Yamaha Banner
Search

দেখে আসুন হিমালয় আর এভারেস্ট

2022-06-07
Views: 166

দেখে আসুন হিমালয় আর এভারেস্ট


পঞ্চগড় জেলার উত্তর দিকে শীত মৌসুমে মেঘমুক্ত এবং কুয়াশাবিহীন (অক্টোবর ও নভেম্বর)দিকে তাকালে চোখে পড়ে হিমালয় গিরিমালার নয়নাভিরাম দৃশ্য। তবে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরের পাশ ঘেঁষে প্রবাহিত মহানন্দা নদীর ধারে অবস্থিত ডাকবাংলো,বেরং সেতু,শালবাহান বাজার এ সকল স্থান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যায়।


Filter