বাংলাদেশের বাজারে ইয়ামাহা বাইকের চাহিদা অনেক বেশি দেখা যায় কারণ তারা গ্রাহকদের বাজেট অনুযায়ী উন্নতমানের ফিচারস দিয়ে থাকে। ইয়ামাহা বাংলাদেশের সিসি লিমিট অনুযায়ী ১৬০ সিসির মধ্যে বাইক প্রস্তুত করে থাকে এবং সেগুলোর চাহিদা মার্কেটে আকাশচুম্বী। তারা বাংলাদেশের কমিউটার প্রেমিদের জন্য একটি বাইক নিয়ে এসেছে যার নাম Yamaha Saluto। এই বাইকটি ১২৫ সিসির একটি বাইক এবং যারা ১২৫ সিসির কমিউটার বাইক পছন্দ করে তাদের চাহিদা পূরণ করতে সদা প্রস্তুত। আজকে আমরা এই বাইকের বর্তমান দাম এবং বাজেট অনুযায়ী কী কী ফিচারস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো।
এই বাইকের সুন্দর ডিজাইনের কারণে অনেকেই এই বাইকটিকে বেশি পছন্দ করে থাকেন। হেডলাইটটা অন্য যেকোন ১২৫সিসি বাইকের থেকে বেশ বড় এবং এর সামনের ডিস্ক ব্রেক, সামনের মাডগার্ড, ফুয়েল ট্যাংকার এবং বাইকের অভারঅল বডি ডাইমেনশন চমকপ্রদ এবং অনেক আকর্ষনীয়। একইসাথে একটি কমিউটার বাইক হিসেবে এই বাইকের কালার কম্বিনেশনে রয়েছে অসসাধারন ।
Yamaha Saluto বাইকের ইঞ্জিন হলো ১২৫সিসি, এয়ার কুল, ৪ স্ট্রোক, এসওএইচসি, ২-ভাল্ভ যা ৮.১৮ বিএইচপি @৭০০০ আরপিএম সর্বোচ্চ শক্তি এবং ১০.১ এনএম @৪৫০০ আরপিএম সর্বোচ্চ টর্ক উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনটা ৪ স্পীড গিয়ার বক্সের সমন্বয়ে তৈরি। এর ইঞ্জিনটা সিডিআই টাইপ ইগনিশন যার কম্প্রেশন রেসিও হলো ১০.০.১ যা দারুন পারফরমেন্স সহ বেশ ভাল মাইলেজের নিশ্চয়তা দিবে।
এই বাইকটিতে রয়েছে ১৮ ইঞ্চির ৬ স্পোকের ম্যাট ব্ল্যাক কালারের রিমস। সামনে রয়েছে ৮০/১০০-১৮” ৪৭পি টিউবলেস টায়ার এবং পেছনে রয়েছে ৮০/১০০-১৮” ৫৪পি টিউবলেস টায়ার। সামনের চাকার ডিস্ক ব্রেক হলো ২৪০এমএম সিংগেল পিসটন ক্যালিপার এবং ১৩০এমএম ড্রাম ব্রেক পেছনের চাকায়। মোট কথায় একটি ১২৫ সিসির বাইকে রাইডারদের জন্য যে সকল ফিচারস প্রয়োজন তার সবটাই এই বাইকের সাথে রয়েছে।
এই বাইকের বর্তমান দাম কত? বাংলাদেশের বাজারে এই বাইকের দাম একদম গ্রাহকদের হাতের নাগালে। যারা কম দামের মধ্যে সুন্দর একটি ১২৫ সিসির বাইক খুঁজছেন তারা এই বাইকটি নিঃসন্দেহে ক্রয় করতে পারেন। এই বাইকের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে এবং সেগুলো দাম নিম্নে দেওয়া হল।
বাংলাদেশের বাজারে Yamaha Saluto SE বাইকের দাম ১,২৯,০০০ টাকা।
বাংলাদেশের বাজারে Yamaha Saluto Armada Blue বাইকের দাম ১,২৯,০০০ টাকা।
এখন যারা ১২৫ সিসির একটি বাইক খুঁজছেন তারা জন্য একটি সেরা অপশন হতে পারে এই বাইকটি। তবুও আপনি কোন বাইক কিনবেন সেটি সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত বিষয়।
CFMoto is basically a Chinese motorcycle brand that has gained a great reputation all over the world and although it is on the upc...
English BanglaIn the world of design, few awards carry as much prestige and recognitionas the Red Dot Design Award. Since its inception, thi...
English BanglaGear up with Lifan (a meet-up program for Lifan bike users and Lifan bike lovers) was organized by Motorcycle Valley in Rajsha...
English BanglaYamaha has organized a special virtual event to bring all the memories together of all of you who are associated with Yamaha. ...
English BanglaLifan motorcycle brand in Bangladesh has long been providing sports, commuter and premium quality scooters at affordable pri...
English Bangla