Yamaha Banner
Search

মির্জাপুর শাহী মসজিদ

2022-06-07
Views: 195

মির্জাপুর শাহী মসজিদ


পঞ্চগড় সদর থেকে ১২ কিঃমিঃ দক্ষিণ পশ্চিমে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে মির্জাপুর শাহী মসজিদটি অবস্থিত। ফলকের ভাষা ও লিপি অনুযায়ী ধারণা করা হয় মোঘল সম্রাট শাহ আলমের রাজত্বকালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। মসজিদটির দেয়ালে খোদাই করা রয়েছে টেরাকোটা ফুল এবং লতাপাতার নকশা। মসজিদের নির্মাণশৈলীর নিপুণতা ও দৃষ্টিনন্দন কারুকার্য দর্শনার্থীদের আকৃষ্ট করে।


Filter