Yamaha Banner
Search

সিএনবি মোড়

2022-05-17
Views: 1004

সিএনবি মোড়


শিক্ষা নগরী রাজশাহীর গুরুত্বপুর্ন একটি স্থান হল সিএনবি মোড়। অফিস শেষ করে কিংবা কাজের ফাকে একটু অবসর সময় পাড় করার জন্য এই নগরীর অধিকাংশ মানুষ বেছে নেন সিএনবি মোড় কে। এখানে বেশীরভাগ যারা আসেন তারা সবাই মধ্যম বয়সী এবং বলতে গেলে এখানে এক ধরনের মিলন মেলা দেখতে পাওয়া যায়। এখানে আসে সুন্দর একটি রাস্তা যা সরাসরি আপনাকে পদ্মার পাড়ে নিয়ে যাবে, আরও আছে সার্কিট হাউজ, গনপুর্ত অধিদপ্তর, শিশু একাডেমী। মোটকথায় বলতে গেলে সিএনবি মোড় খুবই নিরাপদ একটি স্থান।
এখানে বাইকাররা যেভাবে আসবেন, রাজশাহী শহর এর জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি গেছে সেটি ধরে সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে জেলখানা গেইট, তার একটু সামনে নিউ গভঃ ডিগ্রি কলেজ এবং তার ঠিক সামনেই যেই মোড়টি সেটিই হল সিএনবি মোড়। এদিকে আপনারা চাইলে লক্ষ্মীপুর মোড় থেকে দক্ষিন দিকে যে রাস্তাটা গেছে সেটি ধরে এগুলোই সিএনবি মোড় পৌঁছে যাবেন।


Filter