দেশের মোটরসাইকেল বাজারে বর্তমানে একটু অস্থিতিশীল পরিবেশ দেখা যাচ্ছে , বিশেষ করে মানুষের মধ্যে জানার প্রবনতা বেশি মোটরসাইকেলের দাম নিয়ে। দাম কী আবারো বাড়বে ? নাকি কমবে? এই সাধারণ প্রশ্ন মোটরসাইকেল প্রেমিদের মুখে মুখে।
একটা সময় ছিলো যখন আমারা দেখেছি যে মোটরসাইকেলের দাম অনেক কমেছে এবং গ্রাহকদের ক্রয় সীমার মধ্যে থাকার কারনে অনেকেই ব্যাক্তিগত বাহন হিসেবে মোটরসাইকেলকেই বেছে নিয়েছেন কিন্তু বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন লক্ষ্য করা যায়। ২০২২ সালের দর বিশ্লেষণে দেখা যায়, গত বছর মে থেকে ডিসেম্বর পর্যন্ত দাম বেড়েছে ৬ থেকে ১৫ শতাংশ। কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিকভাবে গত বছরের শুরু থেকে এ পর্যন্ত ব্র্যান্ড ও মডেলভেদে মূল্যবৃদ্ধির হার ১০ থেকে ১৫ শতাংশ। এমন পরিস্থিতিতে মোটরসাইকেল প্রেমিদের জন্য বাইক কেনা একটু কষ্টসাধ্য ব্যাপার।
এখন প্রশ্ন হচ্ছে মোটরসাইকেলের দাম কী আবারো বাড়তে পারে ? এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে অনেকটাই সম্ভাবনা আছে দাম বৃদ্ধির। কারন ডলারের দাম বেড়েছে ২৫ শতাংশের মতো, যা মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানিতে সরাসরি প্রভাব ফেলেছে। ওদিকে দেশে গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। সবকিছুর প্রভাব মোটরসাইকেলের দামের ওপর পড়বে।
মোটরসাইকেল বিপণনকারী কোম্পানিগুলোর নিজস্ব বাজার জরিপ অনুযায়ী, ২০২২ সালে দেশে ৫ লাখ ৯০ হাজারের মতো মোটরসাইকেল বিক্রি হয়েছে, যা আগের বছরের সমান। এ খাতে কোনো প্রবৃদ্ধি হয়নি। সাধারণত মোটরসাইকেল বিক্রিতে দুই অঙ্কের প্রবৃদ্ধি হয় যা বিগত বছর গুলোর তথ্য পর্যালচনা করলে দেখতে পাওয়া যায়।
তাই ধারনা করে বলা যেতে পারে যে , মোটরসাইকেলের দাম আবারো বাড়ার সম্ভাবনা রয়েছে। কারন যে সকল ক্ষেত্র সমূহতে মুল্য বৃদ্ধি দেখা দিয়েছে মোটরসাইকেল শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত।