টিভিএস আমাদের বাংলাদেশের মোটরসাইকেল বাজারে নতুন
TVS NTORQ 125 কিছু নিয়ে আসছে। খুব শীঘ্রই হয়তো আমরা এই স্কুটার টি আমাদের বাজারে দেখতে পাবো। তারা স্কুটার সেগমেন্টে এমন একটি বাইক নিয়ে আসছে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন একটি ধারণা যুক্ত করবে। আমরা বরাবরই জানি যে স্কুটার বাইক গুলো সাধারনত একটু কম সিসি এবং কম ফিচারস দেওয়া থাকে কিন্তু টিভিএস এবার গ্রাহকদের চমক দেওয়ার জন্য
TVS NTORQ 125এই স্কুটার সাথে নিয়ে আসছে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা এবং নতুন নতুন ফিচারস। কি আছে এই স্কুটারে যেটাকে টিভিএস বলছে বাংলাদেশের সর্বপ্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার। চলুন বাজারে আসার আগেই এই বাইকটির ফিচার ও বিস্তারিত আলোচনা করা যাক।
সর্বপ্রথম এই স্কুটার টি-ডিজাইন যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখতে পাই যে একদম ভিন্ন একটি ডিজাইন ও গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। সামনের দিকে মাসকুলার বডি সাথে রয়েছে একটি আকর্ষণীয় হেডল্যাম্প স্কুটারটির আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে। সেই সাথে সাইট প্যানেল ও ব্যাক প্যানেল রয়েছে আকর্ষণীয় গ্রাফিক্স এবং রাইডার এর প্রয়োজনীয় সকল কিছু।
সিটিং পজিশন অনেক প্রসস্থ যার ফলে রাইডার এবং পিলিয়ন খুব আরামেই স্কুটারে বসে রাইড করতে পারেন। সিটিং পজিশনের কম্পার্টমেন্টে খুব বড় যেখানে প্রয়োজনীয় সকল কিছু খুব ভালো হবে রাখা যাবে।
ইঞ্জিনের দিক থেকে এই
TVS NTORQ 125 স্কুটারটি বেশি এগিয়ে। ইঞ্জিনে তারা ব্যবহার করেছে ৩ ভালভ, এয়ার কুল্ড ১২৫ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৯.২৫ বিএইচপি উৎপন্ন করতে সক্ষম।এছাড়াও এই ইঞ্জিনটি ৯৫ কিমি প্রতি ঘন্টা টপ স্পীড ও ভালো টর্ক উৎপন্ন করতে পারে।
স্পেশল ফিচারস হিসেবে যা যা রয়েছে-আকর্ষণীয় ডিজাইন
-৬০ টি কানেকটেড ফিচারস এর সাথে ডিজিটাল মিটার কনসোল
-আরটিএফআই ( আসল থ্রটল অনুভব করার জন্য )
-ব্লু টুথ কানেকটেড স্পিডোমিটার
-মাল্টি মুড ডিসপ্লে
-ইনকামিং কল, এসএমএস, মিস কল এলার্ট
-২২০ এমএম রোটো পেটাল ডিস্ক ব্রেক
-পার্কিং ব্রেক
-৩ ভালভ ইঞ্জিন
-টিভিএস রেসিং প্রযুক্তি
এছাড়াও আরও অনেক অনেক ফিচারস দিয়ে পরিপূর্ণ এই স্কুটার বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই বাইকটির দেখা মিলবে কারণ টিভিএস অফিশিয়ালি এই বাইকের প্রি বুকিং শুরু করে দিয়েছে। হয়তো আর কিছুদিনের মধ্যে আমাদের রাস্তায় এই স্কুটার টি চলবে এবং আমাদের গ্রাহকদের মন জয় করবে।
সকল আপডেট পেতে সব সময় ভিজিট করুন -
মোটরসাইকেল ভ্যালী