নিরাপদ সড়ক ও বাইকারদের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে “আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই” শ্লোগানকে সামনে নিয়ে ফেসবুক বাইকিং গ্রুপ “থ্রটলার” এবং জনপ্রিয় বাইকার “নাভীদ ইসতিয়াক তরু”(চকলেট বাইকার) এর উদ্যোগে গতকাল রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে মানব বন্ধন এর আয়োজন করা হয়।
বিগত সময়ে সড়ক দুর্ঘটনার হার আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সচেতনতা না থাকার কারনে বাংলাদেশের অনেক বাইকারই হেলমেট পরিধান না করেই বাইক চালান, ফলে দুর্ঘটনার কবলে পড়ে অনেক প্রানহানীর ঘটনা ঘটে। বাইকারদের মাঝে নিরাপত্তার বিষয়টি তুলে ধরা এবং হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করার অংশ হিসেবে এই মানব বন্ধনের আয়োজন করা হয়।
মানব বন্ধনের নিজের বক্তব্যে জনাব তরু বলেন - “ঢাকা এবং প্রধান শহরের বাহিরের বাইকারগন হেলমেট পরতে কিছুটা অনিহা দেখান। তাদের মাঝে হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরে হেলমেট ব্যবহারে উৎসাহিত করা এবং যারা ইতমধ্যেই হেলমেট ব্যবহার করছেন তারা যেন অন্তত ভালো মানের সার্টিফায়েড হেলমেট ব্যবহার করেন সেই অনুরোধ রইলো।”। আমরা যারা মোটরসাইকেল রাইডিং এ সেফটি নিয়ে সচেতন তারা আশে পাশের অন্যান্যদের মাঝেও এই সেফটি বিষয়টি ছড়িয়ে দেবার জন্য তিনি আহবান জানান।
রাজশাহী বাইকারস ক্লাবের অন্যতম সদস্য শান্ত তার বক্তব্যে বলেন – “মোটরসাইকেল এক্সিডেন্টে সবার প্রথমেই মাথা আঘাত পেয়ে থাকে। তাই বাইকারদের উচিত সব সময়েই ভালো মানের হেলমেট ব্যবহার করা।”
মোটরসাইকেলভ্যালীর ফাউন্ডার আবু সাঈদ মাহমুদ হাসান তার বক্তব্যে মোটরসাইকেল রাইডে সেফটি গিয়ার্স, হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং এমন মহৎ উদ্যোগ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করেন।
কার্যক্রমটিতে পৃষ্টপোষকতায় ছিলো জনপ্রিয় হেলমেট ব্র্যান্ড ইয়োহি।