বিগত বছরে বাইকের সিসি লিমিট ৩৭৫ হওয়ার পর থেকে আমরা দেখেছি বেশ কিছু ব্রান্ড তাদের হাইয়ার সিসি বাইক বাংলাদেশে নিয়ে আসছে, তবে আমরা TVS এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বাইক দেখতে পায়নি, তবে TVS এর বেশ কিছু বাইক আছে ৩৭৫ সিসি এর মধ্যে এবং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাইক হচ্ছে “ TVS RR310” ৩১০ সিসির এই বাইকটি বাংলাদেশের বাইকারদের মধ্যে বেশ জনপ্রিয়। ৩১০ সিসি এই বাইক বাংলাদেশে লঞ্চ হওয়ার সম্ভবনা রয়েছে, যদি এই বাইক বাংলাদেশে লঞ্চ হয় তবে TVS এর পক্ষ থেকে এটি প্রথম Fulll Fared Sports বাইক হবে বাংলাদেশের জন্য। এর কিছু ফিচারস নিয়ে নিম্নে আলোচনা করা হলো।
বাইকটির কিছু ফিচারসঃ
• Single Cylinder 4stroke 4 valve, liquid cool engine.
• এই বাইকটিতে একটি 312.2cc ইঞ্জিন রয়েছে যা 29 Nm @ 7900 rpmএবং 38 PS @ 9900 rpm power উৎপন্ন করে।
• এই বাইকের মাইলেজ প্রায় 25kmpl.
• এই বাইকটিতে 37mm ফ্রন্ট Inverted Cartridge Telescopic Fork এবং রিয়ার Monoshok সাসপেনশন রয়েছে।
• বাইকটিতে সামনে এবং পেছনে Dual Channel ABS ব্যবহার করা হয়েছে।
• ফ্রন্ট ডিস্ক ৩০০MM
• রেয়ার ডিস্ক ২৪০MM
• টায়ার Front :-110/70-ZR17
• টায়ার Rear :-150/60-ZR17
• এই বাইকটির ওজন 174 kg কেজি।
• স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি 5 বছর/70000km।
• ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
• ডিজিটাল স্পিডোমিটার।
• ডিজিটাল ওডোমিটার।
• Fuel injection system
• Alloy Wheels
• Trellis frame
• split chassis
• Tubeless Tyre
• LED Headlight
• LED Taillight
• LED Indicator
• Bluetooth connectivity
এই ছিলো বাইকগুলোর কিছু ফিচারস, ৩০০ সিসি সেগমেন্টে এই বাইক আমাদের পার্শ্ববর্তী দেশে বেশ জনপ্রিয়, আমরা এই বাইকের ব্যবহারকারী থেকে এর কিছু ভালো এবং খারাপ দিক সম্পর্কে জানতে পেরেছি, নিম্নে আপনাদের সাথে তা শেয়ার করা হলো।
ভালো দিকঃ
• বাইকটির লুক এবং ডিজাইন এড় অন্যতম ভাল দিক এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে এর লুকস এবং ডিজাইন বেশ ভালো।
• বাইকের ইঞ্জিন বেশ পাওয়ারফুল এবং এর Throttle রেসপন্স অনেক ভালো এর সাথে বাইকটির স্পীড যথেষ্ট ভালো।
• বাইকটির ব্রেক অনেক ভালো, Dual Channel ABS থাকায় এই বাইকের ব্রেক থেকে অনেক ভালো রেসপন্স পাওয়া যায়
• বাইকটির টায়ার এর গ্রিপ বেশ ভালো, এবং এর ব্রেকিং এবং cornering নিয়ে এর ব্যবহারকারী সন্তুষ্ট
• Overall বাইকের বিল্ড কোয়ালিটি বেশ ভালো মানের।
খারাপ দিকঃ
• বাইকটির মাইলেজ তুলনামূলক কম।
• এর মেইন্টেনেন্স খরচ কিছুটা বেশি
• এর আগের মডেলের বাইকে ইঞ্জিন ভাইব্রেশন দেখা গিয়েছিলো।
বাংলাদেশে TVS এর গ্রাহক সংখ্যা অনেক বেশি এবং সিসি লিমিট বৃদ্ধি পাওয়ার পরে এটাই হবে TVS এর পক্ষ থেকে বাংলাদেশে প্রথম হাইয়ার সিসি কোন বাইক।
এই বাইকের কম্পিটিটর বা এই সেগ্মেন্টের অন্যান্য বাইকের মধ্যে
• Yamaha FZ25
• Royal Enfield Hunter 350
• Royal Enfield Bullet 350
• Royal Enfield Classic 350
• Royal Enfield Meteor 350
• Honda H’ness CB350
• Yezdi Scrambler
• Yezdi Roadster
• Jawa Perak
• Honda CB350RS
• Yezdi Adventure
• TVS Apache RTR 310
• BMW G 310 RR
• BMW G 310 GS
• Kawasaki Ninja 300
এসকল বাইক আমাদের পার্শ্ববর্তী দেশে পাওয়া যায় এসব বাইকের মধ্যে TVS RR310 লুকস, ডিজাইন, ইঞ্জিন পারফর্মেন্স, এবং অন্যান্য সব দিক থেকে এগিয়ে আছে। বাংলাদেশে টিভিএস এর বাইক অনেক বেশি জনপ্রিয় এবং যদি এই মডেলের বাইক বাংলাদেশে আশে তবে এটি হবে TVS এর পক্ষ থেকে আমাদের জন্য প্রথম Full fared sports bike।
TVS RR310 বাইকটি বাংলাদেশে লঞ্চ হলে এর সম্ভাব্য দাম হতে পারে ৬-৭ লক্ষ টাকা।