জমপ্রিয় প্রতিটা বাইক ব্রান্ডেরই নির্দিষ্ট কিছু ফ্যানবেজ বা একনিষ্ঠ ভক্ত থাকে যারা হাজার ভালমানের বাইক বাজারে থাকলেও তার পছন্দের ব্রান্ড ছাড়া অন্য কোন ব্রান্ডের বাইক কিনবে না। ঠিক এই একই ব্যাপার ভারতীয় ব্রান্ড হিরো ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। বাংলাদেশে হিরো বাইকের জনপ্রিয়তা নিয়ে কোন প্রশ্ন নেই আর তাই এই ব্রান্ডের অদুর ভবিষ্যতে কোন বাইকের আপডেট আসছে বা নতুন কোন মডেল হিরো কর্তৃপক্ষ নিয়ে আসছে এই নিয়ে হিরো ব্রান্ডের ভক্তদের তো বটেই সাথে সাধারন বাইক ব্যবহারকারী যারা ভাল মাইলেজ পাওয়ার আশায় বাইক পছন্দ করে থাকে তাদের মধ্যেও আগ্রহের শেষ নেই।
আমাদের হাতে থাকা তথ্যমতে ২০২৩ সালে হিরোর আসন্ন বাইকের তালিকায় রয়েছেঃ
•
Hero Passion Pro BS6
বাংলাদেশে কমিউটার বাইক প্রেমী বাইকারদের কাছে দারুন জনপ্রিয় একটি বাইক হলো Hero Passion Pro বাইকটা আর এই জনপ্রিয়তার কারনেই হিরো কর্তৃপক্ষ উক্ত বাইকের মোট ৩টি মডেল বাংলাদেশের বাজারে চলমান রেখেছে যেগুলা স্ব স্ব বৈশিষ্ঠ্যের কারনে আলাদা আলাদা কাস্টমারের কাছে বেশ জনপ্রিয়। ২০২৩ সালে গ্রাহকদের পছন্দের অপশন বৃদ্ধি করার প্রচেষ্টার অংশ হিসেবে Hero Passion Pro BS6 মডেলটা বাজারে আনার পরিকল্পনা রয়েছে হিরো কর্তৃপক্ষের আর এখন পর্যন্ত পাওয়া তথ্য এবং এই লুকের ব্যাপারটা বিশ্লেষন করে আমরা বলতে পারি যে, বাংলাদেশের বাজারে হিরোর এই ১১০সিসি বাইকটা দারুন প্রভাব রাখতে যাচ্ছে। Hero Passion Pro BS6 বাইকটা মোট ৬টি কালারে বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে যার প্রতিটাই একটার থেকে আরেকটা দারুন দেখতে।
বাজারে না আসা পর্যন্ত এই বাইকের দাম নিয়ে অনুমান নির্ভর কিছু বলা এখনই ঠিক হবে না।
•
Hero Xoom
সাম্প্রতিক সময়ে স্কুটার সেগমেন্টের ব্যাপক জনপ্রিয়তার কথা বিবেচনায় রেখে কয়েকদিন পুর্বে ভারতের বাজারে হিরো তাদের এই ব্রান্ড নিউ স্কুটারের মডেলটি উদ্বোধন ঘোষনা করেছে। এই স্কুটারটি ১১০সিসি সেগমেন্টের হউয়ায় আমরা এই স্কুটারটিকে খুব সম্প্রতি না হলেও ২০২৩ সালে হিরোর বাংলাদেশে আসন্ন বাইকের তালিকায় রাখতেই পারি। Hero Xoom স্কুটারটির লাল আর কালো রঙ এর অসাধারন সংমিশ্রন স্কুটার প্রেমীদের নজড় বেশ ভালভাবেই কাড়বে আর হিরোর সুনামে যোগ করবে একটি নতুন উচ্চতা।
বলে রাখা ভাল যে প্রতিটা বাইক কোম্পানির নতুন প্রোডাক্ট নিয়ে আসার ক্ষেত্রে নিজস্ব কিছু পলিসি এপ্ল্যাই করে যার মধ্যে গোপনীয়তা অন্যতম আর এই বিষয়টি সাধারনত ব্রান্ড নিউ কোন মডেল আনার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে যেখানে আমরা কেউই এই ব্রান্ড নিউ মডেলের ব্যাপারে আগে থেকে কিছুই জানতে পারি না আর এর বিপরীতে কোন মডেলের আপডেট ভার্শন নিয়ে আসলে তা অনেক সময় কর্তৃপক্ষ আগে থেকে কিছুটা ধারনা দিয়ে রাখে।
আশা করা যায় চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে হিরো আরও বেশকিছু বাইক নিয়ে আসবে যা বাংলাদেশি প্রেমীদের জন্যে চমকপ্রদ একটি সারপ্রাইজের মত হবে।