নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইকের মধ্যে Yamaha MT15 এর চাহিদা কিন্তু অনেক বেশি দেখা যায়। এই বাইকের প্রিমিয়াম নেকেড স্পোর্টস ডিজাইন, ইঞ্জিন পারফরমেন্স সব কিছুই গ্রাহকদের মুগ্ধ করেছে। এ বছরেই ইয়ামাহা দেশের বাজারে নিয়ে এসেছে Yamaha R15 V4 and R15M । তাই ইয়ামাহা MT15 এর নতুন ভার্শন বাইক প্রেমিদের একটা দাবি এবং অফিশিয়ালি এসিআই মোটরস নিয়ে এসেছে Yamaha MT15 V2 । চলুন তাহলে দেখে নিই নতুন এই বাইকে কী কী ফিচারস রয়েছে।
ডিজাইন ও গ্রাফিক্স
ডিজাইনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এখানে ডিজাইনের তেমন আপডেট করা হয়নি কিন্তু গ্রাফিক্সাল বিষয়গুলো আগের মডেলের থেকে আপডেট করা হয়েছে। এক্সটেনডেট কিটের উপর নতুন গ্রাফিক্স ও রিমের কালার নতুন একটি মাত্রা যোগ করেছে । এদিকে এর মার্ড গার্ডটি আগের থেকে আপডেট করা হয়েছে।
ইঞ্জিন পারফরমেন্স
ইঞ্জিনে তারা একটু পরিবর্তন এনেছে। এখানে ব্যবহার করা হয়েছে Yamaha R15 V4 এবং এই ইঞ্জিন ম্যাক্স পাওয়ার ১৮.১ বিএইচপি এবং ম্যাক্স টর্ক ১৪.১ উৎপন্ন করতে সক্ষম। ভালো মাইলেজ নিশ্চিত করার জন্য আছে এফআই প্রযুক্তি , পাওয়ার বুস্টিং এর জন্য আছে ভিভিএ এবং স্মুথ গিয়ার শিফটিং এর জন্য আছে এসিস্ট স্প্লিপার ক্লাচ ।
সাসপেনশন
Yamaha MT15 V2 তে মেজর পরিবর্তন আনা হয়েছে এর সাসপেনশনে। সামনের দিকে ইউএসডি সাসপেনশন বাইকের নতুন একটি মাত্রা যুক্ত করেছে। সেই সাথে পেছনের কাস্ট এলুমিনিয়াম সুইং আর্ম ও সামনের ইউএসডি সাসপেনশন একসাথে আরও ভালো পারফরমেন্স দিবে।
ব্রেক ও টায়ার
ব্রেকিং এর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে ডাবল ডিস্ক ব্রেক সাথে সিংগেল চ্যানেল এবিএস দেওয়া আছে। টায়ারের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সামনে ও পেছনের মোটা টায়ার রয়েছে যা ভালো ব্রেকিং ব্যাল্যান্স নিশ্চিত করবে।
অন্যান্য ফিচারস
ইয়ামাহা তাদের Y কানেক্ট আপ এই MT15 V2 বাইকটিতে ব্যবহার করেছে যার ফলে মোবাইলের সাথে কানেক্ট করে নতুন নতুন সব ফিচারস উপভোগ করতে পারবেন। এদিকে সেফটির জন্য দেওয়া হয়েছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ।
আমরা দেখলাম যে নতুন Yamaha MT15 V2 বাইকটিতে বেশ কিছু নতুন ফিচারস যুক্ত করা হয়েছে যা রাইডারের রাইড আরও উপভোগ্য করে তুলবে। বাংলাদেশের বাজারে এখন সকল এসিআই মোটরস এর অথোরাইড শোরুমে এই বাইক প্রি বুকিং চলছে এবং বাইকের দাম রাখা হয়েছে ৫,২৫,০০০ টাকা। যারা Yamaha MT15 V2 লাভার আছেন দেরি না করে আপনার পছন্দের বাইকটি আজই কিনে ফেলুন। ধন্যবাদ।