Yamaha Banner
Search

নাইস গার্ডেন

2022-04-18
Views: 417

নাইস গার্ডেন


রাজশাহী শহর থেকে ১৫ কিমি দূরে রাজশাহী-তানোর মহাসড়কের পাশে চান্দুরিয়া ইউনিয়নে অবস্থিত নাইস গার্ডেন । প্রতিদিন অনেক মানুষ এখানকার সৌন্দর্য্য উপভোগ করার জন্য আসেন বিশেষ করে ছুটির দিনে মানুষের আনাগোনা অনেক বেশি হয়। নাইস গার্ডেন ব্যাক্তি মালিকানায় তৈরিকৃত সৌন্দর্যে ভরপুর, কৃত্রিমভাবে তৈরি দর্শনীয় স্থান। এখানে অনেক সুন্দর সুন্দন স্থাপনা রয়েছে এবং বিশাল এক দীঘি রয়েছে যেখানে নিজেই প্যাডেল নৌকা ভাড়া নিয়ে ঘুরা যায়। রাজশাহী থেকে নাইস গার্ডেন যেতে গলে আপনাকে বাইক নিয়ে রেলগেট শহীদ কামারুজ্জামান চত্বরে আসতে হবে এরপর রাজশাহি-নওগা হাইওয়ে ধরে সামনের দিকে এগুতে হবে। যেতে যেতে বায়া মোড় পড়বে এই বায়া মোড় থেকে হাতের বাম দিক দিয়ে যে রাস্তা গেছে সেটাই মুলত রাজশাহী-তানোর হাইওয়ে। এই হাইওয়েতে ধরে প্রায় ৮ কিমি যেতেই রাস্তার ঠিক ডান পাশ্বে দেখতে পাবেন নাইস গার্ডেন।


Filter