Yamaha Banner
Search

দারসবাড়ী মসজিদ ও মাদ্রাসা

2023-02-01
Views: 133

দারসবাড়ী মসজিদ ও মাদ্রাসা


ছোট সোনামসজিদ ও সোনা মসজিদ স্থলবন্দর জিরো পয়েন্ট এর মধ্যবর্তী স্থানে ওমরপুরের সন্নিকটে দারসবাড়ী অবস্থিত। সোনামসজিদের মত এটিও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। ছোট সোনামসজিদ থেকে মাত্র ২.৫ কিমি দূরে অবস্থিত। হাইওয়ে ধরে সোনামসজিদ স্থলবন্দরের দিকে যেতে বিজিবি ক্যাম্প পার হয়েই হাতের বাম দিক দিয়েই দারসবাড়ী মসজিদ রোড। এই রাস্তার মাঝেই দারসবাড়ী মসজিদ। এই রাস্তার শেষ মাথা পাগলা নদীতে গিয়ে পড়েছে। পুরুষানুক্রমে স্থানীয় জনসাধারণ এই স্থানকে ‘দারসবাড়ী’ বলে থাকেন। বর্তমানে এই স্থান পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দর্স অর্থ পাঠ। মসজিদ সংলগ্ন একটি ধবংশাবসেশ দেখে অনুমান করা যায় সম্ভবতঃ একসময় মাদ্রাসা ছিল এখানে। ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুনশী এলাহী বখশ কর্তৃক আবিস্কৃত একটি আরবী শিলালিপি অনুযায়ী (লিপি-দৈর্ঘ্য ১১ ফুট ৩ ইঞ্চি, প্রস্থ ২ফুট ১ ইঞ্চি) ১৪৭৯ খ্রিস্টাব্দে (হিজরী ৮৮৪) সুলতান শামস উদ্দীন ইউসুফ শাহের রাজত্বকালে তাঁরই আদেশক্রমে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। মসজিদের পরিচয় স্বরূপ এখনও একটি মেহরাব রয়েছে। এই মসজিদের চারপার্শ্বে দেয়াল ও কয়েকটি প্রস্তর স্তম্ভের মূলদেশ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই । এ মসজিদটিও বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্যের কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন। এখানে প্রাপ্ত তোগরা অক্ষরে উৎকীর্ণ ইউসুফি শাহী লিপিটি এখন কোলকাতা যাদুঘরে রক্ষিত আছে। জেনারেল ক্যানিংহাম তার নিজের ভাষাতে একে দারসবাড়ী বা কলেজ বলেছেন। এ ঐতিহাসিক কীর্তির মাত্র কয়েকগজ দূরেই ভারতীয় সীমান্ত।


Filter