বাংলাদেশের বাইক প্রেমীদের কাছে TVS ব্রান্ডের আলাদা সুনাম আছে মুলত এই বাইকের ভিন্নধর্মী ডিজাইন যা সচরাচর বাইকের থেকে আলাদা, দারুন মাইলেজ প্রদানকারী অসাধারন ইঞ্জিন পারফরমেন্স, সহনীয় দামের মধ্যে অসাধারন সব ফীচারস ইত্যাদি বিষয় এই বাইকটাকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। এই কথা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের TVS বাইকের একটা নির্দিষ্ট ফ্যানবেসজ আছে যারা তাদের পছন্দের এই ব্রান্ড ছাড়া অন্যকোন ব্রান্ডের বাইক কোনভাবেই কিনবে না। তাছাড়া সাধারন কৌতুহলী কিছু বাইক প্রেমী আছেন যারা সবসময়ই কোন ব্রান্ডের নতুন কি বাইক আসছে সেটা জানার ব্যাপারে আগ্রহী থাকেন।
সবার উদ্দেশ্যেই আমাদের আজকের আলোচনার বিষয় হলো ২০২৩ সালে TVS এর আসন্ন বাইকের তালিকায় কি কি বাইক আছে?
TVS Apache RTR 165 RP
TVS এর আসন্ন বাইকের তালিকায় সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি বাইক হলো TVS Apache RTR 165 RP আর এই চাহিদার পেছনে অন্যতম একটি কারন হলো এই বাইকের অসাধারন কালার কম্বিনেশন এবং চোখ ধাধানো আউটলুক যা বাংলাদেশের বাজারে থাকা অন্য যেকোন বাইকে খুব কমই চোখে পড়ে। তাছাড়া Apache RTR Series বাংলাদেশে অন্যতম সেরা একটি মোটরসাইকেল মডেল যেখানে 4V মডেলটা এই মডেল সিরিজটাকে দিয়েছে নতুন একটি মাত্রা। বলাই যায় যে বাংলাদেশের স্পোর্টস বাইকের সেগমেন্টে TVS Apache RTR 165 RP বাইকটা দারুন ভুমিকা রাখবে আর স্পোর্টস বাইক প্রেমী বাইকররা নতুন একটি RTR পাবেন ২০২৩ সালের মধ্যেই। উক্ত বাইকটার দাম নিয়ে এখনই কিছু বলা ঠিক না তবে বলা যেতে পারে যে RTR এর সমসাময়িক মডেলগুলির আশপাশেই এই বাইকটার দাম হবে।
TVS Ronin
TVS এমন একটি ব্রান্ড যা তাদের পন্য তালকায় সবধরনের বাইক রেখে থাকে যার মধ্যে অন্যতম হলো সাধারন কমিউটার বাইক, স্পোর্টস কমিউটার বাইক, স্কুটার, মোপেড বাইক, সেমি অফ রোড বাইক এবং এই তালিকার বাইরে ছিল ক্ল্যাসি লুক বিশিষ্ট স্ক্র্যাম্বলার মোটরসাইকেল যা ২০২৩ সালে TVS কর্তৃপক্ষ নিয়ে আসার চিন্তা করছে বলে আশা করা যাচ্ছে। TVS Ronin হতে যাচ্ছে TVS ব্রান্ডের একমাত্র স্ক্র্যাম্বলার মোটরসাইকেল আর আশা করা যাচ্ছে একটি TVS বাইক যে সকল কারনে বাংলাদেশের মানুষের কাছে দারুন সমাদৃত তার সবকিছুই এই বাইকটাতে থাকবে তার সাথে এই বাইকটা হবে ভিন্নতা প্রিয় বাইকারদের পছন্দের অন্যতম কারন।
TVS Fiero 125
ঠিক যেমনটি আমরা পুর্বের মডেলটির ব্যাপারে বলার সময় বলছিলাম যে TVS কর্তৃপক্ষ তাদের পন্য তালিকায় সব ধরনের বাইক রাখার চেষ্টা করে যেন একজন বাইক প্রেমী বাইক কেনার উদ্দেশ্যে তাদের শোরুমে আসলে খালি খালি ফিরে যেতে না হয় আর এই প্রচেষ্টার অংশ হিসেবে বর্তমান সময়ের অন্যতম ক্রেজ হলো Café Racer বাইক যা বাংলাদেশের নাম করা কোন বাইক ব্রান্ড আমদানী করে না বললেই চলে, এই দিক দিয়ে TVS তাদের আসন্ন বাইকের তালিকায় রেখে TVS Fiero 125 মডেলটাকে আর আশা করা যাচ্ছে যে যারা একা পথ চলতে ভালবাসে বা এমন বাইক পছন্দ করে যা সবাই ব্যবহার করে না তাদের ২০২৩ সালের অন্যতম একটি সেরা মোটরসাইকেল হতে যাচ্ছে TVS Fiero 125 বাইকটা।
এই মডেলগুলি ছাড়াও ২০২৩ সালে TVS আরও কয়েকটি মডেল নিয়ে আসার কথা রয়েছে তবে প্রত্যেকটি মডেলই প্রথাগতভাবে নিয়ে আসার পরিবর্তে কৌশলগত দিক বিবেচনায় একটি রেখে আরেকটি নিয়ে আসা হতে পারে। তবে প্রকৃতপক্ষে কোনটাকে আগে বা গুরুত্ব সহকারে আনা হবে তা সময়ই বলে দিবে।