Yamaha Banner
Search

দেবী চৌধুরানী জমিদার বাড়ি

2022-07-06
Views: 127

দেবী চৌধুরানী জমিদার বাড়ি


দেবী চৌধুরাণীর রাজবাড়িটি রংপুর জেলার পীরগাছা উপজেলা কার্যালয় ও পীরগাছা রেলওয়ে ষ্টেশনের কাছে অবস্থিত। । এটি জমিদার বাড়িটি পীরগাছা উপজেলার স্থানীয় বাসিন্দাদের কাছে পীরগাছা রাজবাড়ি ও মন্থনা জমিদার বাড়ি নামে পরিচিত। রংপুর শহর থেকে পীরগাছা উপজেলা থেকে মাত্র আধা কিলোমিটারের পথ হল এই দেবী চৌধুরানী জমিদার বাড়ি।


Filter