বাংলাদেশের সবচেয়ে পুরনো মোটরসাইকেল ব্রান্ডের মধ্যে অন্যতম এবং বর্তমানে মোটরসাইকেলের বাজারে সাথে ক্রেতা পর্যায়ে আকর্ষনের একইসাথে চাহিদার শীর্ষে থাকা একটি বাইক ব্রান্ড হলো ইয়ামাহা। বাংলাদেশের বাইকিং জগতে আভিজাত্যের শীর্ষে থাকা বাইক ব্রান্ডটিও ইয়ামাহা, ঠিক এইভাবেও উল্লেখ করলেও ভুল হবে না।
ইয়ামাহার বাংলাদেশে তাদের পন্য তালিকা অন্য যে কোন বাইক ব্রান্ড থেকে আলাদা। এই ক্ষেত্রে উদাহরন স্বরুপ, সাধারন কমিউটার সেগমেন্টে ইয়ামাহার একটি মাত্র মোটরসাইকেল যা হলো ইয়ামাহা স্যালুটো ১২৫সিসি আর বলা বাহুল্য যে ১২৫সিসি এর নিচে বাংলাদেশে ইয়ামাহার আর কোন মোটরসাইকেল নেই যেখানে অন্যান্য ব্রান্ড ১০০সিসি, ১১০সিসি বা এর মধ্যে আরও অনেক ভ্যারাইটি রেখে থাকে। ১২৫সিসি সেগমেন্টে ইয়ামাহার আরও একটি বাইক চলতি বছরে বাংলাদেশে আসার সম্ভাবনা আছে সেটি হল Yamaha XSR 125 যার মুল্য লঞ্চ হউয়ার পরেই জানা যাবে।
অন্যদিকে ইয়ামাহার সর্বোচ্চ শক্তির বাইকের কথা বিবেচনা করতে গেলে R15 Series, FZS Series, MT Series এগুলা তো আছেই। তবে এই সিরিজের বাইকগুলো বেশিরভাগই ১৫৫সিসি ইঞ্জিনের সমন্বয়ে তৈরি।
আজকে আমরা দেখে নিবো ২০২৩ সালে ইয়ামাহার বাইকের মুল্য তালিকাঃ
Yamaha Fazer Fi V2
ইয়ামাহার তো বটেই বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় বাইক হলো Yamaha Fazer Fi V2 যার মার্জিত সেমি স্পোর্টস ডিজাইন সকল বয়সী রাইডারদের সাথে যেমন মানিয়ে যায় বিপরীতে এই বাইকের আরামদায়ক পারফরমেন্স আর ১৫০সিসি সেগমেন্টে বাংলাদেশের সেরা মাইলেজ এই বাইকটাকে সম্পুর্ন নতুন উচ্চতায় নিয়ে গেছে। একইসাথে ইয়ামাহার বিক্রয় পরবর্তী আন্তরিক সেবা ক্রেতাদের সবসময়ই আলাদা একটা ভরসা যুগিয়েছে।
• অফারের সাথে Yamaha Fazer Fi V2 এর বর্তমান দাম ২,৯৩,০০০ টাকা।
• অফার ব্যতীত Yamaha Fazer Fi V2 এর রেগুলার দাম ২,৯৯,০০০ টাকা।
Yamaha FZ X
একজন বাইকারের রুচি এবং আভিজাত্য প্রাকশে ইয়ামাহার অন্যতম একটি মোটরসাইকেল হলো Yamaha FZ X, বাংলাদেশে ব্যতিক্রমী ডিজাইনের যে কয়েকটা বাইক আছে তার অন্যতম একটি হলো ইয়ামাহার এই বাইকটি। ১৫০সিসি ইঞ্জিন দিয়ে তৈরি এই বাইকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বিশ্বব্যাপী যে কোন শ্রেনীর বাইকারের কাছে অনেক পছন্দের। বলে রাখা ভাল যে এই বাইকটা যে ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে সেটাকে বাইক ডিজাইনের জগতে Scrambler Bike বলা হয়ে থাকে আর এই ধরনের বাইক বাংলাদেশের বাজারে খুব সামান্যই আছে, ইয়ামাহার আছে সবমিলিয়ে দুইটা।
• Yamaha FZ X এর বর্তমান দাম – ৩,৬০,০০০ টাকা
Yamaha FZS v2
বাংলাদেশে ১৫০সিসি সেগমেন্টে জনপ্রিয়তার শীর্ষে থাকা একটি মোটরসাইকেল হলো Yamaha FZS v2 আর এই বাইকটা বাংলাদেশের সকল শ্রেনী পেশার বাইকারের কাছে চোখে পড়ে। FZS Series এর ভার্শন ১ মডেলটার ব্যাপক সফলতার পরে ইয়ামাহা কর্তৃপক্ষ Yamaha FZS v2 মডেলটা বাজারে আনে যা সফলতার সাথে বছরের পর বছর ক্রেতার সন্তুষ্টি সহকারে বাজারে চলমান আছে।
• Yamaha FZS v2 এর বর্তমান দাম – ২,৩৩,০০০ টাকা
Yamaha FZS V3
পুর্বের মডেলটি যেমন ভার্শন ১ এর সফলতার ধারাবাহিকতায় বাংলাদেশের বাইকারদের জন্যে ইয়ামাহার নতুন সংযোজন ঠিক তেমনই FZS V3 হলো FZS V2 এর সফলতার ধারাবাহিকতা চালিয়ে যাওয়া সাথে ক্রেতাদের চাহিদার সাথে সমন্বয় রাখার জন্যে ইয়ামাহা কর্তৃপক্ষ Yamaha FZS V3 বাংলাদেশের বাজারে নিয়ে আসে। মজার ব্যাপার হলো ভার্শন ৩ বাইকটাতে পুর্বের মডেলের তুলনায় অনেক বেশি এগ্রেসিভ মাসল্ড লুক এবং অসাধারন কালার কম্বিনেশন দিয়ে তৈরি করা হয়েছে যা ক্রেতা পর্যায়ে দারুন সাড়া ফেলেছে আর এই কারনে ইয়ামাহা কর্তৃপক্ষ এই বাইকের ৩টি মডেল বাজারজাত করছেন আর ২০২৩ সালে এই বাইকগুলোর বর্তমান মুল্য নিম্নে উল্লেখ করা হলোঃ
• Yamaha FZS V3 এর বর্তমান মুল্য – ২,৬২,৫০০ টাকা
• Yamaha FZS V3 Vintage Edition এর বর্তমান মুল্য – ২,৬২,৫০০ টাকা
• Yamaha FZS V3 Deluxe মডেলটির মুল্য এখনও ঘোষিত হয় নি
Yamaha MT 15
ইয়ামাহার পন্য তালিকায় এটি আরেকটি আভিজাত্য বহনকারী একটি মোটরসাইকেল যা অসাধারন সেমি স্পোর্টস কমিউটার বাইকটার ব্যতিক্রমী আউটলুক বাইকটাকে বাংলাদেশের অন্য যেকোন বাইক থেকে আলাদা করে ফেলেছে। তরুন সমাজে এই বাইকটার আলাদা একটা গ্রহনযোগ্যতা তৈরি হয়েছে যা সাধারনত বাংলাদেশের অন্য কোন বাইকে এমন আগ্রহ দেখা যায় না। মুলত এই বাইকের অসাধারন ব্যতিক্রমী আউটলুক এবং কালার কম্বিবেশন তরুন বিশেষত যারা প্রিমিয়াম বাইক প্রেমীদের তাদের এই বাইকের প্রতি দুর্বল হউয়ার অন্যতম কারন। বর্তমানে Yamaha MT 15 এর দুইটি মডেল বাংলাদেশের বাজারে চলমান। প্রথম মডেলটি হলো Yamaha MT 15 এবং আরেকটি হলো
MT 15 Version 2.0 আর এই একই মডেলের আরেকটি ১২৫সিসির বাইক আসন্নের তালিকায় আছে সেটি হলো
Yamaha MT-125
২০২৩ সালে Yamaha MT Series এর প্রতিটা মডেলের মুল্য নিম্নে দেওয়া হলোঃ
• Yamaha MT 15 এর বর্তমান দাম – ৪,২৮,০০০ টাকা
• Yamaha MT 15 Version 2.0 এর বর্তমান দাম – ৫,২৫,০০০ টাকা
• Yamaha MT-125 এখনও আসন্ন তালিকায় থাকায় মুল্য অঘোষিত রয়েছে
Yamaha R15 Series
বাংলাদেশে স্পোর্টস বাইকের বাজারে সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে জনপ্রিয় পিউর স্পোর্টস বাইকের কথা উল্লেখ করতে গেলে Yamaha R15 Series এর ব্যাপারটা সবার আগে উল্লেখ করতে হবে। ইয়ামাহার এই বাইকগুলির দানবীয় স্পোর্টস লুক, স্পোর্টস বাইকের পিউর পারফরমেন্স, অসাধারন ইঞ্জিন ফিচার এবং কালার কম্বিনেশনের দারুন আউটলুক দিনে দিনে এই বাইকটাকে অনন্য একটি পর্যায়ে নিয়ে যাচ্ছে। Yamaha R15 V3 Series এ বর্তমানে ৩টি মডেল রয়েছে।
২০২৩ সালে এই বাইকগুলির দাম নিম্নে দেওয়া হলোঃ
•
Yamaha R15 V3 Dark Knight এর বর্তমান দাম ৪,৭৯,০০০ টাকা (৬,০০০ টাকা ছাড়ের অফার চলছে)
•
Yamaha R15 V3 Dual ABS এর বর্তমান দাম ৪,৮৫,০০০ টাকা
•
Yamaha R15 V3 Racing Blue এর বর্তমান দাম ৪,৮৫,০০০ টাকা
একইসাথে বাংলাদেশে বর্তমানে তরুন বাইকারদের স্পোর্টস বাইকের চাহিদার শীর্ষে থাকা আরেকটি মডেল হলো Yamaha R15 V4 যা পুর্বের মডেলগুলির থেকে প্রযুক্তিগত দিক দিয়ে অনেক আপডেটেড। Yamaha R15 V4 এর দুইটি মডেল বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
২০২৩ সালে Yamaha R15 V4 এর দাম নিম্নে উল্লেখ করা হলোঃ
• Yamaha R15 V4 এর বর্তমান দাম – ৫,৫০,০০০ টাকা
• Yamaha R15 V4 Racing Blue এর বর্তমান – ৫,৬০,০০০ টাকা
Yamaha R15M
ইয়ামাহার এই মডেলটা হলো বর্তমানে বাংলাদেশের স্পোর্টস বাইকের মধ্যে সেরা একটি বাইক যা ইয়ামাহার থাকা ১৫৫সিসি সেগমেন্টে সর্বোচ্চ প্রযুক্তিধারী যেটা নিয়ে বলতে গেলে একাধারে ইঞ্জিনের অত্যাধুনিক প্রযুক্তি, পিউর স্পোর্টস লুক, অসাধারন কালার কম্বিনেশন, দুরের পথে পারফরমেন্স ইত্যাদি বিষয় কোনভাবেই বাংলাদেশে অন্যকোন স্পোর্টস বাইকের সাথে মিলে না। অন্যভাবে লিখতে চাইলে Yamaha R15M এই বাইকটাকে বাংলাদেশে স্পোর্টস বাইকের দানব হিসেবে উল্লেখ করলেও ভুল বলা হবে না।
•
Yamaha R15M এর দাম ৫,৭৫,০০০ টাকা
আর এই দামের ব্যাপারে একটা বিষয় উল্লেখ করে রাখা ভাল যে Yamaha R15M শুধুমাত্র ইয়ামাহার না বরং বাংলাদেশের সবচেয়ে দামী বাইক।
Yamaha Ray ZR Street Rally Fi
বাংলাদেশে স্কুটার বাইকের মার্কেটে যে কয়েকটা প্রিমিয়াম কোয়ালিটির স্কুটার আছে তার মধ্যে একটি সেরা প্রিমিয়াম স্কুটার হলো Yamaha Ray ZR Street Rally Fi. ইয়ামাহার এই বাইকটিকে প্রিমিয়াম কোয়ালিটির স্কুটার হিসেবে আমরা উল্লেখ করছি কারন স্কুটারের ইঞ্জিনে ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তি বাংলাদেশের বাজারে থাকা খুব সামান্য কয়েকটা স্কুটারেই দেখা যায়। তাছাড়া গ্রাহক পর্যায়ে এই বাইকের পারফরমেন্সের যেমন প্রশংসা আমরা শুনে থাকি তাতে অন্য যে কোন স্কুটার থেকে এটাকে আলাদাভাবে দেখাটা দোষের কিছু না। পাশাপাশি এই স্কুটারের যে স্টাইলিশ আউটলুক তা দেখে অনেকেরই মনে হতে পারে এই স্কুটারটি রেস ট্রাকে প্রতিযোগীতার জন্যে বানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে পুরুষের পাশাপাশি মহিলারাও ব্যাপক হারে নিজেদের প্রয়োজনে স্কুটার ব্যবহার শুরু করেছেন।
Yamaha Ray ZR Street Rally Fi এর বর্তমান দাম ২,৩৫,০০০ টাকা।
Yamaha Saluto
বাংলাদেশের মেজর কমিউটার বাইক সেগমেন্টে ইয়ামাহার একমাত্র পরিবেশন হলো Yamaha Saluto 125cc আর এটিই ইয়ামাহার সর্বনিম্ন শক্তির মোটরসাইকেল অর্থাৎ ১২৫সিসি এর নিচে বাংলাদেশে ইয়ামাহার আর কোন বাইক নেই। মজার ব্যাপার হলো Yamaha Saluto 125 বাইকটা তৃনমুল পর্যায়ে বাইকারদের এমন পারফরমেন্স দিচ্ছে যা অন্য অনেক স্বনামধন্য ব্রান্ডের ১০০সিসি বা ১১০সিসি বাইকও দিতে পারে না। Yamaha Saluto SE মডেলের ১৫ জনেরও বেশি ব্যবহারকারীর সাথে আমাদের কথা হয়েছে যাদের প্রাপ্ত মাইলেজ গড় করলে আমরা দেখতে পায় যে তারা প্রায় ৬৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছেন।
অন্যদিকে ইয়ামাহা স্যালুটোর নতুন একটি ভার্শন সম্প্রতি বাংলাদেশে লঞ্চ হয়েছে যেখানে নতুন অনেক কিছুর সাথে ইউবিএস (ইউনিফাইড ব্রেকিং সিস্টেম) সংযোজন করা হয়েছে। ইয়ামাহার এই মডেলটি হলো
Yamaha Saluto 125cc (UBS)
গেল ডিসেম্বরে লঞ্চ হউয়া Yamaha Saluto 125cc (UBS) ২০২৩ সালে বিক্রি হচ্ছে ১,৪৭,০০০ টাকায়।
Yamha XSR
বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে অন্যতম একটি আকর্ষনীয় মোটরসাইকেল হলো Yamaha XSR 155 যার ডিজাইন বাংলাদেশের কমিউটার এবং স্পোর্টস বাইকের থেকে অনেকখানীই আলাদা আর এইটাই এই বাইকের প্রকৃত সৌন্দর্য। শুরুর দিকে ঠিক যেমনটা আমরা উল্লেখ করেছি বাংলাদেশে Scrambler Motorcycle খুব সামান্য কয়েকটাই আছে আর ইয়ামাহা এই ধরনের সবমিলিয়ে দুইটা বাংলাদেশে আমদানী করে থাকে। Yamaha XSR series অর্থাৎ Yamaha XSR 155 এবং শীঘ্রই আসন্ন Yamaha XSR 125 হলো বাংলাদেশের অন্যতম Scrambler Motorcycle. ইয়ামাহার নিয়ে আসা আরেকটি স্ক্র্যাম্বলার মোটরসাইকেল হলো Yamaha FZ X.
বলা বাহুল্য যে বাংলাদেশে সকল শ্রেনীর বাইকারের কাছে ইয়ামাহার এই ব্যতিক্রমী বাইকগুলো দারুন জনপ্রিয়তা পেয়েছে।
• ২০২৩ সালে
Yamaha XSR 155 এর দাম ৫,৪৫,০০০ টাকা।