বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোটরসাইকেল ব্রান্ড টিভিএস সম্প্রতি তাদের মোটরসাইকেলের বিভিন্ন মডেলের দাম কমিয়েছে। আসুন জেনে নেই নতুন আপেডেট দাম।
টিভিএস এপাচি আরটিআর ১৫০
বাংলাদেশে ১৫০সিসি সেগমেন্টে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বিক্রিত বাইক। শক্তিশালী ইনজিন, দুর্দান্ত গতি এবং দর্শনীয় ডিজাইনের কারনে বাইকটি তরুনদের পছন্দের শীর্ষে রয়েছে। বাইকটির বর্তমান বাজার মূল্য সিংগেল ডিস্ক ব্রেক ১,৭২,৯০০.০০ টাকা এবং ডাবল ডিস্ক ব্রেক ১,৮৫,৯০০.০০ টাকা।
টিভিএস এপাচি আরটিআর ম্যাট সিরিজ
আরটিআর সিরিজে বর্তমানে রং বৈচিত্রে আরটিআর ম্যাট সিরিজের জনপ্রিয়তা এবং আকর্ষন তুংগে। টিভিএস আরটিআর ম্যাট সিরিজটি নীল, কালো, লাল ইত্যাদি রং এর হয়ে থাকে। টিভিএস এপাচি আরটিআর ম্যাট সিরিজ এর বর্তমান বাজার মূল্য ১,৭৬,৯০০.০০ টাকা।
টিভিএস স্ট্রাইকার
১২৫সিসির এই মোটরসাইকেলটি আধুনিক ডিজাইনের শক্তিশালী ইন্জিনযুক্ত এবং আধুনিক ফীচারে সমৃদ্ধ। বাইকটির বর্তমান বাজার মূল্য ১,২৯,৯০০.০০ টাকা।
টিভিএস এক্সএল১০০
বাংলাদেশে ১০০সিসি সেগমেন্টে সবচেয়ে কমদামী মোটরসাইকেল। সহজ ব্যবহার, মালামাল বহনের সুবিধাযুক্ত এই মোটরসাইকেলটি ক্ষুদ্র উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের জন্য আদর্শ। এছাড়াও এন্ট্রিলেভেলের মোটরসাইকেল হিসেবেও সমাদৃত। মোটরসাইকেলটির দাম ৫৯,৯০০.০০ টাকা।
টিভিএস মেট্রো প্লাস
আধুনিক ডিজাইন এবং ফীচারে সমৃদ্ধ ১১০সিসির শক্তিশালী ইনজিনের কমিউটার বাইক হলো টিভিএস মেট্রো প্লাস। বাইকটি ডিস্ক ব্রেক সহ এবং ড্রাম ব্রেক সহ পাওয়া যায়। দাম ড্রামব্রেক ১,১৮,৯০০.০০ টাকা এবং ডিস্কব্রেক ১,২৩,৯০০.০০ টাকা।
টিভিএস মেট্রো
বাংলাদেশে কমিউটার সেগমেন্টে শক্তিশালী এবং জনপ্রিয় ১০০সিসি বাইক হলো টিভিএস মেট্রো ১০০সিসি। বাইকটি কিক স্টার্ট এবং ইলেক্ট্রিক স্টার্ট ভার্সনে পাওয়া যায়। বর্তমান দাম কিক স্টার্ট ৯৫,৯০০.০০ টাকা এবং ইলেক্ট্রিক স্টার্ট ১,০৪,৯০০.০০ টাকা।
বাংলাদেশে মোটরসাইকেল কোম্পানীগুলো দাম কমিয়ে পন্যগুলো গ্রাকদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। এতে ক্রেতারা যেমন সহজেই মোটরসাইকেল কিনতে পারছে তেমনি কোম্পানীগুলো তাদের ক্রেতাসংখ্যা বাড়াতে পারছে একই সংগে সরকারের রাজস্ব আয়ের পরিমান বৃদ্ধি পাচ্ছে।