বাংলাদেশের বিখ্যাত মোটরসাইকেল ব্রান্ডগুলোর মধ্যে একটি হলো এটলাস-জংসেন মোটরসাইকেল যা সুখ্যাতি সেই নব্বই এর দশক থেকে। সাম্প্রতিক সময়ে নিজেদের পন্যসম্ভার সাজিয়ে আবারও বাংলাদেশের মোটরসাইকেল বাজারে নতুনভাবে নিজেদের পথচলা শুরু করেছে।
চলমান ২৬তম বানিজ্য মেলায় এটলাস-জংসেন মোটরসাইকেলে সর্বোচ্চ ১৮,০০০ টাকা পর্যন্ত মুল্যছাড় চলছে আর এই অফারটি শুধুমাত্র মেলা চলাকালীন সময়ের জন্যে প্রযোজ্য।
এটলাস-জংসেন এর রয়েছে ৮০সিসি, ১০০সিসি, ১১০সিসি, ১২৫সিসি এবং ১৫০সিসি ৫টি ক্যাটেগরিতে সবমিলিয়ে ৬টি মডেল।
নিম্নে ৬টি মডেল এবং অফারের পর বর্তমান মুল্য উল্লেখ করা হলোঃ
Atlas Zongshen ZS-80 রেগুলার প্রাইস ৪৯,০০০ টাকা, অফারের পর মুল্য ৪৪,০০০ টাকা
Atlas Zongshen ZS 110-72 রেগুলার প্রাইস ১,০১,০০০ টাকা, অফারের পর বর্তমান মুল্য ৮৩,০০০ টাকা
Atlas Zongshen ZS 125-68 রেগুলার প্রাইস ১,২০,০০০ টাকা, অফার মুল্য ১,০৫,০০০ টাকা
Atlas Zongshen Z One-150 রেগুলার প্রাইস ১,৩৫,০০০ টাকা, অফার মুল্য ১,১৮,০০০ টাকা
Atlas Zongshen ZS 150-58 রেগুলার প্রাইস ১,৩৫,০০০ টাকা অফারের পরে যার মুল্য দাড়িয়েছে ১,১৮,০০০ টাকা
Yamaha has organized a test ride of Yamaha's only higher cc bike Yamaha FZ25 in Bangladesh, where not only Yamaha bike users but...
English BanglaLifan is a very well-known bike brand in the biker community in the motorcycle market of Bangladesh and one of the reasons beh...
English BanglaYamaha has launched its high-cc bike, the Yamaha FZ 25, in the Bangladeshi market, creating quite a buzz among motorcycle enth...
English BanglaThe long-awaited Yamaha high-cc bikes are now officially available in the Bangladeshi market. ACI Motors has introduced high-c...
English BanglaBajaj is a motorcycle brand name that is comfortable for all categories of bikers and bike lovers in Bangladesh. Each model is...
English Bangla