বৈশাখের এই শুভক্ষনে ইয়ামাহা ভক্তদের জন্য নিয়ে এলো আবারও সুখবর। ইয়ামাহা এবার নিয়ে এলো তাদের ক্রেতাদের জন্যে “বৈশাখী উল্লাস” অফার। ইয়ামাহার জনপ্রিয় ৪ টি মডেলে থাকছে নিশ্চিত ক্যাশব্যাক যা অফারের মধ্যে প্রযোজ্য।
যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই বছরের শুরু থেকেই মোটরসাইকেল কোম্পানীগুলা অনেক ধরনের সারপ্রাইজ তাদের কাস্টমারদের জন্যে নিয়ে এসেছে এবং এই কারনে অনেক আকর্ষনীয় অফারও দিয়ে আসছে। ইয়ামাহাও এই ট্রেন্ডের বাইরে নয় এবং এবার ইয়ামাহা এবার নিয়েছে “বৈশাখী উল্লাস” তাদের নতুন ক্রেতাদের জন্যে। মুলত বাংলা নতুন বছরে ইয়ামাহা ভক্তদের ইয়ামাহা বাইক কেনার সুবিধার জন্যে এমন অফার দিচ্ছে ইয়ামাহা এবং এই অফারের আওতায় ইয়ামাহার ক্রেতারা ইয়ামাহার জনপ্রিয় ৪ টি মডেলের ওপর পেতে যাচ্ছেন ইন্সট্যান্ট ক্যাশব্যাক এবং এই ৪ টি মডেল হল “ইয়ামাহা এফজেড-এস এফআই”, “এসজেড-আরআর ভি২”, “ইয়ামাহা স্যালুটো ১২৫সিসি”। ইয়ামাহার সিংগেল এবং ডাবল ডিস্ক মডেলের এফজেড-এস এফআই” মডেলে ইয়ায়ামাহ দিচ্ছে ১১,০০০/- টাকা ক্যাশব্যাক। এসজেড-আরআর মডেলে ইয়ামাহা দিচ্ছে ১২,০০০ টাকা ক্যাশব্যাক অন্যদিকে স্যালুটো ১২৫সিসির ডিস্ক এবং সিংগেল ডিস্ক মডেলের ওপর ছাড় আরোপ করা হয়েছে ৯০০০ টাকা এবং এখানেই এই অফারের শেষ না বরং নতুন আকর্ষণ “ইয়ামাহা আর১৫ ভি৩ মোভিস্টার” মডেল পাচ্ছে নতুন প্রাইস ট্যাগ যা সীমা ৫২৫০০ টাকা পর্যন্ত।
এই অফার চলবে ৩০ এপ্রিল পর্যন্ত যার অর্থ দাঁড়ায় আপনার জন্যে পুরো মাস এই অফার চলবে এবং আপনি আপনার সুবিধামত সময়ে এটা গ্রহন করতে পারবেন। সে কারনে আপনার উচিত হবে সময় নষ্ট না করে আপনার পছন্দের বাইকটার ব্যাপারে নিকটস্থ শোরুমে যোগাযোগ করা।
আকর্ষনীয় কিছু লোনের সুবিধা দিচ্ছে “ব্রাক ব্যাংক” এবং “সিটি ব্যাংক”।