Yamaha Banner
Search

২০২৩ সালে আসতে পারে এমন কিছু অসাধারন বাইক

2022-11-13

২০২৩ সালে আসতে পারে এমন কিছু অসাধারন বাইক

upcoming-exciting-bikes-of-2023-1668338386.webp

২০২২ প্রায় শেষ! বাংলাদেশের মোটরসাইকেল বাজারে প্রতি বছর নতুন নতুন বাইক নিয়ে আসে বিভিন্ন কোম্পানী। এতে করে কোম্পানীরা যেমন নতুন বাইক বাজারে গ্রাহকদের সামনে নতুন নতুন ফিচারস দিয়ে তুলে ধরতে পারে ঠিক তেমনিভাবে গ্রাহকেরা নতুন বাইক আসার ফলে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে থাকে। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ২০২৩ সালে কোন কোন বাইক বাংলাদেশের বাজারে আসতে পারে সেই বিষয় নিয়ে। তাহল চলুন এক নজরে দেখে নিই কোন কোন বাইক ২০২৩ সালে আসার সম্ভাবনা আছে।

TVS Apache RR160
tvs-apache-rr160-1668338650.webp
ইন্ডিয়ার বাজারে আমরা দেখতে পাই TVS Apache RR310 এবং এটি গ্রাহকদের খুব ভালোভাবে নজর কেড়েছে । যেহেতু আমাদের দেশে সিসি লিমিট ১৬৫সিসি পর্যন্ত সীমাবদ্ধ তাই কোম্পানী চেষ্টা করছে এই বাইকটি কম সিসিতে মাইগ্রেট করে ১৬৫ সিসির মধ্যে করতে । এদিকে বাংলাদেশের বাজারে তাদের ফুল ফেয়ারিং কোন বাইক নাই তাই তারা এই বাইকটা সরবরাহ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হতে পারে TVS Apache RTR RP160 এর ইঞ্জিন এবং ব্রেকিং সিস্টেমে থাকতে পারে সিংগেল চ্যানেল বা ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।

Bajaj Pulsar RS 160
bajaj-pulsar-n160-1668338673.webp
আমরা অনেক দিন থেকেই শুনে আসছি যে বাজাজ পালসার আরএস সিরিজকে কম সিসিতে মাইগ্রেট করা হতে পারে কারণ আমরা দেখেছি যে বাজাজ তাদের বেশি সিসির বাইকগুলো কম সিসিতে মাইগ্রেট করে এবং সেগুলো বাংলাদেশের বাজারে সরবরাহ করে। যেহেতু বাজাজ এর ফুল ফেয়ারিং স্পোর্টস বাইক বাংলাদেশের বাজারে নাই তাই এই বাইকের আসার সম্ভাবনা একটু বেশি দেখা যায়। এই Bajaj Pulsar RS 160 বাইকের ইঞ্জিন থাকতে পারে ১৬৪সিসি এবং ২ভালভ বা ৪ ভালভ যে কোন একটা থাকতে পারে। এদিকে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং দেওয়ার সম্ভাবনা একটু বেশি । সব মিলিয়ে বাইকটি যদি আসে তাহলে ভালো সাড়া ফেলবে।

Taro GP V4
taro-gp-v4-1668338694.webp
Taro GP সিরিজ আমাদের দেশে অনেক জনপ্রিয়তা লাভ করেছে কারণ তারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন ও ফিচারস দিয়ে তাদের বাইকগুলো বাজারে নিয়ে আসে। Taro GP V3 এর পরে এবারে শোনা যাচ্ছে যে গ্রাহকদের নতুন কিছু দিতে তারা Taro GP V4 বাজারে নিয়ে আসবে। এই বাইকটি Power of Performance এর দিক থেকে শুরু থেকেই বেশ আপডেট তাই এই বিষয়ে তেমন আপডেট লক্ষ্য করা নাও যেতে পারে। এদিকে ফুয়েল সাপ্লাই এর দিকে থাকতে পারে এফআই এবং সামনে ইউএসডি সাসপেনশন। গ্রাহকের রাইড আরামপ্রদ করতে বাইকের ওজন কিছুটা ব্যালান্স করা হতে পারে এবং বাইকের প্রিমিয়াম ভাব দেওয়ার জন্য Traction Control System এবং Slipper Clutch এর মতব আধুনিক ফিচারস থাকতে পারে।

Bajaj Pulsar N160
palture-1668338867.webp
বাজাজ তাদের পালসার সিরিজ খুব সুন্দরভাবে গ্রাহকদের সামনে তুলে ধরার কারনে এই সিরিজের চাহিদা সব সময়ে একটু বেশি দেখা যায়। এটি নেকেড স্পোর্টস একটি বাইক এবং এখানে বাজাজ চেষ্টা করেছে নেকেড স্পোর্টস বাইকের অনুভুতি দেওয়ার। এই বাইকটা ইন্ডিয়ার বাজারে আছে তাই বলা যায় যে আমাদের দেশের বাজারে খুব শীঘ্রই চলে আসবে।

TVS Ronin
tvs-ronin-1668338889.webp
আধুনিক ক্যাফে রেসার সেগমেন্টে টিভিএস এর নতুন একটি বাইক হল TVS Ronin । এর আগে এই এরকম ডিজাইনের বাইক বাংলাদেশের বাজারে টিভিএস সেভাবে সরবরাহ করেনি কিন্তু এবারে গ্রাহকদের অন্যরকম অনুভুতি দেওয়ার জন্য এই বাইকটি হয়তো সরবরাহ করতে পারে। এখানে টিভিএস বেশ কিছু আপডেট ফিচারস সংযুক্ত করেছে যেমন ইউএসডি সাসপেনশন, ইঞ্জিন কাউল, সিংগেল চ্যনেল বা ডাবল চ্যানেল এবিএস ব্রেক , অয়েল কুল্ড ইঞ্জিন ইত্যাদি।

Lifan KPK Pro 4V
lifan-kpk-pro-4v-1668338911.webp
আমরা জানি যে , লিফান কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর কিছু বাইক অফার করে যা গ্রাহকদের খুব পছন্দ হয় থাকে। তেমনি একটি বাইক লিফান হয়তো আনতে পারে যার নাম Lifan KPK Pro 4V । এই বাইকটি নেকেড স্পোর্টস ক্যাটাগরির এবং আশা করা যায় সব আপডেটেড ফিচারস থাকবে। একটু বাইরের অংশে দেখা যায় যে এর সাসপেনশনে আছে ইউএসডি সাসপেনশন, স্টাইলিশ এলয় রিম , ওয়াটার কুল্ড এফআই ইঞ্জিন ৪ ভালভ ইঞ্জিন,ডুয়াল চ্যানেল এবিএস। এছাড়াও আরও অনেক অনেক ফিচারস রয়েছে।

Yamaha Fazer FZ15
yamaha-fazer-fz15-1668338932.webp
Yamaha Fazer FZ15 খুব সম্প্রতি সময়ে ব্রাজিলে লঞ্ছ হয়েছে , যেহেতু এটি একটি ১৫০ সিসির বাইক তাই আশা করা যায় আগামী বছর আমাদের দেশের বাজারে এটার দেখা মিলতে পারে । এই বাইকের আছে সুন্দর ডিজাইন, আকর্ষণীয় গ্রাফিক্স এবং আপডেটেড সব ফিচারস।

Royal Enfield
royal-enfield-1668338949.webp
যেহেতু আমাদের দেশে সিসি লিমিট বর্ধিত করনের একটি খবর শোনা যাচ্ছে তাই আশা রেখে বলা যায় যে Royal Enfield এর বাইকগুলো ২০২৩ সালে দেখতে পারি। এটা একদম নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে Royal Enfield এর বাইকগুলো দেশের বাজারে আসলেই কিন্তু আমরা যদি সিসি লিমিট বর্ধিত করা দেখি তাহলে আশার সম্ভাবনা একটু বেশিই রয়েছে।

আজকে এই ছিলো আমাদের আলোচ্য বিষয় যে ২০২৩ সালে কোন কোন বাইক দেশের বাজারে আসার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনারা যারা ২০২৩ সালে একটি নতুন বাইক কিনবেন বলে টার্গেট রেখেছেন তারা এখান থেকে পছন্দ করে নিতে পারেন।

Bike News

Yamaha has organized Yamaha FZ25 Test Ride across the country
2025-04-17

Yamaha has organized a test ride of Yamaha's only higher cc bike Yamaha FZ25 in Bangladesh, where not only Yamaha bike users but...

English Bangla
Lifan Bike Price in Bangladesh April 2025
2025-04-13

Lifan is a very well-known bike brand in the biker community in the motorcycle market of Bangladesh and one of the reasons beh...

English Bangla
Yamaha FZ 25CC Bike Pre-Booking Offer is Live
2025-04-12

Yamaha has launched its high-cc bike, the Yamaha FZ 25, in the Bangladeshi market, creating quite a buzz among motorcycle enth...

English Bangla
Yamaha’s High-CC Bikes Finally Hit the Local Market
2025-04-10

The long-awaited Yamaha high-cc bikes are now officially available in the Bangladeshi market. ACI Motors has introduced high-c...

English Bangla
Bajaj Bike Price in Bangladesh April 2025
2025-04-10

Bajaj is a motorcycle brand name that is comfortable for all categories of bikers and bike lovers in Bangladesh. Each model is...

English Bangla
Filter