বর্তমান সময়ে দেশীয় মোটরসাইকেল ব্র্যান্ড গুলো বেশ সন্তোষজনকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।পাশাপাশি প্রতিষ্ঠিত কোম্পানি গুলো এগিয়ে যাচ্ছে এবং তারা মার্কেটে তাদের অবস্থান আরও মজবুত করছে। দেশীয় প্রস্ততকারকদের মধ্যে বৃহৎ একটি প্রস্তুতকারক কোম্পানী হল ওয়াল্টন এবং তারা বিভিন্ন ধরনের ব্যবসার মাধ্যমে বাজারে টিকে আছে। তারা শুধুমাত্র মোটরসাইকেল তৈরি করে না বরং মোটরসাইকেলের পাশাপাশি মোবাইল ফোন,হোম এপ্লায়েন্স এবং অন্যান্য ইলেক্ট্রনিক্স ইত্যাদি জিনিসপত্র তৈরি করে থাকে। ওয়াল্টনের প্রত্যেকটি প্রোডাক্টের পাশাপাশি তাদের তৈরি করা বাইকগুলোর মান বেশ ভাল এবং ব্যবহার উপযোগী। তাদের মুল স্লোগান হল “মোটরসাইকেল সবার জন্য” এবং এর জন্য তারা অনেক কম দামে ভাল মোটরসাইকেল গুলো আমাদের লোকাল মার্কেটে সরবরাহ করে থাকে। তাদের অনেকগুলো প্রোডাক্ট গ্রাহকদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে এর মূল কারণ হল তারা অনেক সস্তা দামে মোটরসাইকেলগুলো গ্রাহকদের হাতে তুলে দেয়। সম্প্রতি ওয়াল্টন অটোমোবাইল তাদের বাইকগুলোর নতুন দাম ঘোষনা করেছে। চলুন দেখে আসি তাদের বাইকগুলোর মুল্য।
Walton Ranger
সুন্দর ডিজাইনের পাশাপাশি এই বাইকটির মাইলেজ ৭০ কিমি প্রতি লিটারে। পাশাপাশি আকর্ষণীয় গ্রাফিক্সের সাথে বিভিন্ন কালার এবং অনেক নরম ও আরামদায়ক সিটিং পজিশন রয়েছে। বাইকটির সম্প্রতি মুল্য হচ্ছে ১০৫০০০ টাকা ।
Walton Xplore 140
ওয়াল্টনের এই বাইকটিতে রয়েছে ৪ স্ট্রোক, সিংগেল সিলিন্ডার ,এয়ার কুলড ১৩৮ সিসির ইঞ্জিন এবং আকর্ষণীয় ফুয়েল ধারন ক্ষমতা যেটা ১৭ লিটার।বাইকটির বিভিন্ন ধরনের আউটলুক দেখতে বেশ চমৎকার লাগে। বাইকটির সম্প্রতি মূল্য ১২৫০০০ টাকা।
Walton Xplore 125
এই বাইকটি দেখতে Xplore 140 বাইটির মতো সেই সাথে ৪ স্ট্রোক, সিংগেল সিলিন্ডার,এয়ার কুলড ১২৫ সিসির ইঞ্জিন। বাইকটিতে প্রয়োজনীয় সকল নতুন নতুন ফিচার রয়েছে।এই বাইকটির বিশেষ একটি দিক হল রিমোট কন্ট্রোল অপারেটিং সিস্টেম। বাইকটির বর্তমান মুল্য ৯৯২০০ টাকা।
Walton Fusion 125NX
১২৫ সিসির বাইক হিসেবে Fusion 125 NX বাইকটিতে শক্তিশালী ইঞ্জিন এবং ইলেকট্রিক ও কিক স্ট্রাট অপশন রয়েছে। এর বডির ওজন প্রায় ১২২ কেজি এবং মাইলেজ,স্পীড ও কন্ট্রোলিং বলতে গেলে অনেক সুন্দর।বাইকটির সম্প্রতি দাম হচ্ছে ১০৫০০০ টাকা।
Walton Fusion 110 EX
Fusion 110 EX বাইকটির ইঞ্জিন চালু করার জন্য ইলেকট্রিক এবং কিক উভয় অপশন আছে। বাইকটির ফুয়েল ধারন ক্ষমতা ১৫ লিটার এবং মাইলেজ এবং স্পীড বলতে গেলে অসাধারণ। বাইকটির সম্প্রতি মুল্য ১০০০০০ টাকা।
Walton Fusion 110
এই বাইকটিতে এয়ার কুলড, সিংগেল সিলিন্ডার,৪স্ট্রোক ১০৭ সিসির ইঞ্জিন রয়েছে এবং ইঞ্জিন চালু করার জন্য ইলেকট্রিক এবং কিক এই দুটো অপশন আছে। বাইকটির সম্প্রতি দাম ৮১০০০ টাকা।
Walton Fusion 125
Fusion 125 তে রয়েছে এয়ার কুলড, সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ১২৪ সিসির ইঞ্জিন এবং এই ইঞ্জিন চালু করার জন্য ইলেকট্রিক এবং কিক এই দুটো অপশন রয়েছে। ফুয়েল ট্যাংকারের ক্যাপাসিটি যথেষ্ট ভাল যেটা ১৫ লিটার।বাইকটির সম্প্রতি দাম ৯২৫০০ টাকা।
Walton Fusion 125 EX
Fusion 125 EX বাইকটিতে ইলেকট্রিক এবং কিক উভয় স্টার্ট অপশন,এয়ার কুলড, সিংগেল সিলিন্ডার ৪ স্ট্রোক ১২৪ সিসির ইঞ্জিন রয়েছে। বাইকটির ফুয়েল ধারন ক্ষমতা ১৫ লিটার। বাইকটির সম্প্রতি দাম ৯৭০০০ টাকা।
Walton Stylex +
এই বাইকটিতেও একইভাবে ইলেকট্রিক এবং কিক স্টার্ট অপশন রয়েছে এবং সিংগেল সিলিন্ডার,৪ স্ট্রোক, এয়ার কুলড ৯৭ সিসি ইঞ্জিন রয়েছে। ফুয়েল ধারন ক্ষমতা ৯ লিটার।বাইকটির সম্প্রতি মুল্য ৮৫০০০ টাকা।
Walton Stylex (new)
লিমিটেড এডিশনের এই বাইকটির ফিচার প্রায় Walton Stylex + এর মতো । বাইকটির দাম ৭২৫০০ টাকা
Walton Stylex 100
এই বাইকটির সম্প্রতি মুল্য দাঁড়িয়েছে ৬৯০০০ টাকা
Walton Cruize 100
তেল সাশ্রয়ী এবং মজবুত ইঞ্জিন গঠন এই দুটিই Cruize 100 বাইকটিতে রয়েছে।সেই সাথে সিংগেল সিলিন্ডার,৪ স্ট্রোক ৯৭ সিসির ইঞ্জিন এবং ইঞ্জিন চালু করার জন্য ইলেকট্রিক এবং কিক এই দুটি অপশন রয়েছে। বাইকটির সম্প্রতি দাম ৮৫০০০ টাকা।
Walton Leo (New)
লিমিটেড এডিশনের এই বাইকটি ওজনে কম এবং মাইলেজ নিঃসন্দেহে ৭৫ এর বেশী। এই বাইকটিতে রয়েছে সিংগেল সিলিন্ডার ৪ স্ট্রোক এয়ার কুলিং ইঞ্জিন সাথে ইলেকট্রিক এবং কিক স্টার্ট অপশন । বাইকটির সম্প্রতি দাম ৬৯৫০০ টাকা।
Walton Leo +
আকর্ষণীয় গ্রাফিক্সের সাথে সিংগেল সিলিন্ডার ৪ স্ট্রোক এয়ার কুলিং ইঞ্জিন,স্টাইলিশ এলয় হুইল, ৫ স্টেপ এডাস্টেবল রেয়ার সাসপেশন,নরম ও আরামদায়ক সিটিং পজিশন ইত্যাদি রয়েছে। বাইকটির শো-রুম মুল্য ৮০০০০ টাকা।
Walton Leo 80
চমৎকার ডিজাইনের সাথে ইলেকট্রিক এবং কিক স্টার্ট অপশন এবং বাইকটিতে রয়েছে সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ,এয়ার কুলিং ৮৬ সিসির ইঞ্জিন রয়েছে। এই বাইকটি ৭৫ কিমি প্রতি লিটারে এর বেশী মাইলেজ দিয়ে থাকে। বাইকটির দাম ৬৬০০০ টাকা।