Yamaha Banner
Search

ইয়ামাহা জুন ক্যাশব্যাক অফার

2021-06-01

ইয়ামাহা জুন ক্যাশব্যাক অফার

1622552380_yamaha-june-cashback-offer.jpg
জুন মাসের জন্য ইয়ামাহা নিয়ে এলো দারুন সব ক্যাশব্যাক অফার। এই অফারে থাকছে তাদের নির্দিষ্ট কিছু বাইকে ক্যাশব্যাক আর সাথে রয়েছে এফজেডএস ভার্সন ৩ বাইকের নতুন দাম। ইয়ামাহা এফজেডএস ভার্সন ৩ বাইকের নতুন দাম নির্ধারন করা হয়েছে ২,৪০,৫০০ টাকা । এই বিশাল ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন পুরো জুন মাস জুড়ে। তাদের অন্যান্য বাইকের সাথে যে ক্যাশব্যাক অফারগুলো রয়েছে সেগুলো এক নজর দেখে নেওয়া যাক।

ইয়ামাহা XSR 155CC-এ থাকছে ১০,০০০ টাকা ক্যাশব্যাক ও একটি Yamaha XSR ব্র্যান্ডেড জ্যাকেট (স্টক থাকা পর্যন্ত)।
ইয়ামাহা R15 V3 ও MT 15 মডেলে থাকছে ১৫,০০০ টাকা ক্যাশব্যাক;
ইয়ামাহা Fazer FI V2 মডেলে থাকছে ১০,০০০ টাকা ক্যাশব্যাক;
ইয়ামাহা FZ-S FI V2 DD মডেলে থাকছে ৬,০০০ টাকা ক্যাশব্যাক;
ইয়ামাহা Saluto 125cc মডেলে থাকছে ৫,০০০ টাকা ক্যাশব্যাক।

এছাড়াও গ্রাহকদের জন্য খুশির খবর হল এফজেডএস ভার্সন ৩ বাইকের নতুন মুল্য পূর্বের থেকে অনেক কম। তাই আর দেরি না করে আজই আপনার পছন্দের ইয়ামাহা বাইক কিনে অফার উপভোগ করুন।

বিঃ দ্রঃ এই অফারটি ১ জুন থেকে শুরু করে ৩০ জুন পর্যন্ত চলবে।

Bike News

Best 5 160cc bikes in Bangladesh
2025-02-23

160cc motorcycle market achieves the perfect balance of performance, fuel efficiency, and value. The motorcycles have powerful...

English Bangla
Uttara Motors Service Campaign and Sales Fair in Jessore
2025-02-19

Uttara Motors Service Campaign and Sales Fair is now in the greater Jessore district! This 2-day fair will feature all kinds o...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh February 2025
2025-02-18

Yamaha is one of the motorcycle brands from outside the Indian subcontinent, each model of which is unique in its own right an...

English Bangla
Best 3 bikes of Yamaha
2025-02-17

Yamaha is a globally renowned Japanese brand well known for its high-performance motorcycles, scooters, and marine products. F...

English Bangla
What is PGM- FI ?
2025-02-12

PGM-FI stands for Programmed Fuel Injection. It's an advanced technology developed by Honda for motorcycles. It's an electroni...

English Bangla
Filter