Yamaha Banner
Search

বাঘা মসজিদ

2022-04-18
Views: 302

বাঘা মসজিদ


বাঘা মসজিদ সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ ১৫২৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন। এটি রাজশাহী জেলা শহর থেকে প্রায় ৪০ কিমি দূরে অবস্থিত । বাঘা মসজিদটি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ ১৫২৩-১৫২৪ সালে (৯৩০ হিজরি) নির্মাণ করেন। পরবর্তীতে এই মসজিদের গম্বুজগুলো ভেঙ্গে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেয়া হয় ১৮৯৭ সালে। মসজিদটি ২৫৬ বিঘা জমির ওপর অবস্থিত। সমভুমি থেকে থেকে ৮-১০ ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের ওপরের স্তম্ভ ও কারুকাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদটিতে ১০টি গম্বুজ আছে । আর ভেতরে রয়েছে ৬টি স্তম্ভ। মসজিদটিতে ৪টি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত। মাঝখানের দরজার ওপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। মসজিদটির গাঁথুনি চুন-সুরকি দিয়ে। মসজিদটিতে সর্বমোট ১০টি গম্বুজ, ৪টি মিনার (যার শীর্ষদেশ গম্বুজাকৃতির) এবং ৫টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের ভিতরে-বাইরে সবর্ত্রই টেরাকোটার নকশা বর্তমান। মসজিদের পাশে অবস্থিত বিশাল দিঘীও একটি দর্শনীয় স্থান। এছাড়া মসজিদ চত্ত্বরের পার্শ্বেই রয়েছে একাধিক পীর আউলিয়াগনের মাযার । পোড়ামাটির অসংখ্য কারুকাজ যার ভেতরে রয়েছে আমগাছ, শাপলা ফুল, লতাপাতাসহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকম কারুকাজ। এছাড়া মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশেই রয়েছে হজরত শাহদৌলা ও তার পাঁচ সঙ্গীর মাজার। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহর পুত্র নাসিরউদ্দীন নসরত শাহ জনকল্যাণার্থে মসজিদের সামনেই একটি দিঘী খনন করেন। শাহী মসজিদ সংলগ্ন এ দিঘিটি ৫২ বিঘা জমির ওপর রয়েছে। এই দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারিকেল গাছ। প্রতিবছর শীতের সময় এ দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

বাঘা মসজিদ বাইকে চেপে যাওয়া অনেক সহজ। রাজশাহী শহর থেকে তালাইমারি মোড় হয়ে রাজশাহি-নাটোর হাইওয়ে অবলম্বন করে যেতে হবে । রাজশাহী- নাটোর হাইওয়ে ধরে যেতে যেতে বেলপুকুর রেলক্রসিং পড়বে এবং তারপরে ৩ কিমি যেতে একটি বিশাল বাজার পাবেন যার নাম বানেশ্বর বাজার। এই বানেশ্বর বাজার আম কেনা-বেচার জন্য অনেক বিখ্যাত। এই বানেশ্বর বাজার থেকে নাটোর এর দিকে যেতে সামনেই ট্র্যাফিক মোড় পড়বে সেই ট্র্যাফিক মোড় থেকে হাতের ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি রাস্তা চলে গেছে যেটা চারঘাট,বাঘা, লালপুর হয়ে একদম ঈশ্বরদী গিয়ে ঠেকেছে। এই রাস্তা ধরে প্রায় ২২ কিমি এর পথ। এই পথ ধরেই আপনাকে যেতে হবে বাঘা মসজিদে। অন্যদিকে নাটোর থেকে যারা এই মসজিদে যেতে চান তারা নাটোর লালপুর হয়েও আসতে পারেন কিংবা বানেশ্বর বাজার থেকে রাজশাহী যেতে ট্র্যাফিক মোড় থেজে হাতের বাম দিকের রাস্তা ধরেও যেতে পারেন।


Filter