দীর্ঘ প্রতীক্ষার পর আবারো শুরু হচ্ছে ইয়ামাহা Motorcycle Riding Training প্রোগ্রাম। আগামী ৪ ডিসেম্বর, ২০২০ তারিখ থেকে প্রতি শুক্র এবং শনিবার এই শুধুমাত্র ঢাকা ও ফরিদপুরে এই ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
ইয়ামাহা বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। দীর্ঘদিন যাবত ইয়ামাহা বাংলাদেশে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। বাইক বিক্রয়ের সাথে সাথে বিক্রয়োত্তর সেবা প্রদানের মাধ্যমে তারা গ্রাহকদের আস্থা অর্জন করেছে। এছাড়াও ইয়ামাহা রাইডারদের জন্য মাঝে মাঝে Motorcycle Riding Training প্রোগ্রামের আয়োজন করে থাকে। যেখানে মোটরসাইকেল রাইডিং সহ Road Rules & Riding Rules বিষয়ে শিখানো হয়। করোনা ভাইরাসের কারণে মাঝে দীর্ঘদিন এই রাইডিং ট্রেইনিং ইভেন্ট বন্ধ থাকলেও আগামী ৪ ডিসেম্বর, ২০২০ তারিখ থেকে আবারো এটি শুরু করা হচ্ছে।
ইয়ামাহা Motorcycle Riding Training প্রোগ্রামের বিস্তারিত নিয়মাবলি--ছেলে মেয়ে উভয়ের জন্য এই রাইডিং ট্রেইনিং ইভেন্ট।
-এটি "Yamaha Riding Academy" থেকে ট্রেনিং প্রাপ্ত ট্রেইনার দ্বারা পরিচালিত হবে।
-এই ইভেন্টে ছেলে ও মেয়েদের জন্য থাকছে আলাদা ট্রেইনার, ভলেন্টিয়ার এবং ট্রেইনিং গ্রাউন্ডের ব্যবস্থা।
-ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চাইলে আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হবে।
-এই প্রোগ্রামে রেজিস্ট্রেশনকৃত সকলকে এই ট্রেইনিং ইভেন্টে পর্যায়ক্রমে যুক্ত করা হবে এবং তাদের ট্রেইনিং এর সময়ের বিষয়ে E-mail, SMS বা Phone Call এর মাধ্যমে জানানো হবে।
-৪ ডিসেম্বর, ২০২০ তারিখ থেকে শুধুমাত্র প্রতি শুক্র এবং শনিবার এই ট্রেইনিং ইভেন্ট চলবে।
-শুধুমাত্র ঢাকা ও ফরিদপুর ভেন্যুতে সকাল ৯টা – বিকাল ৪টা পর্যন্ত এই ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
-এই ট্রেনিং এ মোটরসাইকেল রাইডিং সহ Road Rules & Riding Rules বিষয়ে শিখানো হবে।
-রাইডিং ট্রেইনিং ইভেন্টের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য।
-এই ইভেন্টে অংশগ্রহণকারীদের জুতা ব্যবহার করা আবশ্যক।
ঢাকা ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে রেজিস্ট্রেশন করুন- https://forms.gle/tJCuVCiHynPwQbjH7
ঢাকা ভেন্যুঃ বিজি প্রেস গ্রাউন্ড, শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ, তেজগাঁও, ঢাকা।
ফরিদপুর ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে রেজিস্ট্রেশন করুন-https://forms.gle/a1CY85SHbpw3229p8
ফরিদপুর ভেন্যুঃ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজ, ফরিদপুর।