Yamaha Banner
Search

মুক্ত মঞ্চ

2022-05-17
Views: 996

মুক্ত মঞ্চ


রাজশাহী শহরের প্রাণকেন্দ্র অবস্থিত মুক্ত মঞ্চ দর্শনীয় একটি স্থান। ছুটির দিনে এই স্থানে দর্শনার্থীদের অনেক ভিড় দেখতে পাওয়া যায়। এটি একদম পদ্মা নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে বর্ষাকালে এই স্থান দেখার মত থাকে এবং রাজশাহী শহরের আশেপাশের জেলা থেকে অনেকেই এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন।

বাইকাররা এখানে খুব সহজেই যেতে পারবেন সেক্ষত্রে আপনাকে নগরীর জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকের রাস্তা ধরে এগুলো ফায়ার সার্ভিস মোড় দেখতে পাবেন , সেই মোড় থেকে হাতের বাম দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটির শেষ প্রান্তে অবস্থিত মুক্ত মঞ্চ।


Filter