বিখ্যাত ইন্ডিয়ান ব্র্যান্ড টিভিএস তাদের অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি বাইক আকর্ষণীয় সব ফিচারস নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করেছে। গত ২৮ ডিসেম্বর ২০২০ রাত্রি ৮ টার সময় তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে গ্রাহকদের মাঝে বাইকটির নতুন সব ফিচারস এর পরিচয় করিয়ে দেয়।
টিভিএস ব্র্যান্ডের সর্বাপেক্ষা অত্যাধুনিক প্রযুক্তির নতুন বাইক টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি। টিভিএস তাদের রেস এডিসনের বাইকগলোতে রাইডারদের অভিজ্ঞতা উন্নত করতে প্রতি বছর নতুন প্রযুক্তি যুক্ত করে চলেছে। এরই ধারাবাহিকতায় অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি বাইকের নতুন এই ভার্সন অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি স্মার্ট এক্স কানেক্ট।
নতুন ভার্সনের এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এলইডি হেড লাইট, উন্নত ক্ষমতার রিডিয়াল টায়ার এবং নতুন গ্রাফিক্স যা বাইকটিকে করেছে বেশ আকর্ষণীয় । এছাড়াও অল নিউ ফিচার-প্যাকড নতুন এই বাইকটি প্রযুক্তিগতভাবেও উন্নত। এই ভার্সনে নতুন কিছু প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যা আরটিআর ১৬০ ফোর ভি এর পূর্বের ভার্সনে নেই। বাইকটিতে ব্যবহৃত স্মার্ট এক্স কানেক্টর যা ব্লুটুথ প্রযুক্তির সাথে সংযুক্ত ফলে কল / এসএমএস সতর্কতা, কম জ্বালানী সতর্কতা ও সহায়তা, যাত্রা বিশ্লেষণ, লেন অ্যাঙ্গেল মোড, নেভিগেশন, রেস টেলিমেট্রি এবং আরও অনেক কিছু সক্ষম করে।
বাইকটিতে নতুন এই ফিচারসগুলো ছাড়া অন্যান্য ফিচারসগলো পূর্বের ভার্সনের মতোই রাখা হয়েছে।
নতুন ভার্সনের এই বাইকটির মুল্য নির্ধারন করা হয়েছে সিংগেল ডিস্ক ১,৮৬,৯০০/- টাকা এবং ডাবল ডিস্ক ১,৯৬,৯০০/- টাকা। গ্রাহকদের জন্যে বাইকটি ৩টি আকর্ষনীয় রং এ পাওয়া যাবে (রেসিং রেড, নাইট ব্ল্যাক এবং ম্যটেলিক ব্লু)।
এছাড়াও বিস্তারিত জানার জন্য ক্লিক করুন:https://www.tvsbangladesh.com/