কাস্টমার খাতিরের অংশ হিসেবে ইয়ামাহার অসাধারন একটা আয়োজন Yamaha Riding Academy (YRA). সাধারন মোটরসাইকেল প্রেমীদের মধ্যে যারা নিজেদের রাইডিং এর সক্ষমতা নিয়ে সংকোচে ভোগেন তাদের জন্যে ইয়ামাহার এই ব্যতিক্রমী আয়োজন।
Yamaha presents Yamaha Riding Academy (YRA), চলছে প্রতি শুক্র এবং শনিবার। Motorcycle Riding Training এ থাকছে ছেলে ও মেয়েদের জন্য আলাদা ট্রেইনার, ভলেন্টিয়ার এবং ট্রেইনিং গ্রাউন্ডের ব্যবস্থা। এছাড়াও, রয়েছে FZ-S V2 এবং FZ-S V3 টেস্ট রাইডের ব্যবস্থা।
Training এর বিস্তারিত:
*প্রতি শুক্র এবং শনিবার ছেলে মেয়ে উভয়ের জন্য চলছে YAMAHA Presents Motorcycle Riding Training এবং এটি "Yamaha Riding Academy" থেকে ট্রেনিং প্রাপ্ত ট্রেইনার দ্বারা পরিচালিত হচ্ছে।
*এই ইভেন্টে ছেলে ও মেয়েদের জন্যে থাকছে আলাদা ট্রেইনার, ভলেন্টিয়ার এবং ট্রেইনিং গ্রাউন্ডের ব্যবস্থা।
*এই ট্রেনিং এ মোটরসাইকেল/স্কুটার রাইডিং সহ Road Rules & Riding Rules বিষয়ে শিখানো হবে।
*এই প্রোগ্রামে রেজিস্ট্রেশনকৃত সকলকে এই ট্রেইনিং ইভেন্টে পর্যায়ক্রমে যুক্ত করা হবে এবং তাদের ট্রেইনিং এর সময়ের বিষয়ে E-mail, SMS বা Phone Call এর মাধ্যমে কনফার্ম করা হবে।
রেজিষ্ট্রেশন লিংকঃ
http://tinyurl.com/3r9rhkvc
রেজিস্ট্রেশন ফিঃ ঢাকা- ১০০০/= এবং ফরিদপুর- ৫০০/=। রেজিস্ট্রেশন ফি বিকাশ করুন ০১৩১৩৭৬২২৯৯ এই নম্বরে। রেফারেন্সে অবশ্যই YRA মেনশন করতে হবে।
** অংশগ্রহণকারীকে অবশ্যই সাইকেল চালানো জানতে হবে।
সময়ঃ সকাল ৯টা – বিকাল ৩টা।
ভেন্যুঃ
ঢাকাঃ বিজি প্রেস গ্রাউন্ড, শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ, তেজগাঁও, ঢাকা ।
ফরিদপুরঃ ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর।
বিঃদ্রঃ এই ইভেন্টে অংশগ্রহণকারীদের জুতা ব্যবহার করা আবশ্যক]
এছাড়াও, FZ-S V2 এবং V3 টেস্ট রাইডের ব্যবস্থা থাকছে।