Yamaha Banner
Search

চাটমোহর শাহী মসজিদ

2022-09-20
Views: 153

চাটমোহর শাহী মসজিদ


চাটমোহর উপজেলার কেন্দ্রস্থলে প্রাচীন স্থাপত্য শিল্পের অপূর্ব একর্ব নিদর্শন ঐতিহাসিক চাটমোহর শাহী মসজিদ (Chatmohor Shahi Masjid) । এই শাহী মসজিদ থেকে প্রাপ্ত শিলালিপির তথ্য মতে, ১৫৮১ খ্রিষ্টাব্দে সম্রাট আকবরের শাসনামলে সৈয়দ নেতা আবুল ফতে মোহাম্মদ মাসুম খাঁর অর্থায়নে তারই সহোদর মুহামদ্দ বিন তুর্কি খান কাকশাল তারই সহোদর মুহামদ্দ বিন তুর্কি খান কাকশাল চাটমোহরে মসজিদটি নির্মাণ করেন। তিন গম্বুজ বিশিষ্ট চাটমোহর শাহী মসজিদের নির্মাণ কৌশলে প্রাচীন সুলতানী স্থাপত্যের প্রভাব রয়েছে। চাটমোহর মসজিদ থেকে প্রাপ্ত তুঘরা শিলালিপিটি বর্তমানে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ৪০০ বছর পূর্বে নির্মিত এই মসজিদটি দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করেন।
চাটমোহর শাহী মসজিদ যেতে হলে আপনাকে প্রথমে চাটমোহর উপজেলায় আসতে হবে । পাবনা জেলা শহর থেকে বাস বা সিএনজি নিয়ে চাটমোহর উপজেলার ২০০ গজ পশ্চিম দিকে অবস্থিত চাটমোহর শাহী মসজিদ পৌঁছাতে পারবেন।


Filter