রাজশাহী শহরের আরেকটি সুন্দর চত্বরের নাম ঘোড়া চত্বর। এখানে আপনি আসলেই দেখতে পারবেন ঘোড়ার গাড়ি যা রাজশাহীর প্রাচীন ঐতিহ্যকে বহন করে। অতি প্রাচীন কালে রাজশাহী অঞ্চলে ঘোড়ার গাড়ির ব্যাপক প্রচলন ছিলো কিন্তু কালের বিবর্তনে সেটি হারিয়ে গেছে এবং সেটাই মনে রাখার জন্য রাজশাহীতে নির্মিত হয়েছে ঘোড়া চত্বর।
বাইকাররা খুব সহজেই এখানে আসতে পারবেন সেজন্য আপনাকে রাজশাহী শহরের রেলগেট থেকে পশ্চিমের দিকে যে রাস্তাটি গেছে সেটি ধরে সামনের দিকে গেলেই দেখতে পারবেন বন্ধ গেট এবং তার সামনের যে মোড়টি সেটিই হল ঘোড়া চত্বর।