এই জানুয়ারি মাসে দেশব্যাপি ইয়ামাহা নিয়ে এলো "Feel The Premiumness with Yamaha" ইভেন্ট। এই ইভেন্টে থাকছে,
১। মোটরসাইকেল এক্সচেঞ্জ সুবিধা
২। ইয়ামাহা মোটরসাইকেল টেস্ট রাইড
৩। ইয়ামাহা রাইডার্স ক্লাবে যুক্ত হওয়ার সুযোগ
দেশের বিভিন্ন জেলার ভেন্যুতে দুইদিন ব্যাপি এই ইভেন্ট আয়োজন করা হয়েছে।
১৭ এবং ১৮ জানুয়ারি দুইদিন জুড়ে,
#ঢাকার খিলগাও হাই স্কুল মাঠে বাইক শপ,
#ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে আমিন এন্টারপ্রাইজ,
#চট্টগ্রামের শাহজাহান মাঠ, আমবাগানে মীম মটরস,
#সিলেটের গার্ডেন টাওয়ার, শাহজালাল উপশহর পয়েন্ট আয়েশা লেইস মটরস,
#খুলনার রাজমহল রেস্টুরেন্ট এম. এ. বারী রোডে রিনস কন্সোর্টিয়া,
#রাজশাহীর মুক্তমঞ্চ ঈদগাহ মাঠে ইউনিক মটরস্পোর্টস,
১৯ এবং ২০ জানুয়ারি দুইদিন জুড়ে,
#কুমিল্লার টাউনহল মাঠ, কান্দিরপাড়ে বাইকার’স গ্যালারি"
এবং "আগামী ২৪ এবং ২৫ জানুয়ারি দুইদিন জুড়ে
#চট্টগ্রামের শাহজাহান মাঠ, আমবাগানে মোটরসাইকেল গ্যালারি,
#বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল, আলেকান্দায় মেসার্স রাতুল অটো,
#ঢাকার মোহাম্মদপুর টাউনহল, শহীদ পার্ক মাঠে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুর এবং
#রংপুর নিওন অটো কেয়ার শোরুমে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট।
এক্সচেঞ্জ অফারঃ
আপনার বর্তমান বাইকটি এক্সচেঞ্জ করে R15, MT15 কিংবা NMAX নিলে পাচ্ছেন বর্তমান মূল্যের উপরে ৬,০০০ টাকা ছাড়,
FZ FI V3 এবং FZS FI V3 নিলে পাচ্ছেন ৫,০০০ টাকা ছাড় নিলে পাচ্ছেন,
FZS FI V2 Double Disc নিলে পাচ্ছেন ৪,০০০ টাকা ছাড় নিলে পাচ্ছেন
Saluto 125cc এবং RayZR Street Rally নিলে পাচ্ছেন ২,০০০ টাকা ছাড়!
আপনার বর্তমান বাইকটি যদি ইয়ামাহাই হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনি পাবেন আরো অতিরিক্ত ১,০০০ টাকা ছাড়!
এই ইভেন্টে সকল ক্রেতার জন্য এক্সচেঞ্জ অফারের সাথে চলতি মাসের রেগুলার অফার প্রযোজ্য হবে।
এক্সচেঞ্জ প্রক্রিয়া ও নিয়মাবলীঃ
১। এক্সচেঞ্জ ফেস্টে অনলাইনে রেজিস্ট্রেশন করে বুথে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি টোকেন সংগ্রহ করতে পারবেন।
#রেজিস্ট্রেশন লিংকঃ http://bit.ly/FeelthePremiumness
২। ইভেন্টের দিন যে বাইকটি এক্সচেঞ্জ করতে চান সেই বাইকটি নিজে নিয়ে আসতে হবে, বাইকের সকল কাগজপত্রসহ। আপনি যে জেলার ইভেন্টে অংশ নিচ্ছেন সে জেলার রেজিস্ট্রিকৃত বাইক এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় পড়বে।
৩। আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অথবা পাসপোর্ট এর ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে।
৪। ইয়ামাহা এক্সচেঞ্জ প্রোগ্রামে সংশ্লিষ্ট জেলার স্বনামধন্য বাইক রিসেলারগণ অংশগ্রহণ করবেন এবং যেকোনো একজন রিসেলার আপনার বাইকটি সেরা দামে ক্রয় করবেন এবং ক্রয়কৃত মূল্য বাইকের বুকিং হিসেবে রাখা হবে।
৫। আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করতে বাকি যত টাকা প্রয়োজন, তা ডিলার পয়েন্ট থেকে বাইক ডেলিভারির সময় পরিশোধ করতে হবে।
৬। ইভেন্টে বাইক রিসেলের পর, আপনাকে আপনার ইয়ামাহা বাইকটি ৩১ জানুয়ারি এর মধ্যে ডিলার পয়েন্ট থেকে সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে ইয়ামাহার জানুয়ারি মাসের রেগুলার অফার আপনার জন্য প্রযোজ্য হবে।
৭। নির্দিষ্ট সময়ের মধ্যে বাইক ডেলিভারি না নেয়া হলে ইভেন্টে দেয়া এক্সচেঞ্জ অফার কার্যকর হবে না।
তো আর দেরি কেন, আপনার যে বাইকটি বদলের কথা বহুদিন ধরেই ভাবছিলেন এবার আমাদের ইভেন্টে বাইকটি বদলে হয়ে যান ইয়ামাহা পরিবারের গর্বিত সদস্য। যুক্ত হতে পারেন ইয়ামাহা রাইডার্স ক্লাবে অথবা নিতে পারেন ইয়ামাহা মোটরাসাইকেলের টেস্ট রাইড।