Yamaha Banner
Search

বিল কুমারী

2022-04-18
Views: 434

বিল কুমারী


রাজশাহীর তানোর উপজেলা সদরের পাশেই বিল কুমারী বিল। পানিতে মাছ, আর উপরে পাখির অবাধ বিচরন। যেন মাছ আর পাখির মিলিত এক অভয়াশ্রম। তানোর উপজেলার প্রকৃতি আর জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করে চলেছে বিল কুমারী । শিব নদী আর এই বিল যেন অভিন্ন শরীর। এই নদী বয়ে গেছে এর মাঝখান দিয়ে। আরও দু-তিনটি নদীর নিবিড় প্রেম এই বিল কুমারীর সঙ্গে। সারা বছর বিলজুড়ে দুই ধরনের কর্মযজ্ঞ দেখা যায়- মাছ ধরা আর ধানের চাষ। বর্ষায় নদী আর বিল মিলেমিশে একাকার হয়ে যায়। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। শীতে শুকিয়ে যায় এর অধিকাংশই। এই বিলের এক পাশে রয়েছে মাছের অভয়ারণ্য। সেখানে মাছ ধরার নিষেধাজ্ঞা চলে। এই অভয়ারণ্যে নির্বিঘ্নে মাছ ডিম পাড়ে, বড় হয়ে ওঠে। অভয়ারণ্যের অন্য পাশে সারা বছর মাছ ধরেই চলে জেলেদের দৈনন্দিন জীবন কিন্তু বছরে এক দিন জেলেরা মাছ ধরতে পারেন এই অভয়ারণ্যে। বিল কুমারী বিলের পাখির কথা না বললেই নয়। পানকৌড়ি, বখাচোখী, গাঙচিল, গাঙ শামুখখোলা, বক, নারিকেল হাঁসসহ নানা জাতের পাখির দেখা মেলে। বিলের এপাশ থেকে ওপাশে চলাচলের জন্য বিলের মাঝখান দিয়ে রয়েছে একটি সড়ক এবং এই সড়কের মাঝখানে বিলের পানি যাতায়াতের জন্য রয়েছে একটি ব্রিজ। বর্ষা মৌসুমে ছুটির দিনে এই ব্রীজে অনেক মানুষের আনাগোনা দেখা যায় এবং এই ব্রিজের উপর উঠে চারপাশে তাকালে শুধু পানি আর পানি। দেখে মনে হয় যেন কোন দ্বীপের উপর দাড়িয়ে পানিগুলোর চলাফেরা উপভোগ করছি।

রাজশাহী থেকে বিল কুমারী বিলে আসতে হলে আপনাকে অবলম্বন করতে হবে রাজশাহী- নওগাঁ হাইওয়ে। রেলগেট থেকে সোজা উত্তরে যে রাস্তাটি গেছে সেটা দিয়ে সামনে যেতে যেতে বায়া মোড় পরবে। এই বায়া মোড়ের আগে পরবে আমচত্ত্বর, ভুগরইল তারপরে বায়া। বায়া মোড় থেকে হাতের বাম দিকে যে রাস্তা চলে গেছে সেটিই রাজশাহী- তানোর যাবার প্রধান সড়ক। এই সড়ক ধরে প্রকৃতির সৌন্দ্রর্য্য দেখতে দেখতে তানোর পাবার আগে তালন্দ মোড় পরবে সেই তালন্দ মোড় থেকে ইটের রাস্তা ধরে সামনে এগুতে এগুতে চোখে পড়বে বিল কুমারীর অপার দৃশ্য। টানা বাইক করে এসে যদি কারো এই বিলের বাতাস শরীরে দোলা দেয় তাহলে সে শরীর নিমিষেই চাঙ্গা হয়ে উঠে। বাইকারদের জন্য মন জুড়ানো একটি স্থান এই বিল কুমারী বিল।


Filter