Yamaha Banner
Search

আই বাঁধ

2022-05-19
Views: 3030

আই বাঁধ


রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত এবং এই শহরকে রক্ষা করার জন্য এখানে নির্মিত হয়েছে একটি বাঁধ যা আই বাঁধ নামে পরিচিত। এটি রাজশাহীর প্রধান শহর থেকে একটু দূরে রাজশাহী কোর্ট এলাকায় অবস্থিত । এটি বর্ষাকালে দেখতে অনেক সুন্দর লাগে এবং বাইকাররা বর্ষণ্মুখর দিন এখানে কাটাতে বিকেলের পর চলে আসতে পারেন ।

এখানে আসার জন্য আপনাকে রাজশাহী শহরের প্রাণ কেন্দ্র জিরো পয়েন্ট থেকে পশ্চিমের দিকে যে রাস্তাটি গেছে সেটি ধরে সামনের দিকে প্রায় ৫ কিলোমিটার গেলে দেখতে পাবেন রাজশাহী কোর্ট বাজার এবং সেটি পার হয়ে আরেকটু সামনে গিয়ে দেখতে পাবেন রাজশাহী আই- বাঁধ।


Filter