোগ চালাবেন। সেক্ষেত্রে ট্যুর সমাপ্তির সম্ভাব্য সময় ১৫থেকে ২৫দিনের মতো লাগতে পারে।