সময়ের সাথে প্রযুক্তির উন্নতি হচ্ছে, প্রযুক্তির সাথে যানবাহনের গতি বাড়ছে। গতির পৃথিবীতে প্রতি মুহুর্তেই সবকিছু পরিবর্তিত হচ্ছে। আমাদের দেশে যদিও ভাবা হয় স্কুটার হলো মেয়েদের বাহন কিন্তু Bajaj Chetak বা ভেসপা স্কুটার গুলো সব সময়ে ছেলেরাই চালায়। তবে ইদানিং কিছু স্কুটার এসেছে যেগুলো মুলত মেয়েদের টার্গেট করেই তার গঠন ও রং দেয়া হয়েছে। বাংলাদেশের মার্কেটে স্কুটারকে জনপ্রিয় করতে অবিরত কাজ করে যাচ্ছে “জিনান” নামের একটি ব্রান্ড। জিনান মেয়েদের জন্য তো বটেই, ছেলেদের জন্য, অফরোড বা স্পোর্টস বিভিন্ন ক্যাটেগরীতে বিভিন্ন ধরনের স্কুটার আনছে। যেগুলো গতানুগতিক মোটরসাইকেলের সাথে যেকোন দিক দিয়ে টেক্কা দিতে সক্ষম। জিনানএর রয়েছে ৫০সিসি থেকে ১৫০সিসির বিভিন্ন বৈশিষ্টের স্কুটার।
ZNEN Aurora
১২৫সিসির ক্লাসিক লুক এর ই স্কুটারটি এক দেখাতেই যে কারোর ভালো লেগে যাবে। স্কুটারটি অনায়াসে ১১০কিমি/ঘন্টা পথ পাড়ি দিতে পারে। জ্বালানি খরচও কম। লিটারে ৪৫কিমি। ১২৫সিসি স্কুটার হিসেবে যথেষ্ট। সামনে ডিস্ক ব্রেক, পেছনে ড্রাম ব্রেক। স্কুটারটির দাম ১লক্ষ ২৫ হাজার টাকা।
ZNEN Emperor II
আধুনিক ডিজাইনের ১২৫সিসির এই স্কুটারটির সর্বোচ্চ গতি ১১০কিমি/ঘন্টা এবং জ্বালানি খরচ ৪০কিমি/লিটার। ১০কিলোওয়াট ক্ষমতা তৈরীতে সক্ষম এই স্কুটারটির দাম ১লক্ষ ২০হাজার টাকা
ZNEN Goldfish 50cc
নামের সাথে অসাধারন মিল রয়েছে স্কুটারটির। মাত্র ৫০সিসি এই স্কুটারটি মুলত মেয়েদেরকে টার্গেট করেই বানানো। গোলাপী এবং বেগুনী এই দুই রংএ পাওয়া যায়। জ্বালানী খরচ অনেক কম। লিটারে ৭০কিমি চলবে। দাম মাত্র ৮৮হাজার টাকা।
ZNEN RX 150
এটি মুলত অফরোড স্কুটার। শক্ত বজবুত বডি, মোট চাকা, দুটি হেডলাইট, ১৫০সিসি ইনজিন অনায়াসে ১২.১কিলোওয়াট শক্তি জোগান দিতে পারে। গতিও নেহায়েত মন্দ নয়, ১১০কিমি/ঘন্টা। দাম ১লাখ ৩৫হাজার টাকা।
ZNEN R8 50
৫০সিসি ইনজিন বিশিস্ট এই স্কুটারটি মুলত এন্ট্রি লেভেলের। ছেলে/মেয়ে উভয়ের জন্যই পারফেক্ট। দাম মাত্র ১লাখ ৫হাজার টাকা।
ZNEN Classic 50cc
মাত্র ৮৫হাজার টাকা দামের এই স্কুটারটি ৫০সিসি ইনজিনটি ৫.২কিলোওয়াট শক্তি জোগান দিতে পারে। ডিজাইনে সাধারন এবং চমতকার।
ZNEN Falcon 8
১২৫সিসি স্কুটারটির ইনজিন ক্ষমতার জোগান দিতে পারে ১১.৫কিলোওয়াট। প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১১০কিমি বেগে ছুটতে পারে। দাম মাত্র ১লাখ ৪০হাজার টাকা।
ZNEN Delivery
নামেই লুকিয়ে আছে এর বৈশিষ্ট্য। মুলত যে কোন ধরনের ডেলিভারী সার্ভিসের জন্য এই স্কুটারটি ব্যবহারযোগ্য। পেছনে চমতকার মালবাহী জায়গা রয়েছে। পিজ্জা/কেক ইত্যাদি ডেলিভারীর জন্য আদর্শ বাহন। ১২৫সিসি ইনজিন বিশিস্ট স্কুটারটির দাম ৯৯হাজার পাচশত টাকা এবং ৫০সিসি স্কুটারটির দাম ৮৫হাজার টাকা।
ZNEN T9
জিনান বাংলাদেশ পরিবারের যোগ দেয়া সর্বশেষ সদস্য। স্টাইলিশ আধুনিক ডিজাইন ও ফীচারে সাজানো স্কুটারটি। খুব সহজেই যে কারো নজর কেড়ে নিবে। ১৫০সিসি ক্ষমতার ইনজিনটি সহজেই ১২৫কিমি/ঘন্টা বেগে চলতে পারে। দাম মাত্র ২লাখ ১৫হাজার টাকা।
ZNEN Vista
মাস্যল স্কুটার হিসেবে এই স্কুটারের সুনাম রয়েছে। ১৫০সিসি ইনজিনে ১৩.১কিলোওয়াট ক্ষমতা জোগান দিতে পারে ৮৫০০আরপিএম এ। টপস্পীড ১২৫কিমি/ঘন্টা। দাম ২লাখ টাকা।
ZNEN T6
১৫০সিসির স্টাইলিশ এই স্কুটারটি দিয়ে ৬০কিমি স্পীড তুলতে সময় লাগে মাত্র ৫সেকেন্ড। দাম মাত্র ১লাখ ৫৫হাজার টাকা।