বাংলাদেশের বাজারে ইয়ামাহা তাদের হাই সিসি বাইক Yamaha FZ 25 বাইকটি নিয়ে এসেছে এবং গ্রাহকদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বাইকটা গ্রাহকদের হাতে খুব সহজে তুলে দেওয়ার জন্য তারা এই বাইকের সাথে প্রি বুকিং অফার রেখেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই বাইকের প্রি বুকিং অফারের সাথে কি কি রয়েছে।
মাত্র ৫০,০০০ টাকা জমা দিয়ে প্রি-বুকিং সম্পন্ন করলেই, জিতে নিতে পারবেন ৭,০০০ টাকার ক্যাশব্যাক অফার, ক্যাশব্যাক পরবর্তী অফারমূল্য: ৪২৮,০০০ টাকা।
এছাড়াও YRC-এর মেম্বারদের জন্য FZ-25 প্রি-বুকিং করলেই থাকছে ১২,০০০ টাকা ক্যাশব্যাক। ক্যাশব্যাক পরবর্তী অফারমূল্য: ৳৪২৩,০০০ টাকা।
165CC পর্যন্ত যেকোনো ব্রান্ডের বাইক এক্সচেঞ্জ করে FZ-25 প্রি-বুকিং করলেই থাকছে ১১,০০০ টাকা ক্যাশব্যাক। ক্যাশব্যাক পরবর্তী অফারমূল্য: ৪২৪,০০০ টাকা।
165 CC-এর বেশি যেকোনো ব্রান্ডের বাইক এক্সচেঞ্জ করে FZ-25 প্রি-বুকিং করলেই থাকছে ১৪,০০০ টাকা ক্যাশব্যাক। ক্যাশব্যাক পরবর্তী অফারমূল্য: ৪২১,০০০ টাকা।
অফারের শর্তাবলী:
* একজন গ্রাহক উপরে উল্লিখিত যেকোনো একটি অফার গ্রহণ করতে পারবেন।
* এক্সচেঞ্জ এর অফার গ্রহণ করতে, গ্রাহক যে Yamaha ডিলার পয়েন্টে বাইক প্রি-বুকিং করবেন, সেখান থেকেই পুরাতন বাইক এক্সচেঞ্জ করে নিতে হবে।
Metallic Black, Warrior White এবং Racing Blue এই তিনটি কালার এর মধ্যে আপনার কাঙ্খিত Yamaha FZ-25 মোটরসাইকেলটি প্রি-বুক করতে, ওয়েবসাইট ভিজিট করে প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করুন এবং আপনার সুবিধা অনুযায়ী ডিলার পয়েন্ট নির্বাচন করুন। সকল তথ্য জমা দেয়ার পর আপনাকে একটি SMS ও একটি কোড পাঠানো হবে। এরপর পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আপনার নির্বাচিত ডিলার পয়েন্টে প্রি-বুকিং-এর নির্ধারিত টাকা পরিশোধ করুন। প্রি-বুকিং- এর নির্ধারিত পরিমাণ টাকা পরিশোধ করার পর আপনি একটি নিশ্চিতকরণ SMS পাবেন। যেখানে আপনাকে নিশ্চিত করা হবে যে, আপনার প্রি-বুকিং সম্পন্ন হয়েছে।
তাহলে আর দেরি কেন, এখনই প্রি-বুকিং করে আপনার পছন্দের বাইকটিকে নিজের করে নিন। এছাড়া আরও কোনো প্রশ্ন থাকলে বা প্রি-বুকিং বিষয়ে কোন তথ্য জানতে যোগাযোগ করুন ইয়ামাহার অফিশিয়াল ফেসবুক পেইজে।
প্রি-বুক করতে
এখনই ক্লিক করুন।
???????????????????????? ????????-???????? ???????? মডেলের মূল্য: ৪৩৫,০০০ টাকা।