দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা দেশের সকল শ্রেণীর মানুষ একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এরই মধ্যে দেশে ধান কাটার মৌসুম চলে এসেছে। সময়মতো ধান কেটে ঘরে উঠানো কৃষকের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনই দেশের খাদ্য চাহিদা পুরণেও সঠিক সময়ে ধান কাটার গুরুত্ব অপরিসীম। প্রতি বছর বৃষ্টিতে, বন্যায় অনেক ধান নষ্ট হয়ে যায়। এবার করোনা পরিস্থিতিতে এই আশংকা আরও বেশি।
তাই “ইয়ামাহা রাইডার্স ক্লাব” থেকে এসে দাঁড়িয়েছি এমনই একজন কৃষকের পাশে যার দরকার ছিলো সঠিক সময়ে ধান কেটে ঘরে উঠানোর জন্য সাহায্য। আমাদেরকে এই উদ্যোগে পাশে থেকে সহায়তা করেছে এসিআই মটরস লিমিটেড। এসিআই মটরস লিমিটেডের রিপারের সাহায্যে আমরা খুব সহজেই আজকে ধান কেটে অন্তত একজন কৃষকের মুখে হলেও হাসি ফোটাতে পেরেছি।
এই মেশিনটা সম্পর্কে যদি একটু বলি, ৫ জন শ্রমিক সারাদিন খেঁটে ১ একর জমিতে যে পরিমাণ ধান কাটতে পারে এই মেশিন সারাদিনে ৬ একর জমিতে সেই পরিমাণ ধান কাটতে পারে। তার মানে ৩০ জন শ্রমিকের ধান এই মেশিন সারাদিনে একাই কাটতে পারে এবং মেশিনটা চালাতেও মাত্র একজন লোক লাগে। এতে শ্রম এবং সময় দুটোই বাঁচে।
এই যে জমিটা আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা আজকে কাজ করলাম এখানে ৫ জন শ্রমিক কাজ করলে ২.৫ ঘন্টা সময় লাগতো এবং খরচ হতো প্রায় ৩ হাজার টাকা। কিন্তু এসিআই এর এই রিপার মেশিন দিয়ে সময় লেগেছে আমাদের মাত্র আধঘন্টা এবং খরচ হয়েছে ৭০০ টাকা। সুতরাং সময় এবং শ্রমের পাশাপাশি কৃষকের খরচও কমে এসেছে।
এই জমির যিনি কৃষক আছে তার কাছ থেকে যদি শুনি, "আমি খুব টেনশনে ছিলাম এবার ধান কাটা নিয়ে। বৃষ্টি চলে এসেছে আর করোনার কারণে শ্রমিকও পাচ্ছিলাম না। কিন্তু ইয়ামাহা থেকে ওনারা এসে এসিআইয়ের এই মেশিন দিয়ে ধান কেটে আমাকে আমার দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছে। এখন আমি এই ধান সময়মতো বাজারে বিক্রি করতে পারবো।"