Yamaha Banner
Search

টিভিএস নিয়ে এলো বাংলাদেশের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি

2023-04-12

টিভিএস নিয়ে এলো বাংলাদেশের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি

tvs-presents-bangladeshs-first-bluetooth-connected-scooter-tvs-ntorq-125cc-marine-blue-color-1681294972.webp

ঢাকা, ১১ এপ্রিল, মঙ্গলবার
আজ ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে টিভিএস অটো বাংলাদেশ লিঃ মোটরসাইকেল গ্রাহকদের উপহার দিয়েছে দেশের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি রেস এডিশন-এর মেরিন ব্লু কালারের। টিভিএস রেসিং থেকে অনুপ্রাণিত হয়ে তরুণদেন জন্য বিশেষভাবে ডিজাইন করা এই স্কুটারটিতে রয়েছে TVS SMARTXONNECTTM প্রযুক্তি।

টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব জে একরাম হুসেইন বলেন, “আমরা বাংলাদেশের মার্কেটে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাজারজাত করতে পেরে আনন্দিত। স্মার্ট স্কুটার হিসেবে এটি একজন রাইডারকে সর্বোত্তম সন্তুষ্টি প্রদানে বদ্ধপরিকর। টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন একটি বিশেষ ধরনের স্কুটার, যা তরুণ গ্রাহকদের আকাংক্ষা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে।”

উদ্ভোধন উপলক্ষ্যে মন্তব্য করতে গিয়ে টিভিএস মোটর কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেস-এর ভাইস প্রেসিডেন্ট রাহুল নায়েক বলেন বলেন, “টিভিএস মোটর কোম্পানি সবসময় আমাদের গ্রাহকদের আকাংক্ষা পূরণে সর্বোত্তম প্রযুক্তির সাথে মোটরসাইকেল উদ্ভাবন করার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে থাকে। টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাজারজাত করার সাথে সাথে আমরা বাংলাদেশের তরুণদের জন্য একটি আকর্ষণীয়, উদ্ভাবনী এবং উন্নত স্কুটার নিয়ে এসেছি। স্কুটারটি সারা বিশ্বে জেনারেশন জেড-এর মধ্যে ইতিমধ্যেই এর পারফরম্যান্স, স্টাইল এবং প্রযুক্তি দিয়ে প্রিয় স্কুটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমরা আত্মবিশ্বাসী যে এটি বাংলাদেশের স্কুটার বিভাগে একটি বিশেষ স্থান তৈরি করবে।”

স্টাইল :
স্টিলথ এয়ারক্রাফটের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন এর রেয়ার এবং এলইডি হেডল্যাম্প একটি সিগ্নেচার, আক্রমণাত্বক স্টাইলকে প্রকাশ করে। স্পোর্টি স্টাব মাফলার, এগ্রেসিভ হেডল্যাম্প ক্লাস্টার, টেক্সচার্ড ফ্লোর বোর্ড এর সাথে ডায়মন্ড-কাট অ্যালোয় হুইল এনটর্ককে একটি স্বতন্ত্র স্টাইলের স্টেটমেন্ট তৈরি করে। এর চেকার্ড ফ্ল্যাগ গ্রাফিক্স ও রেস এডিশন থ্রি-ডি লেগো টিভিএস রেসিং এর স্কুটার হিসেবে নিজেকে আরো প্রাণবন্ত করে তোলে।

পারফর্মেন্স :
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন-এ রয়েছে নতুন প্রজন্মের TVS Racing Inspired CVTi-REVV 124.79cc ইঞ্জিন যা একজন রাইডারকে দিবে Best-in-Class Pick-up, Best-in-Class Power এবং Best-in-Class Throttle। এর সিঙ্গেল-সিলিন্ডার, ৪ স্ট্রোক, ৩-ভালভ, এয়ার-কুলড SOHC ইঞ্জিন যা ৬.৯শড@৭,৫০০ ৎঢ়স / ৯.৪ kw@৭,৫০০rpm এবং ১০.৫nm@৫,৫০০rpm শক্তি উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনটির অতিরিক্ত ভ্যালব স্কুটারটির কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে বহুমাত্রায় যা মাত্র ৯ সেকেন্ডেই দেবে ০-৬০ কিলোমিটার স্পিড।

কানেক্টেড টেকনোলজি :
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাংলাদেশের প্রথম ও একমাত্র স্কুটার যেটিতে স্মার্ট ফোনের ব্লুটুথের সাথে স্কুটারের স্পিডোমিটারকে কানেক্ট করে রাইডার ৬০টি ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন। TVS SMARTXONNECTTM মূলত স্কুটারের সাথে রাইডারের স্মার্টফোনটিকে টিভিএস কানেক্ট অ্যাপের মাধ্যমে যুক্ত করবে যা Navigation Assist, Engine Temperature Indicator, Caller Id With Auto Reply Sms, High Speed Alert, Last Parked Location Assist, Phone Battery Signal Strength Indicator, Share Ride Status On Social Media Platforms, Mobile Auto Sync Clock, In Built Lap Timer সহ ৬০টি ফিচার রাইডার চালানো অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারবেন।

আরামদায়কতা ও নিরাপত্তা :
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন এর এরগনোমিক্স রাইডারের আরামদায়কতা এবং নিরাপত্তার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ দিয়ে তৈরি করা হয়েছে। স্কুটারটির প্রশস্ত ১১০/৮০*১২ টিউবলেস টায়ার সহ টেলিস্কোপিক সাসপেনশন, ২২০ এমএম রোটো-পেটাল ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং কম টার্নিং রেডিয়াস সব ধরণের রাস্তায় রাইডারকে প্রদান করবে স্মুথ রাইডিং এক্সিপেরিয়েন্স। এর পাস বাই সুইচ, ডুয়েল সাইড স্টিয়ারিং লক, পার্কিং ব্রেক এবং ইঞ্জিন কিল সুইচের মতো বৈশিষ্ট্যগুলি রাইডারকে একটি পরিপূর্ণ স্কুটার রাইডের অভিজ্ঞতা প্রদান করবে। ব্যবহারের সুবিধার্থে, টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন-এ রয়েছে এক্সটার্নাল ফুয়েল ফিল, ইউএসবি চার্জার, বিস্তৃত আন্ডার-সিট স্টোরেজ এবং টিভিএস পেটেন্টযুক্ত ইজেড সেন্টার স্ট্যান্ড এর সুবিধা।

টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন মেরিন ব্লু-এর বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে ১,৯৫,৯০০ টাকা। স্কুটারটি টিভিএস অটো বাংলাদেশের নির্দিষ্ট কিছু শো-রুম ও ডিলার পয়েন্টে আকর্ষণীয় রং রেড-ব্ল্যাক -এ পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন https://tvsabl.com/listings/ntorq-125-cc/#1623815145234-56253d46-9212 লিঙ্কে।

Bike News

Yamaha Bike Price in Bangladesh February 2025
2025-02-18

Yamaha is one of the motorcycle brands from outside the Indian subcontinent, each model of which is unique in its own right an...

English Bangla
Best 3 bikes of Yamaha
2025-02-17

Yamaha is a globally renowned Japanese brand well known for its high-performance motorcycles, scooters, and marine products. F...

English Bangla
What is PGM- FI ?
2025-02-12

PGM-FI stands for Programmed Fuel Injection. It's an advanced technology developed by Honda for motorcycles. It's an electroni...

English Bangla
Yamaha offering discount of up to 4000 taka on exchange
2025-02-10

In order to make Yamaha bikes easily available to all bike lovers, Yamaha authorities always organize various events, one of w...

English Bangla
Yamaha looking for dealers
2025-02-10

Yamaha is one of the premium motorcycle brands in Bangladesh, whose name, reputation and recognition are well known to all lev...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter