Yamaha Banner
Search

প্রজাপতি সড়ক

2022-05-18
Views: 295

প্রজাপতি সড়ক


রাজশাহী শহরের বহরমপুর এলাকায় অবস্থিত এই রাস্তাটি খুবই সুন্দর , বিশেষ করে রাতে এই রাস্তাটি দেখতে অনেক ভাল লাগে। দূর দূরান্ত থেকে অনেকেই রাতের বেলা এই রাস্তার সৌন্দর্য্য উপভোগ করতে আসেন। বাইকারদের জন্য এখনে যাতায়াতের সহজ মাধ্যম হল , নগরীর রেলগেট থেকে পশ্চিমের দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি ধরে সামনের দিকে এগুলোই বর্নালীর মোড় তারপর বন্ধগেট এবং ঠিক তার পরেই এই সুন্দর রাস্তা।


Filter