১৩ই ফেব্রুয়ারি ইয়ামাহা বাংলাদেশে নিয়ে এলো তাদের নতুন স্পোর্টস লুকের স্কুটার “রে জেডআর স্ট্রীট র্যালী” এবং সবচেয়ে মজার ব্যাপার হল এই স্কুটারটি এমন ডিজাইন দিয়ে তৈরি করাআ হয়েছে যা ছেলে এবং মেয়ে উভয়ের পছন্দ এবং মানান্সই হবে। ইয়ামাহা কর্তৃপক্ষ আশা করছে যে তাদের এই স্কুটারটির আকর্ষনীয় এবং ব্যতিক্রমী ফিচারের কারনে খুব অল্প সময়ের মধ্যেই সাধারন এবং তৃনমুল পর্যায়ের বাইক ব্যবহারকারীদের জনপ্রিয়তা লাভ করবে।
এই স্কুটারটিতে রয়েছে স্পোর্টি গ্রাফিক্স ডিজাইন এবং আকর্ষনীয় আধুনিক সব ফিচার। সেই সমস্ত আধুনিক ফিচার নিয়ে বলতে গেলে সবার আগে বলতে হবে রে জেডআর র্যালীর ব্লু কোর ১১০সিসির ইঞ্জিন এবং এর স্মুদ পিকআপ রেসপন্স এবং পারফর্মেন্সের কথা এছাড়াও এই স্কুটারটিতে রয়েছে অত্যাধুনিক ইউবিএস ব্রেকিং টেকনোলজী, ডিজিটাল এবং স্টাইলিশ ইন্সট্রুমেন্ট প্যানেল এবং সর্বোপরী চোখ ধাধানো লুক যা সহজেই যে কারও মনে দাগ কাটতে সক্ষম। ইয়ামাহা তাদের এই সর্বশেষ নিয়ে আসা স্কুটারটির ব্যাপারে বলছে যে, এটি মুলত তাদের জন্যে যারা আরামদায়ক বাইকের থেকেও স্মুদ অনুভুতি আশা করে। এই স্কুটারটিকে তুলে ধরার জন্যে ইয়ামাহা/এসিআই মোটরস একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলো যেখানে শুধুমাত্র ইয়ামাহার ডিস্ট্রিবিউটরগন উপস্থিত ছিলেন। একই সাথে সেখানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস এর নির্বাআহী ডাইরেক্টর “সুব্রত রঞ্জন দাস” এবং অন্যান্য উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৩৯টা ৩এস (সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে এবং দুইটা ফ্ল্যাগশীপ সেন্টার রয়েছে। এর মধ্যে “ইয়ামাহা রে জেডআর স্ট্রীট র্যালি” প্রথম ডেলিভারী হয় এসিআই এর রাজধানীর তেজগাওস্থ ফ্ল্যাগশীপ সেন্টার থেকে।
বলে রাখা ভাল যে এই স্কুটারের সাথে কাস্টমার পাচ্ছেন একটি হেলমেট এবং একটি জ্যাকেট সম্পুর্ন ফ্রি।