Yamaha Banner
Search

হার্ডিঞ্জ ব্রিজ / লালন শাহ সেতু

2022-09-27
Views: 605

হার্ডিঞ্জ ব্রিজ / লালন শাহ সেতু


হার্ডিঞ্জর্ডি ব্রীজ ঈশ্বরদী উপজেলার পাকশী ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিভাজনকারী পদ্মা নদীর উপর নির্মিতর্মি একটি রেল সেতু। ১৯১৫ সালে ৪ মার্চ ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ এই সেতুর উদ্বোধন করেন। লর্ড হার্ডিঞ্জ এর নামনুসারে ব্রিজটিকে হার্ডিঞ্জ ব্রিজ ডাকা হয়। ভারত উপমহাদেশের রেল যোগাযোগে সহজতর করতে ১৮৮৯ সালে পদ্মা নদীর ওপর রেল সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। পাকশী হার্ডিঞ্জ ব্রীজের ভিত স্থাপন করা হয়েছে পানির সর্বনিম্ন সীমা থেকে প্রায় ১৬০ ফুট মাটির গভীর পর্যন্ত।
এই হার্ডিঞ্জ ব্রিজ / লালন শাহ সেতু যেতে হলে আপনাকে আসতে হবে ঈশ্বরদীর দাশুরিয়া বাইপাসে, এরপরে এই বাইপাস থেকে খুলনা কুষ্টিয়া মহাসড়ক অবলম্বন করে সামনের দিকে এগুলোই পৌছে যাবেন হার্ডিঞ্জ ব্রিজ / লালন শাহ সেতু । যেতে যেতে পথে দেখতে পাবেন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র।


Filter