বাংলাদেশের বাজারে ১৫০ সিসি সেগমেন্টের মধ্যে জনপ্রিয় দুটি বাইক হল Yamaha FZS V2 এবং Yamaha FZS V3 । যখন এই দুটি বাইক দেশের বাজারে প্রবেশ করে তখন থেকেই গ্রাহকদের মধ্যে চাহিদা সৃষ্টি করে এবং অত্যাধুনিক সব ফিচারস দিয়ে গ্রাহকদের মন জয় করতে সচেষ্ট হয়।
আমাদের দেশের বাজারে ১০০ থেকে ১২৫ সিসি বাইকের বেশি চাহিদা থাকলেও ১৫০ সিসি সেগমেন্টের মধ্যে Yamaha FZS V2 এবং Yamaha FZS V3 এই দুটি বাইকের ভালো চাহিদা রয়েছে এবং যুগের সাথে তাল মিলিয়ে বাইকাররা এখন ১৫০ সিসি বাইকের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। ১২৫ সিসি থেকে ১৫০ সিসি বাইকের আরাম, কন্ট্রোল, ব্রেকিং একটু বেশি এবং বাজেট একটু বাড়ালেই ১৫০ সিসি বাইক হাতের নাগালে পাওয়া যায়। বর্তমানে FZS V2 এবং FZS V3 বাইক দুটি আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে। চলুন এক নজরে দেখে নিই এই বাইকের বর্তমান দাম কত এবং কি কি ফিচারস সমৃদ্ধ।
Yamaha FZS V2
Yamaha FZS V2 বাইকটি বর্তমান বাংলাদেশের বাজারে সেরা ১৫০ সিসির একটি বাইক। এই বাইকের স্পেশাল ফিচারস এর মধ্যে রয়েছে।
• রুচিশীল আরমাডা ব্লু কালার কম্বিনেশন।
• ইয়মাহার অত্যাধুনিক ব্লু কোর প্রযুক্তি।
• এফআই ( ফুয়েল ইঞ্জাকশন সিস্টেম )।
• ডাবল ডিস্ক ব্রেকিং।
• স্প্লিট সিটিং পজিশন।
• ফুল ডিজিটাল মিটার।
• সামনে এবং পেছনে মোটা টায়ার।
• ফুল ডিজিটাল মিটার
•
Yamaha FZS V2 বাইকের বর্তমান অফারমুল্য ২,২৫,৪০০ টাকা
Yamaha FZS V3
১৫০ সিসির মধ্যে আরেকটি চাহিদাসম্পন্ন বাইক হচ্ছে এই Yamaha FZS V3। এই বাইকটি ফিচারসের দিক থেকে বেশ উন্নত এবং এর স্পেশাল ফিচারস হিসেবে রয়েছে ।
• শক্তিশালী এফআই ইঞ্জিন
• চেসিস ও ডাইমেনশন
• আরামদায়ক সিংগেল পিস সিট
• ক্রোম ডাক্ট প্লেটিং
• আন্ডার কউল
• সামনে সিংগেল চ্যানেল এবিএস এবং ডিস্ক ব্রেক
• নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
• এলিডি হেডলাইট এবং ইলেকট্রিক্যাল
• ১৪০ মিমি মোটা টায়ার
• মনোক্রস সাসপেনশন
• এডভান্স মিডশিপ মাফলার কভার
•
Yamaha FZS V3 বাইকের বর্তমান অফারমুল্য ২,৫৫,৪০০ টাকা।
তাই আর দেরি না করে আপনার পছন্দের ইয়ামাহা বাইক কিনুন এবং আপনার রাইড উপভোগ করুন।