ইয়ামাহা বাংলাদেশর আকর্ষনীয় ৪ বছরের যাত্রা পথ সম্পন্ন হল এসিআই মোটরসের সাথে। এই ৪ বছরের মধ্যে তারা অসংখ্য মাইলফলক অর্জন করেছে, যা বাংলাদেশে অন্যান্য ইয়ামাহা আমদানিকারক বা বিতরণকারী কখনও করতে পারিনি।
ইয়ামাহা এমন একটি নাম, যা ইতিমধ্যে অনেক বাইকারদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাদের প্রডাক্ট তালিকায় সেসব ধরণের বাইক রয়েছে যা ব্যবহারকারীর হৃদয়কে ছুয়ে যাবার জন্য যথেষ্ট। বিস্তৃত প্রোডাক্ট লাইনআপ, ফিচারস, তাদের পারফর্মেন্স সবকিছু মিলিয়ে ইয়ামাহা বিশ্বজুড়ে প্রিমিয়াম ব্র্যান্ডে পরিনত হয়েছে।গত ৪ বছর ধরে বাংলাদেশি ব্যবহারকারীদের মধ্যে প্রিমিয়াম ব্রান্ডের বাইক বিতরণের দায়িত্বটি এসিআই মোটরস হাতে নিয়েছিল। এই দ্বায়িত্ব হাতে নেবার পর থেকেইএসিআই মোটরসের অর্জনের একটি দীর্ঘ তালিকা রয়েছে। এসিআই মোটরস প্রায় ২০০০ এরও বেশি ইয়ামাহা বাইক চালকদের সমাবেশ নিয়ে তাদের যাত্রা শুরু করেছিল যা ইয়ামাহা বাইক র্যালি নামে পরিচিত। তাদের এই আয়োজনের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা গেছিলো তাদের পরবর্তী পথ চলার প্রদর্শনী,যা অন্য কোন কোম্পানি করতে সক্ষম হয়নি।একের পর এক কর্মসূচি এবং ইয়ামাহা প্রেমীদের জন্য নতুন কিছু নিয়ে আসা শুরু হয়েছিল এই এসিআই দ্বারা। ঢাকা বাইক কার্নিভাল, ইয়ামাহার বৃহত্তম মোটরসাইকেলের লোগো্র মাধ্যমে গিনেসের বিশ্ব রেকর্ড, ব্র্যাক ব্যাংক এর সাথে প্রথম বাইক লোনের চুক্তি, খুলনা এবং কক্সবাজারের রাইডিং ফেস্টের মাধ্যমে ইয়ামাহার সাথে এই আকর্ষনীয় ৪ বছর সফলভাবে সম্পাদন করেছে এসিয়াই মোটরস।
বাইসাইকেল শেখার আগ্রহী পুরুষ ও মহিলা উভয় চালকদের জন্য এসিআই মোটরস ইয়ামাহা রাইডিং একাডেমি (ওয়াইআরএ) প্রতিষ্ঠা করেছিল। এটি এসিআই মোটরসের অন্যতম উদ্ভাবনী ধারণা ছিল। এই দুই কোম্পানি একসাথে বাইকিং কে এক নতুন কালচারে রুপান্তর করেছে।এসিআই মোটরস প্রথমবারের মতো এফ আই সার্ভিসিং সেন্টার নিয়ে আসে, পাশাপাশি তারা এফজেডএস ভি ৩ দিয়ে বাংলাদেশের প্রথম এবিএস বাইক প্রবর্তন করে। তাদের ব্যবহারকারীদের জন্য নতুন কিছু করার জন্য এসিআই মোটরস সর্বদায় সচেষ্ট এই চার বছর।
এই যাবতীয় আর্জনের জন্য আমরা টীম মোটরসাইকেলভ্যালী এসিআই মোটরস এবং সেই সাথে ইয়ামাহা বাংলাদেশকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা তাদের কাছ থেকে আরও আকর্ষণীয় এবং নিত্য নতুন আয়োজন কামনা করছি, যা আমাদের হৃদয়কে পুনরুজ্জীবিত করতেই থাকবে।
Lifan is one of the best motorcycle brands in the Bangladeshi motorcycle market, whose reputation is heard by bike lovers of a...
English BanglaSuzuki is a leading and very popular Japanese motorcycle brand in the motorcycle market of Bangladesh. As because, most of their p...
English BanglaLifan is a very familiar name to the diverse bike lovers of Bangladesh, each of whose bikes is attractive to bike lovers, whic...
English BanglaHonda is a globally renowned automobile and motorcycle brand that is recognized for its innovation, reliability, and performan...
English BanglaBajaj is a well-known motorcycle brand among all levels of bike lovers in Bangladesh, whose reputation and quality are nothing...
English Bangla