পারিবারিক বন্ধন দৃঢ় করা, মাদক মুক্ত সমাজ গড়া, জংগীবাদে না জড়ানো এবং তরুন সমাজের দেশের মধ্যে ভ্রমনে উৎসাহিত করার জন্য মোটরসাইকেলে করে বাংলাদেশের ৬৪জেলা ভ্রমনে বের হয়েছেন আলমগীর আহমেদ চৌধুরী ও চৌধুরাণী দিপালী আহমেদ দম্পতি। ২৮তম জেলা নওগা ভ্রমন শেষে ২৯তম জেলা রাজশাহী ভ্রমনের উদ্দেশ্যে আজ (০২-১২-২০১৬) রাজশাহী এসে আজ পৌছেন।
শুভেচ্ছা সফর ও সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে তারা বেলা ৩টায় মোটরসাইকেলভ্যালী অফিসে পৌছান। তাদের দুজনকে সাদরে বরন করেন মোটরসাইকেলভ্যালীর প্রতিষ্ঠাতা আবু সাঈদ মাহমুদ হাসান এবং বিজনেস ডেভেলপার মোস্তাফিজুর রহমান সোহেল।
উপস্থিত ছিলেন রাজশাহীর অন্যতম মোটরসাইকেল ব্যবসায়ী, আর বাইক সেন্টার এর কর্নধার জনাব কোয়েল, স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান সিল্ক সিটি সলিউশান এর পরিচালক জনাব সামসুর রহমান মাহী এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ। তাদেরকে দেশ ভ্রমনের উদ্দেশ্য ও বিগত ভ্রমনের ঘটনা বর্ননা করেন আলমগীর আহমেদ।
মোটরসাইকেলভ্যালীর টীম মেম্বর এবং উপস্থিতির উদ্দেশ্যে বলেন পারিবারিক বন্ধন সুদৃঢ় এবং মাদকমুক্ত সমাজের মাধ্যমে জংগিবাদ নির্মুল হতে পারে, সাথে প্রয়োজন সঠিক ধর্মীয় জ্ঞান এবং সামাজিক সচেতনতা।
পরে রাজশাহী স্টান্ট রাইডার্স সদস্যগনের সাথে তারা কিছু সময় কাটান।
আগামিকাল রাজশাহী জেলা প্রশাসকের সংগে সাক্ষাত এবং পরে রাজশাহী সরকারী কলেজে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন আলমগীর আহমেদ চৌধুরী ও চৌধুরাণী দিপালী আহমেদ।
'টুরিজম ফর অল' বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অধীনে এবং রাসেল ইনডাস্ট্রীজ এর সহযোগীতায় মোটরসাইকেলযোগে দেশের ৬৪ জেলায় ভ্রমণের উদ্দেশ্যে গত ৩০ অক্টোবর মুন্সিগঞ্জ জেলা থেকে যাত্রা শুরু করেন তাঁরা। ভ্রমণ ও পর্যটন শিল্পে মানুষকে আগ্রহী করতে প্রতিটি জেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভ্রমণের অভিজ্ঞতা বিনিময় করছেন তাঁরা। এ সময় তাঁরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বাল্যবিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করছেন আলমগীর আহমেদ চৌধুরী ও চৌধুরাণী দিপালী আহমেদ দম্পতি। দুই মাসব্যাপী এই ভ্রমণ আগামি ১৯ জানুয়ারি (সম্ভাব্য তারিখ) ঢাকায় গিয়ে শেষ করবেন।