TVS Raider 125 বাইকটা বাংলাদেশে আসার আগে থেকেই কমিউটার বাইক প্রেমীসহ স্পোর্টস সেগমেন্টের বাইক প্রেমীরাও এই বাইকটার প্রতি ব্যাপক আগ্রহ প্রকাশ করে যা বাংলাদেশে ১২৫সিসির সেগমেন্টে অন্য কোন বাইকের ক্ষেত্রে কোনদিনই এমনটা দেখা যায় নি।
TVS Raider 125 বাংলাদেশের বাজারে আসার পরে এর লুক, ইঞ্জিনের সাউন্ড আর পারফরমেন্স সাথে অন্যান্য বিষয়াদী বিবেচনায় সবার কাছে এটা অনেকটা অবিশ্বাস্য মনে হয় যে এটা কি আদৌ ১২৫সিসির বাইক?
TVS কর্তৃপক্ষ যেন TVS Raider 125 নিয়ে বাইক প্রেমীদের দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন। বর্তমানে আমরা একটু খেয়াল করলেই দেখতে পায় যে অনেক তরুন যারা স্পোর্টস বাইক পছন্দ করেন তারাও TVS Raider 125 এর লুক, পারফরমেন্স এবং বাজারে স্পোর্টস বাইকের তুলনায় এই বাইকটার দাম বিবেচনায় TVS Raider 125 কে প্রাধান্য দিয়ে নিজের ব্যবহারের জন্যে নিয়ে নিচ্ছে।
অর্থাৎ ১২৫সিসির একটি বাইক বাংলাদেশের সর্বোচ্চ সিসির এবং সর্বোচ্চ প্রযুক্তি সম্পন্ন বাইকগুলিকে প্রতিযোগীতাই ফেলে দিয়েছে বাজারে আসার পর থেকেই।
তবে এমনটা চিন্তা করা ঠিক হবে না যে TVS Raider 125 শুধুমাত্র তার লুক আর ইঞ্জিন পারফরমেন্স সাথে ১৫০সিসি বাইকের পারফরমেন্স দিয়ে ১২৫সিসি বাইকের মাইলেজ সকল বাইক প্রেমীদের দারুনভাবে প্রভাবিত করছে বরং TVS কর্তৃপক্ষ এই বাইকটাই এমনকিছু প্রযুক্তি ব্যবহার করেছেন যা বাংলাদেশের অন্য কোন ১২৫সিসি বাইকে নেই আর ঠিক এই কারনেই বাংলাদেশের ১২৫সিসি বাইকের সেগমেন্টে অন্যতম একটি দামী বাইক হলো TVS Raider 125
২০২৩ সালে
TVS Raider 125 এর দাম ১,৫৭,৯৯০ টাকা (যার মধ্যে ৫০০০ টাকার ছাড় বর্তমান)
তাছাড়া TVS Raider 125 বাইকটা অনেক স্টাইলিশ হলেও এই বাইকটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে বাইকারের বয়স মানানের ক্ষেত্রে কোন সমস্যা না। অর্থাৎ ছেলে থেকে মুরুব্বী সবার সাথেই বাইকটা দারুন মানাবে।